ফিচার ডেস্ক
থাইল্যান্ড তাদের আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শুল্কমুক্ত পণ্যের দোকানগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। থাই মন্ত্রিসভা থেকে জানানো হয়েছে, দেশীয় পণ্যের প্রতি আন্তর্জাতিক পর্যটকদের আগ্রহী করে তোলার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত বছরে ৩৫০ বিলিয়ন থাই মুদ্রার নতুন ব্যবসা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। অর্থের এ পরিমাণ গত বছর দেশটির শুল্কমুক্ত দোকানগুলোয় বিক্রির সমান।
দেশটির অর্থ মন্ত্রণালয়ের ধারণা, শুল্কমুক্ত দোকান বন্ধ করা হলে বিদেশি পর্যটকদের ভ্রমণে মাথাপিছু ব্যয় ৫৭০ থাই বাথ পর্যন্ত বাড়বে।
থাইল্যান্ড তাদের আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শুল্কমুক্ত পণ্যের দোকানগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। থাই মন্ত্রিসভা থেকে জানানো হয়েছে, দেশীয় পণ্যের প্রতি আন্তর্জাতিক পর্যটকদের আগ্রহী করে তোলার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত বছরে ৩৫০ বিলিয়ন থাই মুদ্রার নতুন ব্যবসা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। অর্থের এ পরিমাণ গত বছর দেশটির শুল্কমুক্ত দোকানগুলোয় বিক্রির সমান।
দেশটির অর্থ মন্ত্রণালয়ের ধারণা, শুল্কমুক্ত দোকান বন্ধ করা হলে বিদেশি পর্যটকদের ভ্রমণে মাথাপিছু ব্যয় ৫৭০ থাই বাথ পর্যন্ত বাড়বে।
খেজুর অত্যন্ত পুষ্টিকর ফল। আজকাল এটি ‘সুপার ফুড’ হিসেবে পরিচিত। সারা বিশ্বে খেজুরের বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে। প্রতিটির পুষ্টিগুণ কিছুটা আলাদা হলেও সব ধরনের খেজুর সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য উপকারী। তবে খেজুরের গুণমান নিশ্চিত করার জন্য কিছু বিষয় জেনে রাখা গুরুত্বপূর্ণ।
১২ ঘণ্টা আগেবলিউড পাড়ায় নতুন খবর, ‘মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি’। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন এ দম্পতি।
২ দিন আগেআশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
২ দিন আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
২ দিন আগে