ভ্রমণ ডেস্ক
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ প্রতিবছর নেপালের মাউন্ট এভারেস্ট সামিটে যান। পর্বতারোহীদের জন্য এটি সারা জীবনের স্বপ্ন। কিন্তু এসব অভিযাত্রীর অনেকেই দুর্ভাগ্যবশত সেখান থেকে আর ফিরতে পারেন না। কেউ চরম প্রতিকূলতার মধ্যে লড়াই করে বেঁচে ফেরেন কোনোমতে। আটকে পড়া কিংবা বিপদগ্রস্ত আরোহীদের উদ্ধারকাজ আরও দ্রুত ও সহজ করতে এভারেস্টে আরোহণকারীদের ট্র্যাকিং চিপ ব্যবহারের নির্দেশনা দিয়েছে নেপাল সরকার।
পর্বতারোহীদের এই চিপের জন্য দিতে হবে ১০ থেকে ১৫ ডলার। চিপটি তাঁদের জ্যাকেটে বিশেষভাবে সেলাই করে সেট করা হবে। পর্বতারোহীরা ফিরে আসার পর চিপটি খুলে নিয়ে পরবর্তী আরোহীর জন্য সংরক্ষণ করা হবে। ট্র্যাকিং চিপগুলো স্যাটেলাইটের তথ্য ভাগ করার জন্য গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ব্যবহার করবে।
বিশ্বের ১০টি সর্বোচ্চ শৃঙ্গের ৮টিই নেপালে অবস্থিত। দেশটি পর্বতারোহণ পর্যটন থেকে সবচেয়ে বেশি আয় করে। মাউন্ট এভারেস্ট সামিটের অনুমতির জন্য নেপাল সরকারের কাছে জমা দিতে হয় ১১ হাজার ডলার। এ ছাড়া গিয়ার, খাবার, সম্পূরক অক্সিজেন, শেরপা গাইড এবং আরও অনেক কিছুর দাম যোগ করে পাহাড়ে উঠতে ৩৫ হাজার ডলার খরচ করতে হয়। এত উচ্চমূল্যের পরেও এভারেস্ট সামিটের কমতি নেই। ফলে নেপাল সরকার আরোহীদের ডিজিটাল নিরাপত্তা প্যারামিটারে যোগ করল আরও একটি ধাপ।
দেশটির ট্যুরিজম বিভাগের পরিচালক রাকেশ গৌরাঙ্গ জানান, ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত পর্বতারোহীদের খুঁজে বের করা ও উদ্ধার করার ক্ষেত্রে সময় বাঁচানোর জন্য ট্র্যাকিং সিস্টেম চালু করা হচ্ছে। ট্র্যাকার ব্যবহারের ফলে এভারেস্টের চূড়ায় দুর্ঘটনার হার কমে আসবে। উদ্ধারকর্মীরা দ্রুত বিপদগ্রস্তের সন্ধান পেয়ে তাঁদের কাছে সাহায্যের জন্য পৌঁছাতে পারবেন। মাউন্ট এভারেস্ট আরোহণ শেষ করতে সময় লাগে প্রায় দুই মাস। সবচেয়ে অনুকূল আবহাওয়ায়ও সেখানে আরোহণ করা ঝুঁকিপূর্ণ। ট্র্যাকিং সিস্টেম ব্যবহারের ফলে এই ঝুঁকি কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করে নেপালের পর্যটন বিভাগ।
সূত্র : সিএনএন
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ প্রতিবছর নেপালের মাউন্ট এভারেস্ট সামিটে যান। পর্বতারোহীদের জন্য এটি সারা জীবনের স্বপ্ন। কিন্তু এসব অভিযাত্রীর অনেকেই দুর্ভাগ্যবশত সেখান থেকে আর ফিরতে পারেন না। কেউ চরম প্রতিকূলতার মধ্যে লড়াই করে বেঁচে ফেরেন কোনোমতে। আটকে পড়া কিংবা বিপদগ্রস্ত আরোহীদের উদ্ধারকাজ আরও দ্রুত ও সহজ করতে এভারেস্টে আরোহণকারীদের ট্র্যাকিং চিপ ব্যবহারের নির্দেশনা দিয়েছে নেপাল সরকার।
পর্বতারোহীদের এই চিপের জন্য দিতে হবে ১০ থেকে ১৫ ডলার। চিপটি তাঁদের জ্যাকেটে বিশেষভাবে সেলাই করে সেট করা হবে। পর্বতারোহীরা ফিরে আসার পর চিপটি খুলে নিয়ে পরবর্তী আরোহীর জন্য সংরক্ষণ করা হবে। ট্র্যাকিং চিপগুলো স্যাটেলাইটের তথ্য ভাগ করার জন্য গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ব্যবহার করবে।
বিশ্বের ১০টি সর্বোচ্চ শৃঙ্গের ৮টিই নেপালে অবস্থিত। দেশটি পর্বতারোহণ পর্যটন থেকে সবচেয়ে বেশি আয় করে। মাউন্ট এভারেস্ট সামিটের অনুমতির জন্য নেপাল সরকারের কাছে জমা দিতে হয় ১১ হাজার ডলার। এ ছাড়া গিয়ার, খাবার, সম্পূরক অক্সিজেন, শেরপা গাইড এবং আরও অনেক কিছুর দাম যোগ করে পাহাড়ে উঠতে ৩৫ হাজার ডলার খরচ করতে হয়। এত উচ্চমূল্যের পরেও এভারেস্ট সামিটের কমতি নেই। ফলে নেপাল সরকার আরোহীদের ডিজিটাল নিরাপত্তা প্যারামিটারে যোগ করল আরও একটি ধাপ।
দেশটির ট্যুরিজম বিভাগের পরিচালক রাকেশ গৌরাঙ্গ জানান, ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত পর্বতারোহীদের খুঁজে বের করা ও উদ্ধার করার ক্ষেত্রে সময় বাঁচানোর জন্য ট্র্যাকিং সিস্টেম চালু করা হচ্ছে। ট্র্যাকার ব্যবহারের ফলে এভারেস্টের চূড়ায় দুর্ঘটনার হার কমে আসবে। উদ্ধারকর্মীরা দ্রুত বিপদগ্রস্তের সন্ধান পেয়ে তাঁদের কাছে সাহায্যের জন্য পৌঁছাতে পারবেন। মাউন্ট এভারেস্ট আরোহণ শেষ করতে সময় লাগে প্রায় দুই মাস। সবচেয়ে অনুকূল আবহাওয়ায়ও সেখানে আরোহণ করা ঝুঁকিপূর্ণ। ট্র্যাকিং সিস্টেম ব্যবহারের ফলে এই ঝুঁকি কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করে নেপালের পর্যটন বিভাগ।
সূত্র : সিএনএন
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
১ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
১ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
১ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
১ দিন আগে