‘কেমনে প্রকাশি কব কত ভালোবাসি
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া...’
রবীন্দ্রনাথ ঠাকুর
শত সহস্রবার ভেবেও না মিলেছে কূল, না মিলেছে কিনারা; প্রিয় মানুষটিকে ভালোবাসার কথা আজও বলা হয়ে উঠল না! কেন বলা হয়ে ওঠেনি? অজানা আতঙ্ক, অজানা ভয় বরাবরই পিছু ডেকেছে, পথ আগলে রেখে আর সামনে এগোতে দেয়নি। যদি প্রত্যাখ্যান করে সে? যদি করে অভিমান! এত দিনের বন্ধু বন্ধু সম্পর্কটা বা পরিচিত আগলের চেনা ফিরতি হাসিটাও যদি আর ধরা না দেয়? তখন তো যেটুকু আছে তাও জলে যাবে। এসব ভেবে যাঁরা দিন পার করছিলেন, তাঁরা এবার একটু সাহস করুন। বুঝতেই তো পারছেন ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হয়ে গেছে। প্রকৃতিও সেজে উঠতে শুরু করেছে বসন্তের সাজে। তবে কেন এই রৌদ্র ঝলমলে দিনেই ভালোবাসার কথা জানিয়ে দিচ্ছেন না তাঁকে?
৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে বলেই আমরা জানি। জীবনের নতুন পথচলার শুরু হোক না এ দিন থেকেই। কিন্তু কীভাবে জানাবেন ভালোবাসার কথা?
নিজের সত্তাকে মেলে ধরুন
প্রেম নিবেদনের সময় ও প্রেমের প্রথম দিনগুলোয় দেখা যায় প্রিয় মানুষটিকে খুশি করার জন্য অন্যজন এমন কিছু কাজ করে ফেলেন, এমন কিছু কথা বলেন ও প্রতিশ্রুতি দেন যা আদতে সত্য নয়। বাস্তবে হয়তো তিনি নিজেই এই কাজগুলো করেন না বা বিষয়গুলোর সঙ্গে একমত নন। কেবল প্রিয় মানুষটি যেন সঙ্গ না ছাড়েন তাই–ই এসব করা ও বলা। এই ব্যাপারগুলো সম্পর্কের পরবর্তী সময়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কারণ দিন শেষে প্রতিটি মানুষই আলাদা। প্রত্যেকের বিশ্বাস, আদর্শ, চিন্তার জায়গা ভিন্ন। তাই প্রেম নিবেদনের সময়ই নিজের সবকিছু খুলে বলুন। একমত হলে নিশ্চয়ই প্রিয় মানুষটি আপনার হাত ছাড়বেন না কখনোই।
যত্নের রেশ থাকা চাই
যত্ন ছাড়া কোনো সম্পর্কই বাঁচে না। তাই প্রেম নিবেদনের সময় প্রিয় মানুষটির প্রতি যত্ন প্রদর্শন করা জরুরি। তাঁর জন্য একগুচ্ছ গোলাপ নিয়ে যান। নিয়ে যেতে পারেন তাঁর পছন্দের যেকোনো ফুল। যদি তিনি চকলেট খেতে ভালোবাসেন, তাও নিতে পারেন। কোনো রেস্তোরাঁয় দেখা করলে প্রিয়দর্শিনীকে চেয়ার টেনে দিন বসার জন্য। অন্যদিকে প্রিয় পুরুষটির দিকেও যত্ন সহকারে ন্যাপকিন এগিয়ে দিন। কফিতে চিনি দিয়ে নেড়ে দিন। ব্যাপারগুলো খুবই ছোট ছোট। কিন্তু এগুলোর রেশ থাকে আজীবন। এরপর যখন আপনি মনের কথাগুলো বলবেন, তখন পুরো আবহটাই চমৎকার রূপে ধরা দেবে।
দরজায় ফুল রেখে আসুন
সরাসরি ভালোবাসার কথা বলার সুযোগ না হলে প্রিয় মানুষটির দরজার সামনে ফুলের বড় তোড়া রেখে আসুন। সম্ভব হলে তার ভেতর ছোট্ট চিরকুট বা কার্ড গুঁজে দিন। সঙ্গে থাকতে পারে চকলেটও। তবে এভাবে প্রেম নিবেদন তখনই করা ভালো, যদি মানুষটির সঙ্গে আপনার ন্যূনতম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে।
ডিনার ডেট
সহকর্মী বা বন্ধু এদের মধ্যে কারও প্রেমে পড়লে ও নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে ডিনার ডেটের নিমন্ত্রণ করতেই পারেন। ক্যান্ডেল লাইট ডিনারেই মনের কথা বলে ফেলতে পারেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও স্টাইলক্রেজ অবলম্বনে
‘কেমনে প্রকাশি কব কত ভালোবাসি
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া...’
রবীন্দ্রনাথ ঠাকুর
শত সহস্রবার ভেবেও না মিলেছে কূল, না মিলেছে কিনারা; প্রিয় মানুষটিকে ভালোবাসার কথা আজও বলা হয়ে উঠল না! কেন বলা হয়ে ওঠেনি? অজানা আতঙ্ক, অজানা ভয় বরাবরই পিছু ডেকেছে, পথ আগলে রেখে আর সামনে এগোতে দেয়নি। যদি প্রত্যাখ্যান করে সে? যদি করে অভিমান! এত দিনের বন্ধু বন্ধু সম্পর্কটা বা পরিচিত আগলের চেনা ফিরতি হাসিটাও যদি আর ধরা না দেয়? তখন তো যেটুকু আছে তাও জলে যাবে। এসব ভেবে যাঁরা দিন পার করছিলেন, তাঁরা এবার একটু সাহস করুন। বুঝতেই তো পারছেন ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হয়ে গেছে। প্রকৃতিও সেজে উঠতে শুরু করেছে বসন্তের সাজে। তবে কেন এই রৌদ্র ঝলমলে দিনেই ভালোবাসার কথা জানিয়ে দিচ্ছেন না তাঁকে?
৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে বলেই আমরা জানি। জীবনের নতুন পথচলার শুরু হোক না এ দিন থেকেই। কিন্তু কীভাবে জানাবেন ভালোবাসার কথা?
নিজের সত্তাকে মেলে ধরুন
প্রেম নিবেদনের সময় ও প্রেমের প্রথম দিনগুলোয় দেখা যায় প্রিয় মানুষটিকে খুশি করার জন্য অন্যজন এমন কিছু কাজ করে ফেলেন, এমন কিছু কথা বলেন ও প্রতিশ্রুতি দেন যা আদতে সত্য নয়। বাস্তবে হয়তো তিনি নিজেই এই কাজগুলো করেন না বা বিষয়গুলোর সঙ্গে একমত নন। কেবল প্রিয় মানুষটি যেন সঙ্গ না ছাড়েন তাই–ই এসব করা ও বলা। এই ব্যাপারগুলো সম্পর্কের পরবর্তী সময়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কারণ দিন শেষে প্রতিটি মানুষই আলাদা। প্রত্যেকের বিশ্বাস, আদর্শ, চিন্তার জায়গা ভিন্ন। তাই প্রেম নিবেদনের সময়ই নিজের সবকিছু খুলে বলুন। একমত হলে নিশ্চয়ই প্রিয় মানুষটি আপনার হাত ছাড়বেন না কখনোই।
যত্নের রেশ থাকা চাই
যত্ন ছাড়া কোনো সম্পর্কই বাঁচে না। তাই প্রেম নিবেদনের সময় প্রিয় মানুষটির প্রতি যত্ন প্রদর্শন করা জরুরি। তাঁর জন্য একগুচ্ছ গোলাপ নিয়ে যান। নিয়ে যেতে পারেন তাঁর পছন্দের যেকোনো ফুল। যদি তিনি চকলেট খেতে ভালোবাসেন, তাও নিতে পারেন। কোনো রেস্তোরাঁয় দেখা করলে প্রিয়দর্শিনীকে চেয়ার টেনে দিন বসার জন্য। অন্যদিকে প্রিয় পুরুষটির দিকেও যত্ন সহকারে ন্যাপকিন এগিয়ে দিন। কফিতে চিনি দিয়ে নেড়ে দিন। ব্যাপারগুলো খুবই ছোট ছোট। কিন্তু এগুলোর রেশ থাকে আজীবন। এরপর যখন আপনি মনের কথাগুলো বলবেন, তখন পুরো আবহটাই চমৎকার রূপে ধরা দেবে।
