রুবায়েত হোসেন, খুবি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থী তৈরি করেছেন ‘জি’ (Zee) নামে সম্পূর্ণ ভয়েস (কনট্রোলড) নিয়ন্ত্রিত একটি রোবট। এটি বয়স্ক মানুষদের নিঃসঙ্গতায় সঙ্গ দেওয়ার পাশাপাশি বাচ্চাদের শিক্ষা দান ও ধর্মীয় শিক্ষায় ব্যবহার করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী চিরঞ্জিত বিশ্বাস রহিত এবং সামিয়া ইন্তেসার এ রোবটটি তৈরি করেছেন।
ইসিই ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. শামীম আহ্সানের তত্ত্বাবধানে চতুর্থ বর্ষের গবেষণা প্রকল্প হিসেবে প্রায় সত্তর হাজার টাকা ব্যয়ে এ রোবটটি তৈরি করেন রহিত ও সামিয়া।
উদ্ভাবকেরা জানান, রোবটটির সেন্টার প্রসেসর হিসেবে তাঁরা জেটসন ন্যানো ব্যবহার করেছেন। মূলত তাদের প্রজেক্টটি ছিল—বয়স্ক ব্যক্তিদের নিঃসঙ্গতার সঙ্গী হতে পারবে এমন রোবট তৈরি করা। রোবটটি সম্পূর্ণ ভয়েস নিয়ন্ত্রিত। রোবটটি ব্যবহারকারীর কথা শুনতে পারে এবং প্রতি উত্তর দিতে পারে। এ ছাড়া রোবটটি মানুষের নির্দেশনা অনুযায়ী চলাচল করতে পারে, কথা বলতে পারে, গান শোনাতে পারে, যেকোনো বিখ্যাত ব্যক্তি সম্পর্কে তথ্য জানাতে পারে। এ ছাড়া এটি বাচ্চাদের শিক্ষা দানের সহায়ক ও ধর্মীয় শিক্ষার জন্য ব্যবহার করা যাবে। প্রয়োজন অনুযায়ী এটি আপডেটও করা যাবে।
গবেষণার তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মো. শামীম আহ্সান বলেন, ‘বর্তমান বিশ্বে সবদিক বিবেচনা করলে রোবট খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু রোবট নিয়ে কাজ করা ব্যয়বহুল হওয়ায় এটি নিয়ে কাজ করা অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য। তবুও আমরা চেষ্টা করেছি অল্প খরচে ভালো একটা প্রজেক্ট তৈরি করতে। এ রোবটটি যেমন বয়স্কদের নিঃসঙ্গতা কাটাতে ব্যবহার করা যাবে তেমন বাচ্চাদের শিক্ষাতেও ব্যবহার করা যাবে।’
অধ্যাপক আহ্সান আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা সুযোগ পেলে অনেক ভালো কিছু করবে কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে তাঁরা পিছিয়ে যাচ্ছে। যদি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের গবেষণায় আরও সুযোগ করে দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি এসব সেক্টর এগিয়ে যাবে।’
উদ্ভাবক সামিয়া ইন্তেসার তাঁর অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘শামীম স্যারের নির্দেশনায় দীর্ঘ ৯ মাসের পরিশ্রমের পর এ রোবটটি তৈরি করতে পেরেছি। রোবট নিয়ে কাজ করা সব সময় কৌতূহলপূর্ণ। আশা করছি, সামনে আরও ভালো কিছু করতে পারব।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থী তৈরি করেছেন ‘জি’ (Zee) নামে সম্পূর্ণ ভয়েস (কনট্রোলড) নিয়ন্ত্রিত একটি রোবট। এটি বয়স্ক মানুষদের নিঃসঙ্গতায় সঙ্গ দেওয়ার পাশাপাশি বাচ্চাদের শিক্ষা দান ও ধর্মীয় শিক্ষায় ব্যবহার করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী চিরঞ্জিত বিশ্বাস রহিত এবং সামিয়া ইন্তেসার এ রোবটটি তৈরি করেছেন।
ইসিই ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. শামীম আহ্সানের তত্ত্বাবধানে চতুর্থ বর্ষের গবেষণা প্রকল্প হিসেবে প্রায় সত্তর হাজার টাকা ব্যয়ে এ রোবটটি তৈরি করেন রহিত ও সামিয়া।
