কূটনৈতিক প্রতিবেদক, ঢাকায়
প্রশ্ন: আমার দুই হাতে মেছতার মতো ছোপ ছোপ দাগ হচ্ছে। ছিট ছিট এই দাগ কী হতে পারে? কীভাবে এ সমস্যার সমাধান পেতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
উত্তর: অনেক সময় রক্তে দূষণ থাকলে ত্বকে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে বিউটি ট্রিটমেন্ট নেওয়ার চেয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে বেশি ভালো হবে। চিকিৎসক এ ক্ষেত্রে ওষুধ সেবন ও অয়েনমেন্ট ব্যবহারের পরামর্শ দিতে পারেন।
প্রশ্ন: সানস্ক্রিন ব্যবহারের ফলে ত্বকে তেলতেলে ভাব দেখা দেয়। ছোট ছোট ব্রণ হচ্ছে। কী করণীয়? শারমিন সুলতানা, কিশোরগঞ্জ।
উত্তর: বাজারে বিভিন্ন ধরনের সানস্ক্রিন পাওয়া যায়। এগুলো ইচ্ছামতো ব্যবহার করা যায়। ত্বক বুঝে সাধারণত সানস্ক্রিন বেছে নিতে হয়। যেহেতু তেলতেলে ভাব দেখা দিচ্ছে, তাই আপনি অয়েল ফ্রি সানস্ক্রিন ব্যবহার করুন।
প্রশ্ন: চারকোল মাস্ক কি আসলেই ডিপক্লিন করে? মাসে কতবার ব্যবহার করা যাবে এটি? আমার ত্বক শুষ্ক। এই মাস্ক ব্যবহার করলে কি কোনো ক্ষতি হবে?
শিউলি আক্তার, রাঙামাটি।
উত্তর: চারকোল মাস্ক শুষ্ক ত্বকের জন্য খুব একটা ভালো কাজ করে না। এগুলো সাধারণত তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য বেশ ভালো। আপনি চাইলে হাইড্রেটেড শিট মাস্ক ব্যবহার করতে পারেন।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: aj@ajkerpatrika.com
প্রশ্ন: আমার দুই হাতে মেছতার মতো ছোপ ছোপ দাগ হচ্ছে। ছিট ছিট এই দাগ কী হতে পারে? কীভাবে এ সমস্যার সমাধান পেতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
উত্তর: অনেক সময় রক্তে দূষণ থাকলে ত্বকে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে বিউটি ট্রিটমেন্ট নেওয়ার চেয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে বেশি ভালো হবে। চিকিৎসক এ ক্ষেত্রে ওষুধ সেবন ও অয়েনমেন্ট ব্যবহারের পরামর্শ দিতে পারেন।
প্রশ্ন: সানস্ক্রিন ব্যবহারের ফলে ত্বকে তেলতেলে ভাব দেখা দেয়। ছোট ছোট ব্রণ হচ্ছে। কী করণীয়? শারমিন সুলতানা, কিশোরগঞ্জ।
উত্তর: বাজারে বিভিন্ন ধরনের সানস্ক্রিন পাওয়া যায়। এগুলো ইচ্ছামতো ব্যবহার করা যায়। ত্বক বুঝে সাধারণত সানস্ক্রিন বেছে নিতে হয়। যেহেতু তেলতেলে ভাব দেখা দিচ্ছে, তাই আপনি অয়েল ফ্রি সানস্ক্রিন ব্যবহার করুন।
প্রশ্ন: চারকোল মাস্ক কি আসলেই ডিপক্লিন করে? মাসে কতবার ব্যবহার করা যাবে এটি? আমার ত্বক শুষ্ক। এই মাস্ক ব্যবহার করলে কি কোনো ক্ষতি হবে?
শিউলি আক্তার, রাঙামাটি।
উত্তর: চারকোল মাস্ক শুষ্ক ত্বকের জন্য খুব একটা ভালো কাজ করে না। এগুলো সাধারণত তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য বেশ ভালো। আপনি চাইলে হাইড্রেটেড শিট মাস্ক ব্যবহার করতে পারেন।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: aj@ajkerpatrika.com
বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ২৩ এপ্রিল ইউনেসকোর উদ্যোগে এই দিবস পালন করা হয়। ফেসবুক ও ইনস্টাগ্রাম ঘাঁটলেই চোখে পড়বে এই দিনে নেটিজেনরা নিজেদের প্রিয় বই, বর্তমানে কোন ধরনের বই পড়ছেন, কী কী বই সংগ্রহ করেছেন সেসব সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন।
১১ ঘণ্টা আগেসন্ধ্যার পর বাতি নিভিয়ে খোলা বারান্দায় পাটি বিছিয়ে বা টুল নিয়ে বসতে খারাপ লাগে না। একটু বড় জায়গা থাকলে বারান্দা বাগান তো বটেই, স্থায়ী বসার জায়গাও তৈরি করেন নেন অনেকে। আবার বাড়িতে অতিথি এলে হয়তো বারান্দাতেই জমে ওঠে দীর্ঘ আড্ডা। বারান্দাকে নতুন করে সাজিয়ে তোলার মৌসুম কিন্তু চলে এসেছে।
১৯ ঘণ্টা আগেপিসির ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা গেছে, এলইডি লাইট থেরাপি মাস্ক পরে উড়োজাহাজে দিব্যি আরাম করছেন। যেন রূপচর্চা আর আরামের একেবারে আদর্শ যুগলবন্দী!
২ দিন আগেসময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
৩ দিন আগে