নিজেকে ভালোবাসতে হবে, সহমর্মী হতে হবে

মো. আশিকুর রহমান
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮: ১৯
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১২: ৫৮

আজ আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অন্তত ৫৩২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে স্কুল-কলেজ পর্যায়ের ৪৪৬ জন এবং বিশ্ববিদ্যালয়ের ৮৬ জন শিক্ষার্থী রয়েছেন। এই হিসাবে প্রতি মাসে গড়ে ৪৫ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে করণীয় বিষয়ে পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক এবং এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক
ড. মেহজাবীন হক
। তাঁর সঙ্গে কথা বলে লিখেছেন
মো. আশিকুর রহমান

আত্মহত্যা বিষয়টি একটি বৈশ্বিক সমস্যা। কেবল বাংলাদেশে নয়, পৃথিবীজুড়েই হত্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। করোনা-পূর্ববর্তী সময় থেকে প্রতিবছর সারা বিশ্বে ৮ লাখ মানুষ আত্মহত্যার মাধ্যমে নিজের জীবন শেষ করে দিয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের জীবনে নানা সমস্যার সম্মুখীন হয়ে, সেগুলোকে সমাধান না করতে পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন। আমরা কী করতে পারি? শিক্ষার্থীদের জন্য আমরা বলি, বিষয়টি নিয়ে আমাদের জানতে হবে, কথা বলতে হবে। আত্মহত্যার ঘটনা কেন ঘটে, তার কারণগুলো নিয়ে ওয়াকিবহাল থাকতে হবে। তাহলে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারব। কোথায় সেবা পাওয়া যায় এবং সেই সেবা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আত্মহত্যার প্রবণতা কমে যাবে।

আচরণে গুরুত্ব দিতে হবে
আত্মহত্যাপ্রবণ মানুষদের বিভিন্ন আচরণ থেকে আত্মহত্যার ইঙ্গিত পাওয়া যায়। তারা বিভিন্ন সময় বলে থাকে, এ জীবন রাখার ইচ্ছা তাদের নেই। সমাজে তাদের দরকার নেই। তারা চলে গেলে সবাই ভালো থাকবে, পৃথিবীটা শান্তিতে থাকবে। তারা পরিবারের বোঝা। অথবা তারা বলে থাকে, ‘আমি অপমানিত হচ্ছি। কারণ, আমার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে গেছে। আমি আর ভালোবাসার যোগ্য নই। আমি মরে যাব।’ আত্মহত্যাপ্রবণ মানুষেরা বিভিন্নভাবে এ কথাগুলো প্রকাশ করে। এ বিষয়গুলোকেও আমাদের হালকাভাবে না নিয়ে গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং তাদের বোঝাতে হবে। প্রয়োজনে উৎসাহ দিতে হবে বেঁচে থাকার বৈচিত্র্যময় অভিজ্ঞতার জন্য। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একে প্রতিরোধ করতে হবে।

বিষণ্নতা আত্মহত্যার প্রবণতা বাড়ায়
আমরা সব সময় দেখে আসছি, যখন আত্মহত্যার কোনো ঘটনা ঘটে, তখন সবাই জানতে চায়, এর কারণ কী। যদিও গণমাধ্যমে প্রকাশিত সম্পর্কজনিত জটিলতা কিংবা পরীক্ষায় অকৃতকার্য হওয়া কিংবা এমন কিছু কারণে সে আত্মহত্যা করেছে। কিন্তু সেগুলো আসল কারণ নয়। তার মনে আগে থেকেই এমন কিছু ছিল। কেউ যখন বিভিন্ন কারণে বিষণ্নতা বা মানসিক সমস্যায় ভোগে, তখন আত্মহত্যার প্রবণতা অনেক বেড়ে যায়।

ধৈর্য ধারণ করতে হবে
জীবন অনেক বড়। এই জীবনে শুধু সফলতা থাকবে এমন নয়; দুঃখ-বেদনা—সবই থাকবে। সফলতা বা সুখেরও একটা শেষ আছে। ঠিক তেমনি ব্যর্থতা বা দুঃখেরও শেষ আছে। কোনো দুঃখ চিরস্থায়ী নয়। সেগুলো শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। 

একান্তে গভীরভাবে আলোচনা করতে হবে
কোনো বন্ধুর আচরণে আত্মহত্যার প্রবণতা দেখা গেলে তার সঙ্গে একান্তে একটু গভীরভাবে আলোচনা করতে হবে। তার কথাগুলো শুনতে হবে, সেগুলো যতই অযৌক্তিক হোক না কেন। তার ভেতরে যা আছে, তার সব যেন সে বলে ফেলতে পারে। ভেতরের কথাগুলো বের হয়ে গেলে সে হালকা অনুভব করে।

নিজেকে ভালোবাসতে হবে
আমরা যদি নিজেদের ভালোবাসতে পারি, তাহলে আমাদের এই সমস্যাগুলো মোকাবিলা করা সহজ হবে। নিজেকে ভালোবাসার অর্থ স্বার্থপরতা নয়। নিজেকে ভালোবাসার মানে হচ্ছে নিজের মনের যত্ন, শরীরের যত্ন, ভালো বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশা করা, পারিবারিক বন্ধন দৃঢ় করা। নিজের মধ্যে এই বিষয়গুলোর বিকাশ ঘটলে একজন মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। যে নিজেকে ভালোবাসে, সে নিজেকে মেরে ফেলার কথা ভাববে না। তাই নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ভালোবাসতে হবে। 

সহমর্মিতার সঙ্গে বন্ধুর পাশে থাকতে হবে
মনোবিদদের কাছে কিছু মানুষ আসেন সহায়তা নিতে; যাঁরা বলেন, তাঁদের কথা, অনুভূতি, আনন্দ বা দুঃখ ভাগ করে নেওয়ার মতো মানুষ নেই। কারণ, আগে তিনি বন্ধুদের সঙ্গে যত কিছু শেয়ার করেছিলেন, পরবর্তী সময় তাঁদের সঙ্গে কোনো কারণে সম্পর্ক খারাপ হলে সেসব কথা তাঁরা অন্যদের বলে দিয়েছেন। এটা বিশ্বাসঘাতকতা। এর জন্য অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমাদের সহমর্মী হতে হবে বন্ধুদের সঙ্গে, অন্য মানুষের সঙ্গে। তাদের কথা শুনতে হবে, ভালো পরামর্শ দিতে হবে। আর কোনো অবস্থায় অন্যের কথা কাউকে বলা যাবে না।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত