ফারিয়া রহমান খান
বিড়ালপ্রেমীদের কাছে এই চতুষ্পদ প্রাণীর মায়ায় না জড়ানো যে বড়ই দুষ্কর! জীবনানন্দের ‘বেড়াল’ কবিতার বর্ণনার চঞ্চল প্রাণী বিড়াল। একে যখন আপনি পোষার কথা ভাববেন বা অ্যাডাপশনে নেবেন, তখন আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
নতুন পরিবেশে মানানোর সময় দিন
একটা বিড়ালকে আপনার বাসায় আনার সঙ্গে সঙ্গে সে স্বাভাবিক আচরণ করবে, এমন নয়। নতুন পরিবেশের সঙ্গে মানাতে তার সময় লাগবে অন্তত দুই সপ্তাহ। এ সময় তাকে বিরক্ত না করে নিজের মতো মানিয়ে নিতে দিন। বাসায় পুরোনো বিড়াল থাকলে তাদের থেকে নতুনটিকে দূরে রাখুন। ধীরে ধীরে তারা নিজেরাই একে অন্যের সঙ্গে মিশতে শুরু করবে।
প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা রাখুন
লিটার বক্স, খাবার ও পানির পাত্র, খাবার, ক্যাট হাউস এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস বিড়াল বাসায় আনার আগেই ঠিক করে রাখুন। নইলে তাকে বাসায় এনে এসব জিনিসের ব্যবস্থা করতে গেলে বিপদে পড়বেন। উঁচু বাসায় থাকলে বাসা অবশ্যই আগে থেকে ক্যাটপ্রুফ করিয়ে নিন। বারান্দায় নেট লাগানোর ব্যবস্থা করুন।
খেলনা
বিড়াল খেলতে খুব ভালোবাসে। তাই তাদের জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট খেলনার ব্যবস্থা রাখুন। সঙ্গে বিভিন্ন খালি বাক্স, বল আর স্ক্র্যাচার রাখতে ভুলবেন না। আপনার ছোট্ট বন্ধু এসব পেলে অনেক খুশি হবে।
রুটিন তৈরি করুন
বিড়ালকে অবশ্যই একটা রুটিনের মধ্যে রাখবেন। খাওয়া, খেলা ও গ্রুমিংয়ের জন্য আলাদা সময় ঠিক করে সেই নির্দিষ্ট সময়েই নির্দিষ্ট কাজটি করুন। এতে আপনি এবং বিড়াল—দুজনই একটা রুটিনে অভ্যস্ত হয়ে উঠবেন।
ট্রেনিং
বিড়াল যেন তার নাম শোনার পর সাড়া দেয়, সে জন্য ট্রেনিং দিন। তার নাম ঠিক করে তাকে সেই নামে ডাকুন এবং সে সাড়া দেওয়া শুরু করলে তাকে তার পছন্দের খাবার দিন। এতে সে দ্রুত তার নামে সাড়া দিতে শিখবে। তা ছাড়া এই ট্রিট গিভিং পদ্ধতিতে তাকে আরও বিভিন্ন রকমের ট্রেনিং দিতে পারেন, যেমন টয়লেট নির্দিষ্ট জায়গায় করা, বল ফেস করা, বিভিন্ন আচরণ শেখা ইত্যাদি। এতে আপনাদের সম্পর্ক ভালো হবে।
ভেটের সঙ্গে যোগাযোগ রাখুন
বিড়ালের ভালো থাকার জন্য ভেট জরুরি। তাই শুরু থেকেই একজন অভিজ্ঞ ভেটের সঙ্গে যোগাযোগ রাখুন। বিড়ালের নিয়মিত পরীক্ষা ও অন্যান্য প্রয়োজনে তাঁর কাছে নিয়ে যান।
সূত্র: পেট এমডি
বিড়ালপ্রেমীদের কাছে এই চতুষ্পদ প্রাণীর মায়ায় না জড়ানো যে বড়ই দুষ্কর! জীবনানন্দের ‘বেড়াল’ কবিতার বর্ণনার চঞ্চল প্রাণী বিড়াল। একে যখন আপনি পোষার কথা ভাববেন বা অ্যাডাপশনে নেবেন, তখন আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
নতুন পরিবেশে মানানোর সময় দিন