উদ্ভাবকেরা জানান, রোবটটির সেন্টার প্রসেসর হিসেবে তাঁরা জেটসন ন্যানো ব্যবহার করেছেন। মূলত তাদের প্রজেক্টটি ছিল—বয়স্ক ব্যক্তিদের নিঃসঙ্গতার সঙ্গী হতে পারবে এমন রোবট তৈরি করা। রোবটটি সম্পূর্ণ ভয়েস নিয়ন্ত্রিত। রোবটটি ব্যবহারকারীর কথা শুনতে পারে এবং প্রতি উত্তর দিতে পারে। এ ছাড়া রোবটটি মানুষের নির্দেশনা অনুযায়ী চলাচল করতে পারে, কথা বলতে পারে, গান শোনাতে পারে, যেকোনো বিখ্যাত ব্যক্তি সম্পর্কে তথ্য জানাতে পারে। এ ছাড়া এটি বাচ্চাদের শিক্ষা দানের সহায়ক ও ধর্মীয় শিক্ষার জন্য ব্যবহার করা যাবে। প্রয়োজন অনুযায়ী এটি আপডেটও করা যাবে।
গবেষণার তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মো. শামীম আহ্সান বলেন, ‘বর্তমান বিশ্বে সবদিক বিবেচনা করলে রোবট খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু রোবট নিয়ে কাজ করা ব্যয়বহুল হওয়ায় এটি নিয়ে কাজ করা অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য। তবুও আমরা চেষ্টা করেছি অল্প খরচে ভালো একটা প্রজেক্ট তৈরি করতে। এ রোবটটি যেমন বয়স্কদের নিঃসঙ্গতা কাটাতে ব্যবহার করা যাবে তেমন বাচ্চাদের শিক্ষাতেও ব্যবহার করা যাবে।’
অধ্যাপক আহ্সান আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা সুযোগ পেলে অনেক ভালো কিছু করবে কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে তাঁরা পিছিয়ে যাচ্ছে। যদি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের গবেষণায় আরও সুযোগ করে দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি এসব সেক্টর এগিয়ে যাবে।’
উদ্ভাবক সামিয়া ইন্তেসার তাঁর অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘শামীম স্যারের নির্দেশনায় দীর্ঘ ৯ মাসের পরিশ্রমের পর এ রোবটটি তৈরি করতে পেরেছি। রোবট নিয়ে কাজ করা সব সময় কৌতূহলপূর্ণ। আশা করছি, সামনে আরও ভালো কিছু করতে পারব।’
সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আপনার দৈনন্দিন জীবন এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে পারে। এটি মানসিক ও শারীরিক সুস্থতাকে বাড়িয়ে তোলে। এখানে সকালে ঘুম থেকে ওঠার ১০টি উল্লেখযোগ্য উপকারিতা তুলে ধরা হলো:
৭ ঘণ্টা আগেনিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের একটি ক্লিপ দেখে মাত্র ১৫ বছর বয়সেই একজন ট্রেডার হতে চেয়েছিলেন প্যাট্রিক শুল্টে। পরে তিনি বিষয়টি শিখেও ফেলেন। চলে যান শিকাগোতে। সেখানে গিয়ে সব ধরনের ট্রেডিং শুরু করেন।
৮ ঘণ্টা আগেবহু পুরোনো জরাজীর্ণ মন্দির। মন্দিরের দেয়াল থেকে খসে পড়া আস্তরণের ওপরে উঠেছে তৃণলতাসহ বিভিন্ন ধরনের আগাছা। ভেতরে রয়েছে চতুর্ভুজ আকৃতির কুণ্ডলী। সে কুণ্ডলীতে থাকা স্বচ্ছ জলের তলা থেকে বুদ্বুদ শব্দে ওপরে উঠছে পানি।
১৪ ঘণ্টা আগেব্রিটিশ সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের সুদর্শন ও চৌকস গুপ্তচর জেমস বন্ডের জন্ম নভেম্বর মাসে বলে ধরে নেওয়া হয়। যদিও এ নিয়ে খানিক বিতর্ক আছে। জন পিয়ারসনের কল্পিত জীবনী ‘জেমস বন্ড: দ্য অথরাইজড বায়োগ্রাফি অব ০০৭ ’-এ বন্ডের জন্মতারিখ ১১ নভেম্বর ১৯২০ হিসেবে লেখা হয়েছে। আবার বন্ড বিশেষজ্ঞ জন গ্রিসওল্ড...
১ দিন আগে