নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশি পর্বতারোহী এম এ মুহিত হিমালয়ের ‘থরং’ শিখর জয় করেছেন। প্রায় ২ হাজার ৪০০ ফুট পাথরের বোল্ডার ও খাড়া হিমবাহে আরোহণ শেষে ৫ নভেম্বর সকালে ‘থরং’ শীর্ষে আরোহণ করেন। এর আগে এম এ মুহিত দুবার এভারেস্ট চূড়ায় পৌঁছান তিনি।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে পতাকা-প্রত্যর্পণ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলন এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, নেপালের অন্নপূর্ণা হিমালয় অঞ্চলে অবস্থিত ‘থরং’ পর্বতশিখর ২০ হাজার ১৫৭ ফুট উঁচু। বাংলাদেশের পর্বতারোহী এম এ মুহিত চলতি বছর ২৫ অক্টোবর নেপাল যান এবং ২৯ অক্টোবর ‘চামে’ গ্রাম (উচ্চতা ৮,৭৬০ ফুট) থেকে ট্রেকিং শুরু করেন। প্রায় ৫০ কিমি ট্রেকিং করে তিনি ৩ নভেম্বর বেস-ক্যাম্পে পৌঁছান এবং ৪ নভেম্বর ১৭ হাজার ৭৭০ ফুট উচ্চতায় হাই-ক্যাম্প স্থাপন করেন।
গাইড মিংমা চিরি শেরপা ও আং দর্জি শেরপাকে সঙ্গে নিয়ে তিনি ৪ নভেম্বর রাত ১১ট ৪৫ মিনিটে হাই-ক্যাম্প থেকে চূড়ান্ত-আরোহণ শুরু করেন। পরে ৫ নভেম্বর নেপাল সময় সকাল ৬টা ২০ মিনিটে তাঁরা ‘থরং’ শীর্ষে আরোহণ করেন। ‘থরং’ পর্বতশিখর অভিযানটি পরিচালনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং যৌথভাবে স্পনসর করেছে ইস্পাহানি টি লিমিটেড ও চ্যানেল ২৪।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, শিক্ষাবিদ এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ইস্পাহানি টি লিমিটেডের ম্যানেজার-সেলস এন্ড ডিস্ট্রিবিউশন মো. এমদাদুল ইসলাম এবং চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক তালাত মামুন।
বাংলাদেশি পর্বতারোহী এম এ মুহিত হিমালয়ের ‘থরং’ শিখর জয় করেছেন। প্রায় ২ হাজার ৪০০ ফুট পাথরের বোল্ডার ও খাড়া হিমবাহে আরোহণ শেষে ৫ নভেম্বর সকালে ‘থরং’ শীর্ষে আরোহণ করেন। এর আগে এম এ মুহিত দুবার এভারেস্ট চূড়ায় পৌঁছান তিনি।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে পতাকা-প্রত্যর্পণ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলন এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, নেপালের অন্নপূর্ণা হিমালয় অঞ্চলে অবস্থিত ‘থরং’ পর্বতশিখর ২০ হাজার ১৫৭ ফুট উঁচু। বাংলাদেশের পর্বতারোহী এম এ মুহিত চলতি বছর ২৫ অক্টোবর নেপাল যান এবং ২৯ অক্টোবর ‘চামে’ গ্রাম (উচ্চতা ৮,৭৬০ ফুট) থেকে ট্রেকিং শুরু করেন। প্রায় ৫০ কিমি ট্রেকিং করে তিনি ৩ নভেম্বর বেস-ক্যাম্পে পৌঁছান এবং ৪ নভেম্বর ১৭ হাজার ৭৭০ ফুট উচ্চতায় হাই-ক্যাম্প স্থাপন করেন।
গাইড মিংমা চিরি শেরপা ও আং দর্জি শেরপাকে সঙ্গে নিয়ে তিনি ৪ নভেম্বর রাত ১১ট ৪৫ মিনিটে হাই-ক্যাম্প থেকে চূড়ান্ত-আরোহণ শুরু করেন। পরে ৫ নভেম্বর নেপাল সময় সকাল ৬টা ২০ মিনিটে তাঁরা ‘থরং’ শীর্ষে আরোহণ করেন। ‘থরং’ পর্বতশিখর অভিযানটি পরিচালনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং যৌথভাবে স্পনসর করেছে ইস্পাহানি টি লিমিটেড ও চ্যানেল ২৪।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, শিক্ষাবিদ এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ইস্পাহানি টি লিমিটেডের ম্যানেজার-সেলস এন্ড ডিস্ট্রিবিউশন মো. এমদাদুল ইসলাম এবং চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক তালাত মামুন।
বছর শেষে ছুটির মৌসুম এলেই, একা বা সিঙ্গেল ব্যক্তিদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। পরিবার ও বন্ধুদের প্রশ্ন, একা পার্টিতে যাওয়ার দ্বিধা এবং সামাজিক চাপ—এসব কারণে অনেকেই ছুটির দিনগুলোতে চাপ অনুভব করেন। বিশেষত, নভেম্বর-ডিসেম্বর মাসে এই চাপটা বেশি মনে হয়। কারণ এই দুই মাসে শীতকালীন ছুটি...
৩ ঘণ্টা আগেনব্বই দশকে বেড়ে ওঠা চারজন টগবগে তরুণ তৈরি করেছিলেন ফ্যাশন হাউস রঙ। সৌমিক দাস জানান, প্রথম অবস্থায় রঙ গড়তে প্রধান কারিগর ৪ জন হলেও অনেকের অবদান এতে সংযুক্ত ছিল, যারা রঙ বাংলাদেশের প্রিয় বন্ধু-স্বজন।
১০ ঘণ্টা আগেশীতের আমেজ এখন জমে উঠেছে। শীতের সকালে কাজ কিংবা উষ্ণ সন্ধ্যায় আড্ডায় এক কাফ গরম কফির চেয়ে ভালো অনুভূতি আর হয় না। তবে সমস্যা একটাই—শীতে দ্রুত ঠান্ডা হয়ে যায় কফি। তবে চিন্তা নেই! এই সমস্যারও সমাধান রয়েছে।
১ দিন আগেবছর জুড়ে ছিল আম্বানি পরিবারের নানান পারিবারিক ও সামাজিক আয়োজন। এসব অনুষ্ঠানে তিনি যে শাড়িগুলো পরেছিলেন সেগুলোর মধ্যে ৮টি সেরা শাড়ির উল্লেখ করা যেতে পারে বছর শেষে। জীবনধারা, পোশাক, ফ্যাশন, নিতা আম্বানি
২ দিন আগে