Ajker Patrika

আম্বানিদের অনুষ্ঠানে তারকাদের ঝলকানি

জীবনধারা ডেস্ক
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৪: ১০
আম্বানিদের অনুষ্ঠানে তারকাদের ঝলকানি

সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে এখন ‘আম্বানি ঝড়’। ফেসবুক রিলে একের পর এক ভেসে আসছেন মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট। আসছে সালমান, শাহরুখ ও আমির খানের একসঙ্গে নাচের ছবি, সংবাদ ও ভিডিও। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিয়ে অনুষ্ঠানে শুধু খানেরাই আসেননি, এসেছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গের মতো মানুষও। ছিলেন পৃথিবীর আরও অনেক গুরুত্বপূর্ণ মানুষ। আর ছিলেন প্যান ইন্ডিয়ান মুভি তারকারা। তাঁদের পোশাকের ঝলকানি নিয়ে এই আয়োজন।

নিজেকে আইকনিক নারী হিসেবে বরাবরই প্রমাণ করেছেন বেবো। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও এর ব্যতিক্রম ঘটেনি। তিন দিনের এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন তিনি হাজির হয়েছিলেন বাদামি রঙের শিমারি সিকুইন করা শাড়ি পরে। শাড়ির নকশা করেছিলেন মনিষ মলহোত্রা। কপালের মাঝখানে সিঁথি কেটে টানটান করে বাঁধা খোঁপা ও মিনিমাল মেকআপেই দ্য়ুতি ছড়াচ্ছিলেন তিনি।

রানি মুখার্জি হাজির হয়েছিলেন একরঙা লাল সিল্কের শাড়িতে। সঙ্গে ছিল একই রঙের একই কাপড়ের লো কাট ব্লাউজ। ব্লো ডাই করা খোলা চুল ও গলায় সবুজ পাথরের নেকলেসে জ্বলজ্বল করছিল তাঁর স্নিগ্ধ রূপ। 

হবু বাবা-মা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং পরেছিলেন একে অন্য়ের বিপরীত রং। দীপিকার পরনে ছিল বেইজরঙা লেহেঙ্গা। আর রণবীর পরেছিলেন কালো রঙের এথনিক পোশাক।

রণলিয়াও হাজির হয়েছিলেন কনট্রাস্ট লুকে। বেইজ ও সোনালিরঙা লেহেঙ্গায় আলিয়া ও নেভি ব্লু এথনিক লুকে ধরা দিয়েছিলেন রণবীর। 

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল জাহ্নবী কাপুর ও শিকর পাহাড়িয়া প্রেম করে বেড়াচ্ছেন। অনন্ত আম্বানির এই অনুষ্ঠানে প্রথমবারের মতো ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন তাঁরা। সঙ্গে ছিলেন ভাই অর্জুন কাপুর। জাহ্নবীর পরনে ছিল বেগুনিরঙা ভারতীয় পোশাক। সাদামাটা মেকআপ ও হেয়ারাস্টাইলে বরাবরের মতোই নজর কেড়েছিলেন তিনি।  

সোনম কাপুর মানেই ডিজাইনার ড্রেস। বলিউডের অন্যতম ফ্যাশন সচেতন তারকা তিনি। কোনো অনুষ্ঠানে তাঁর উপস্থিতি মানেই নতুন কিছু। এই বিয়েতে তাঁর সর্বশেষ লুকটি ছিল মনে রাখার মতো। পেস্তা সবুজ ও রানি গোলাপি রঙের ট্র্যাডিশনাল অ্যাটায়ারে হাজির হয়েছিলেন তিনি। জমকালো পোশাক, এথনিক জুয়েলারি ও বেণীঘেরা হেয়ারস্টাইলে অনবদ্য ছিল তাঁর রূপ। 

প্রি ওয়েডিং ফেস্টিভ্যালের তৃতীয় দিন শাহরুখকন্যা সুহানা পরেছিলেন বেইজরঙা অর্নামেন্টেড শাড়ি। অফ শোল্ডার ব্লাউজ আর মিনিমাল মেকআপে উঠতি এই নায়িকা জানান দিচ্ছিলেন, তিনি আর সেই ছোট্টটি নেই! সূত্র ও ছবি: টাইমস অব ইন্ডিয়া ও ফিল্মফেয়ার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত