ভ্রমণ ডেস্ক, ঢাকা
ভ্রমণে কারও দরকার বিলাসবহুল হোটেলের স্বাচ্ছন্দ্য, আবার কারও ভালো লাগে সারা দিন ঘুরে বেড়াতে। কারওবা দরকার বাজেট হোটেল অথবা হোমস্টে। এসব ঝামেলা কমানোর জন্য ভ্রমণে যাওয়ার আগে অনলাইনে থাকার জায়গার বুক করতে অনেকেই পছন্দ করেন। অনলাইনে হোটেল বুক করার আগে কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে।
ভ্রমণে কারও দরকার বিলাসবহুল হোটেলের স্বাচ্ছন্দ্য, আবার কারও ভালো লাগে সারা দিন ঘুরে বেড়াতে। কারওবা দরকার বাজেট হোটেল অথবা হোমস্টে। এসব ঝামেলা কমানোর জন্য ভ্রমণে যাওয়ার আগে অনলাইনে থাকার জায়গার বুক করতে অনেকেই পছন্দ করেন। অনলাইনে হোটেল বুক করার আগে কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
৩ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
৩ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
৩ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
৩ দিন আগে