Ajker Patrika

প্রসাধনী ত্বকের সঙ্গে মানানসই না হলে তা ব্যবহার করবেন না

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৪: ৫৭
প্রসাধনী ত্বকের সঙ্গে মানানসই না হলে তা ব্যবহার করবেন না

প্রশ্ন: শীতকালে চুল শুকাতে আমি হেয়ার ড্রায়ার ব্যবহার করি। কিন্তু এতে চুল খুব বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে যাচ্ছে মনে হয়। এ সময় চুল মসৃণ ও সুন্দর রাখতে কী করা যেতে পারে।

সুবর্ণা আহমেদ, নোয়াখালী
শীতে অবশ্যই চুল নিয়মিত পরিষ্কার করে কন্ডিশনার ব্যবহার করতে হবে। কন্ডিশনার ব্যবহারের পর চুল প্রচুর পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে চুলে কন্ডিশনার লেগে না থাকে। এরপর চুলে হেয়ার সেরাম ব্যবহার করতে হবে। তারপর ভালোভাবে শুকিয়ে নিলে চুলের শুষ্কতা ও রুক্ষতার সমস্যা থাকবে না।

প্রশ্ন: ব্ল্যাকহেডস তোলার জন্য আমি চারকোল মাস্ক ব্যবহার করছি। কিন্তু এটা ব্যবহারের পর ত্বক পরিচ্ছন্ন হলেও মনে হয় মুখের ত্বকের উপরিভাগে কোনো একটা সমস্যা হচ্ছে। কারণ ব্যবহারের পর প্রথম দুই তিন দিন পানির ঝাপটা দেওয়ার পরও মুখ জ্বালা করে। কেন হচ্ছে এমন? সমাধান কী?

বিপাশা বিনতে শামীম, মানিকগঞ্জ
হয়তো আপনার মাস্কে অনেক বেশি রাসায়নিক উপাদান রয়েছে যা আপনার ত্বকের উপযোগী নয়। তাই আপনি এ ধরনের মাস্ক ব্যবহার না করে ভালো কোনো বিউটি ক্লিনিক বা পারলার থেকে ব্ল্যাকহেডস পরিষ্কার করাতে পারেন মাসে এক থেকে দুইবার। আর যে কোনো প্রসাধনী বা প্যাকের ক্ষেত্রে মনে রাখতে হবে, যা আপনার ত্বকের উপযুক্ত হবে না তা ব্যবহার করবেন না।

প্রশ্ন: আমার চুল অনেক বেশি তৈলাক্ত। তা ছাড়া মুখেও প্রচুর ব্রণ আছে ও হচ্ছে। সমাধান কী?

নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
মুখ যদি তৈলাক্ত হয় তাহলে আপনাকে অয়েল ফ্রি কসমেটিকস ব্যবহার করতে হবে। আর ব্রণ থাকলে ভালো কোনো বিউটি ক্লিনিকে গিয়ে তার চিকিৎসা করাতে হবে।

পরামর্শ দিয়েছেন শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত