অনলাইন ডেস্ক
গুগল পে ব্যবহার করে বিশ্বের ৫০০টিরও বেশি শহরে গণপরিবহনের ভাড়া দেওয়া যাচ্ছে। পর্যটকদের ভাড়া পরিশোধের জন্য বিশ্বজুড়ে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠিত করতে বড়-ছোট সব শহরের ট্রাভেল এজেন্সির সঙ্গেই কাজ করছে গুগল।
পরিবহনের ভাড়া পরিশোধে পেমেন্ট কার্ড
গত কয়েক বছরে মোবাইল পেমেন্ট বেড়ে যাওয়ার চিত্র দেখা গেছে। মানুষ এখন কার্ড ব্যবহার করে অর্থ পরিশোধের সুযোগই বেশি খোঁজে। এক ব্লগপোস্টে গুগল বলছে, প্রতি ১০ জন ভ্রমণকারীর মধ্যে ৯ জনই ডিজিটালি অর্থ পরিশোধের সুযোগ চান।
বিশ্বজুড়েই ট্রাভেল ও ট্রানজিট এজেন্সিগুলো এমন পেমেন্ট সিস্টেম নিয়েছে, যার মাধ্যমে মানুষ পরিবহনের ভাড়া পরিশোধে যে কোনো পেমেন্ট কার্ড ব্যবহার করা যায়। এর মধ্যে সঙ্গে বহন করা কার্ড কিংবা ডিজিটাল ওয়ালেট- দুইই থাকতে পারে। লন্ডন, নিউইয়র্ক ও সিডনির মতো শহরের যাত্রীরা ইতিমধ্যেই এটির সঙ্গে পরিচিত।
পছন্দসই ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে অর্থ পরিশোধ করা সুবিধাজনক হলেও অনেক সময়ই সারা দিন কিংবা সারা সপ্তাহে ঠিক কত টাকা খরচ হয়েছে তা জানা কিছুটা কঠিন। এই হিসেব রাখা সহজ করতে গুগল ওয়ালেটে যুক্ত করা হয়েছে নতুন ফিচার, যা দেখাবে কোন কোন পরিবহনে কত টাকা খরচ হয়েছিল। পাশাপাশি, পরিবহনে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কত টাকা বাঁচানো গেল, সেটাও দেখা যাবে এই ফিচারে।
এছাড়াও একজন ভ্রমণকারী সরাসরি তার ট্রানজিট এজেন্সি থেকে হালনাগাদকৃত তথ্যও পাবেন। কোনো পরিবহনের সময়সূচি পরিবর্তন কিংবা বিলম্বের সর্বশেষ তথ্যও এখানে থাকবে। চলতি বছরের শেষদিকে এই ফিচারটি চালু করা হবে। শুরুতে যুক্তরাজ্যের ব্রাইটন অ্যান্ড হোভ বাস সার্ভিসে শুরু করা হবে এই ফিচার। পরের বছর পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এই ফিচারটি চালুর পরিকল্পনা রয়েছে।
গুগল ওয়ালেটে সংরক্ষণ করা যাবে ট্রানজিট কার্ড, কিউআর কোড ও বারকোড
অনেক শহরেই ভ্রমণের জন্য একটি নির্দিষ্ট কার্ড ব্যবহার করতে হয়। ট্রানজিট এজেন্সি এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করে গুগল ওয়ালেট কিছু শহরের ক্ষেত্রে এমন এক ব্যবস্থা তৈরি করেছে যাতে, ভ্রমণকারী তার ফোনের মাধ্যমেই ট্রানজিট পাস কেনা এবং তা সংরক্ষণ করতে পারবেন। সম্প্রতি স্পেনের মাদ্রিদ শহরে চালু হয়েছে এই ব্যবস্থা। শিগগিরই সিয়াটল এবং পুগেট সাউন্ড অঞ্চলের মানুষ তাদের ওআরসিএ ট্রানজিট কার্ডগুলো গুগল ওয়ালেটে যুক্ত করতে পারবে।
যারা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় তথ্যগুলো ফোনে সংরক্ষণ করতে চায়, তাদের জন্য এই ওয়ালেটে আছে আরও কিছু সুবিধা। তাৎক্ষণিকভাবে নতুন ট্রানজিট কার্ড পাওয়া এবং কার্ডে অর্থ জমা করার সুবিধাও থাকছে এতে। মোবাইল ফোনেই দেখা যাবে অর্থ লেনদেনের সব তথ্য। কত টাকা খরচ হল, সেটা জানার সঙ্গে কার্ডে সব সময় পর্যাপ্ত ভাড়া আছে কিনা সেটাও নিশ্চিত হওয়া যাবে।