একটা বিড়ালকে আপনার বাসায় আনার সঙ্গে সঙ্গে সে স্বাভাবিক আচরণ করবে, এমন নয়। নতুন পরিবেশের সঙ্গে মানাতে তার সময় লাগবে অন্তত দুই সপ্তাহ। এ সময় তাকে বিরক্ত না করে নিজের মতো মানিয়ে নিতে দিন। বাসায় পুরোনো বিড়াল থাকলে তাদের থেকে নতুনটিকে দূরে রাখুন। ধীরে ধীরে তারা নিজেরাই একে অন্যের সঙ্গে মিশতে শুরু করবে।
প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা রাখুন
লিটার বক্স, খাবার ও পানির পাত্র, খাবার, ক্যাট হাউস এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস বিড়াল বাসায় আনার আগেই ঠিক করে রাখুন। নইলে তাকে বাসায় এনে এসব জিনিসের ব্যবস্থা করতে গেলে বিপদে পড়বেন। উঁচু বাসায় থাকলে বাসা অবশ্যই আগে থেকে ক্যাটপ্রুফ করিয়ে নিন। বারান্দায় নেট লাগানোর ব্যবস্থা করুন।
খেলনা
বিড়াল খেলতে খুব ভালোবাসে। তাই তাদের জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট খেলনার ব্যবস্থা রাখুন। সঙ্গে বিভিন্ন খালি বাক্স, বল আর স্ক্র্যাচার রাখতে ভুলবেন না। আপনার ছোট্ট বন্ধু এসব পেলে অনেক খুশি হবে।
রুটিন তৈরি করুন
বিড়ালকে অবশ্যই একটা রুটিনের মধ্যে রাখবেন। খাওয়া, খেলা ও গ্রুমিংয়ের জন্য আলাদা সময় ঠিক করে সেই নির্দিষ্ট সময়েই নির্দিষ্ট কাজটি করুন। এতে আপনি এবং বিড়াল—দুজনই একটা রুটিনে অভ্যস্ত হয়ে উঠবেন।
ট্রেনিং
বিড়াল যেন তার নাম শোনার পর সাড়া দেয়, সে জন্য ট্রেনিং দিন। তার নাম ঠিক করে তাকে সেই নামে ডাকুন এবং সে সাড়া দেওয়া শুরু করলে তাকে তার পছন্দের খাবার দিন। এতে সে দ্রুত তার নামে সাড়া দিতে শিখবে। তা ছাড়া এই ট্রিট গিভিং পদ্ধতিতে তাকে আরও বিভিন্ন রকমের ট্রেনিং দিতে পারেন, যেমন টয়লেট নির্দিষ্ট জায়গায় করা, বল ফেস করা, বিভিন্ন আচরণ শেখা ইত্যাদি। এতে আপনাদের সম্পর্ক ভালো হবে।
ভেটের সঙ্গে যোগাযোগ রাখুন
বিড়ালের ভালো থাকার জন্য ভেট জরুরি। তাই শুরু থেকেই একজন অভিজ্ঞ ভেটের সঙ্গে যোগাযোগ রাখুন। বিড়ালের নিয়মিত পরীক্ষা ও অন্যান্য প্রয়োজনে তাঁর কাছে নিয়ে যান।
সূত্র: পেট এমডি
বলিউড পাড়ায় নতুন খবর, ‘মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি’। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন এ দম্পতি।
৯ ঘণ্টা আগেআশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
১৯ ঘণ্টা আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
১৯ ঘণ্টা আগেঅফিস থেকে ফিরেই যদি হোয়াটসঅ্যাপে মেসেজ ভেসে ওঠে—দল বেঁধে আজ রাতেই বন্ধুরা আসছে আপনার বাড়িতে। তাহলে সবার আগে ঝাড়ু, মপ, ওয়াইপার খুঁজতেই ছুটতে হয়। ঘরটা অন্তত দেখার মতো তো হওয়া চাই! তাড়াহুড়ো না করে ঝটপট যদি কয়েকটি বিষয়ে নজর দেওয়া যায়, তাহলেই ঘরটা অতিথিদের আগমনের জন্য প্রস্তুত হয়ে উঠবে...
১৯ ঘণ্টা আগে