দরজায় ফুল রেখে আসুন
সরাসরি ভালোবাসার কথা বলার সুযোগ না হলে প্রিয় মানুষটির দরজার সামনে ফুলের বড় তোড়া রেখে আসুন। সম্ভব হলে তার ভেতর ছোট্ট চিরকুট বা কার্ড গুঁজে দিন। সঙ্গে থাকতে পারে চকলেটও। তবে এভাবে প্রেম নিবেদন তখনই করা ভালো, যদি মানুষটির সঙ্গে আপনার ন্যূনতম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে।
ডিনার ডেট
সহকর্মী বা বন্ধু এদের মধ্যে কারও প্রেমে পড়লে ও নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে ডিনার ডেটের নিমন্ত্রণ করতেই পারেন। ক্যান্ডেল লাইট ডিনারেই মনের কথা বলে ফেলতে পারেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও স্টাইলক্রেজ অবলম্বনে
বিশ্বের বিভিন্ন দেশে যেতে উড়োজাহাজে চড়তে হবে, এমন কথা প্রচলিত আছে। কিন্তু এর ব্যতিক্রমও ঘটতে দেখা যায় মাঝে মাঝে। তেমন ঘটনাই প্রমাণ করলেন ডেনমার্কের নাগরিক থর পেডারসেন। উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ দেখার বাসনা ছিল তাঁর। সে বাসনা পূরণ করতেই ২০১৩ সালে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন থর।
৫ ঘণ্টা আগেহিমালয়ের ৬ হাজার ৪১৯ মিটার উঁচু চুলু ওয়েস্ট এবং ৬ হাজার ১৪৪ মিটার উঁচু থরং পর্বত। এ দুটি পর্বত অভিযানে যাচ্ছেন প্রকৌশলী, লেখক ও পর্বতারোহী কাওছার রূপক। এই অভিযানের তত্ত্বাবধানে রয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউনিটি...
৬ ঘণ্টা আগেবীরদের কথা আমরা অনেক পড়েছি বইপত্রে। চলচ্চিত্রেও দেখেছি তাঁদের কর্মকাণ্ড। বাস্তবেও তেমন মানুষ আছেন, যাঁরা নিজেদের জীবন তুচ্ছ করে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে যান। কখনো কখনো তা করতে গিয়ে মারা যান; আবার কখনো বিজয়ী হয়ে ফিরে আসেন। কিন্তু সৈয়দ আদিল হুসাইন শাহ ফিরতে পারেননি। সন্ত্রাসীদের বুলেট তাঁর শরীর...
৬ ঘণ্টা আগেভ্রমণে গিয়ে খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিং একটি সাধারণ সমস্যা। এই সমস্যা আপনার ভ্রমণ পরিকল্পনাকে নষ্ট করে দিতে পারে। রাস্তার ফুচকা, স্ট্রিট ফুড কিংবা বিদেশের কোনো রেস্তোরাঁ—যেখানেই কিছু খান না কেন, অসাবধানতার কারণে ফুড পয়জনিংয়ের সমস্যা দেখা দিতে পারে।
৬ ঘণ্টা আগে