বেশ কিছু ট্রানজিট এজেন্সি এখন ভ্রমণকারীদের কেবল তাদের টিকিটটাই বহন করতে বলে। বাস কিংবা ট্রেনে এই টিকিট দেখালেই হয়। আর এসব টিকিটের অনেকগুলোই এখন গুগল ওয়ালেটে সংরক্ষণ করা যায়। যেমন-ফ্রান্সের এসএনসিএফ, জার্মানির হামবুর্গ এইচভিভি এবং ইতালিতে ইতালো।
ম্যাপ থেকেই সরাসরি টিকিট কিনুন
ভ্রমণের সময় মানুষ সবচেয়ে সুবিধাজনক গণপরিবহনের খোঁজ করে থাকে। সুবিধাজনক ট্রানজিট রুট খুঁজে পাওয়া এবং টিকিট কেনা-দুটোই হবে গুগল ম্যাপ থেকে।
যেসব ভ্রমণে কয়েক ধরনের পরিবহনের প্রয়োজন পড়ে সেসবের ক্ষেত্রে টিকিট কেনা সহজ করে দিয়েছে গুগল ম্যাপ। ধরা যাক, কোনো ভ্রমণকারী একটি শহরে কমিউটার ট্রেন দিয়ে যাচ্ছেন। এরপর সাবওয়ে কিংবা বাসও নিতে হবে। সে ক্ষেত্রে তিনি এক সাথেই সব টিকিট কিনতে পারবেন। বিশ্বজুড়ে গুগলের আড়াইশোর বেশি টিকেটিং পার্টনারের মাধ্যমে এ সুবিধা চালু আছে।
টিকিট এবং ভাড়ার অর্থ প্রদানের ধরন এক শহর থেকে আরেক শহরে আলাদা হলেও এটি স্পষ্ট যে, বেশি সংখ্যক যাত্রীই এখন তাদের ট্রানজিট পাসের অর্থ প্রদান এবং সংরক্ষণের জন্য ডিজিটাল সমাধান খুঁজছেন। তাই গুগল ওয়ালেট তাদের জন্য হতে পারে এক আস্থার জায়গা।
গুগল পে ব্যবহার করে বিশ্বের ৫০০টিরও বেশি শহরে গণপরিবহনের ভাড়া দেওয়া যাচ্ছে। পর্যটকদের ভাড়া পরিশোধের জন্য বিশ্বজুড়ে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠিত করতে বড়-ছোট সব শহরের ট্রাভেল এজেন্সির সঙ্গেই কাজ করছে গুগল।
পরিবহনের ভাড়া পরিশোধে পেমেন্ট কার্ড
গত কয়েক বছরে মোবাইল পেমেন্ট বেড়ে যাওয়ার চিত্র দেখা গেছে। মানুষ এখন কার্ড ব্যবহার করে অর্থ পরিশোধের সুযোগই বেশি খোঁজে। এক ব্লগপোস্টে গুগল বলছে, প্রতি ১০ জন ভ্রমণকারীর মধ্যে ৯ জনই ডিজিটালি অর্থ পরিশোধের সুযোগ চান।
বিশ্বজুড়েই ট্রাভেল ও ট্রানজিট এজেন্সিগুলো এমন পেমেন্ট সিস্টেম নিয়েছে, যার মাধ্যমে মানুষ পরিবহনের ভাড়া পরিশোধে যে কোনো পেমেন্ট কার্ড ব্যবহার করা যায়। এর মধ্যে সঙ্গে বহন করা কার্ড কিংবা ডিজিটাল ওয়ালেট- দুইই থাকতে পারে। লন্ডন, নিউইয়র্ক ও সিডনির মতো শহরের যাত্রীরা ইতিমধ্যেই এটির সঙ্গে পরিচিত।
পছন্দসই ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে অর্থ পরিশোধ করা সুবিধাজনক হলেও অনেক সময়ই সারা দিন কিংবা সারা সপ্তাহে ঠিক কত টাকা খরচ হয়েছে তা জানা কিছুটা কঠিন। এই হিসেব রাখা সহজ করতে গুগল ওয়ালেটে যুক্ত করা হয়েছে নতুন ফিচার, যা দেখাবে কোন কোন পরিবহনে কত টাকা খরচ হয়েছিল। পাশাপাশি, পরিবহনে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কত টাকা বাঁচানো গেল, সেটাও দেখা যাবে এই ফিচারে।
এছাড়াও একজন ভ্রমণকারী সরাসরি তার ট্রানজিট এজেন্সি থেকে হালনাগাদকৃত তথ্যও পাবেন। কোনো পরিবহনের সময়সূচি পরিবর্তন কিংবা বিলম্বের সর্বশেষ তথ্যও এখানে থাকবে। চলতি বছরের শেষদিকে এই ফিচারটি চালু করা হবে। শুরুতে যুক্তরাজ্যের ব্রাইটন অ্যান্ড হোভ বাস সার্ভিসে শুরু করা হবে এই ফিচার। পরের বছর পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এই ফিচারটি চালুর পরিকল্পনা রয়েছে।
গুগল ওয়ালেটে সংরক্ষণ করা যাবে ট্রানজিট কার্ড, কিউআর কোড ও বারকোড
অনেক শহরেই ভ্রমণের জন্য একটি নির্দিষ্ট কার্ড ব্যবহার করতে হয়। ট্রানজিট এজেন্সি এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করে গুগল ওয়ালেট কিছু শহরের ক্ষেত্রে এমন এক ব্যবস্থা তৈরি করেছে যাতে, ভ্রমণকারী তার ফোনের মাধ্যমেই ট্রানজিট পাস কেনা এবং তা সংরক্ষণ করতে পারবেন। সম্প্রতি স্পেনের মাদ্রিদ শহরে চালু হয়েছে এই ব্যবস্থা। শিগগিরই সিয়াটল এবং পুগেট সাউন্ড অঞ্চলের মানুষ তাদের ওআরসিএ ট্রানজিট কার্ডগুলো গুগল ওয়ালেটে যুক্ত করতে পারবে।
যারা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় তথ্যগুলো ফোনে সংরক্ষণ করতে চায়, তাদের জন্য এই ওয়ালেটে আছে আরও কিছু সুবিধা। তাৎক্ষণিকভাবে নতুন ট্রানজিট কার্ড পাওয়া এবং কার্ডে অর্থ জমা করার সুবিধাও থাকছে এতে। মোবাইল ফোনেই দেখা যাবে অর্থ লেনদেনের সব তথ্য। কত টাকা খরচ হল, সেটা জানার সঙ্গে কার্ডে সব সময় পর্যাপ্ত ভাড়া আছে কিনা সেটাও নিশ্চিত হওয়া যাবে।
বেশ কিছু ট্রানজিট এজেন্সি এখন ভ্রমণকারীদের কেবল তাদের টিকিটটাই বহন করতে বলে। বাস কিংবা ট্রেনে এই টিকিট দেখালেই হয়। আর এসব টিকিটের অনেকগুলোই এখন গুগল ওয়ালেটে সংরক্ষণ করা যায়। যেমন-ফ্রান্সের এসএনসিএফ, জার্মানির হামবুর্গ এইচভিভি এবং ইতালিতে ইতালো।
ম্যাপ থেকেই সরাসরি টিকিট কিনুন
ভ্রমণের সময় মানুষ সবচেয়ে সুবিধাজনক গণপরিবহনের খোঁজ করে থাকে। সুবিধাজনক ট্রানজিট রুট খুঁজে পাওয়া এবং টিকিট কেনা-দুটোই হবে গুগল ম্যাপ থেকে।
যেসব ভ্রমণে কয়েক ধরনের পরিবহনের প্রয়োজন পড়ে সেসবের ক্ষেত্রে টিকিট কেনা সহজ করে দিয়েছে গুগল ম্যাপ। ধরা যাক, কোনো ভ্রমণকারী একটি শহরে কমিউটার ট্রেন দিয়ে যাচ্ছেন। এরপর সাবওয়ে কিংবা বাসও নিতে হবে। সে ক্ষেত্রে তিনি এক সাথেই সব টিকিট কিনতে পারবেন। বিশ্বজুড়ে গুগলের আড়াইশোর বেশি টিকেটিং পার্টনারের মাধ্যমে এ সুবিধা চালু আছে।
টিকিট এবং ভাড়ার অর্থ প্রদানের ধরন এক শহর থেকে আরেক শহরে আলাদা হলেও এটি স্পষ্ট যে, বেশি সংখ্যক যাত্রীই এখন তাদের ট্রানজিট পাসের অর্থ প্রদান এবং সংরক্ষণের জন্য ডিজিটাল সমাধান খুঁজছেন। তাই গুগল ওয়ালেট তাদের জন্য হতে পারে এক আস্থার জায়গা।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
১ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
১ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
১ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
১ দিন আগে