ফিচার ডেস্ক
ইউরোপ ভ্রমণ মানেই শহরকেন্দ্রিক বিভিন্ন পুরোনো স্থাপত্য নিদর্শন এবং স্থানীয় সংস্কৃতির অভিজ্ঞতা নেওয়া। এর সঙ্গে বাহারি খাবারের আয়োজন তো রয়েছেই। কিন্তু শুধু শহর নয়, ইউরোপের অনেক গ্রাম রয়েছে, যেগুলোতে শহরের চেয়ে বেশি ভিড় দেখা যায় পর্যটকদের। এর কারণ, সেগুলোর প্রাচীন ইতিহাস।
টেলারো, ইতালি
ইতালির লিগুরিয়ান সাগর উপকূলে এক অদ্ভুত সৌন্দর্যের ঠিকানা টেলারো। গ্রামটিতে যেতে হলে পাড়ি দিতে হবে সরু পাহাড়ি পথ। এখানে পাহাড়ের গায়ে জড়ো হয়ে থাকা প্যাস্টেল রঙের বাড়িগুলোর দেয়ালে চোখে পড়বে সব নান্দনিক চিত্রকর্ম। এ কারণে যাতায়াতে অসুবিধা হলেও এখানে পর্যটকদের ভিড় দেখা যায় বছরের বিভিন্ন সময়।
বিবুরি, ইংল্যান্ড
ইংল্যান্ডের কোটসওল্ড অঞ্চলের গ্রাম বিবুরি। গ্রামটিতে সবুজ প্রান্তরে ছড়িয়ে আছে পুরোনো পাথরের কটেজ। এর সঙ্গে আছে কলন নদী। আর্লিংটন রো এখানকার মনোরম ও বিখ্যাত জায়গা। সেখানে রয়েছে সতেরো শতকে মিলশ্রমিকদের জন্য তৈরি হওয়া কটেজ।
হলস্ট্যাট, অস্ট্রিয়া
উঁচু পর্বত আর পরিষ্কার নীল জলরাশির মধ্যে অবস্থিত স্নিগ্ধতার এক নিদর্শন হলস্ট্যাট। অস্ট্রিয়ার সালজবুর্গ জেলায় অবস্থিত এ গ্রাম ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। গ্রামটি তার সৌন্দর্যের জন্য এতই বিখ্যাত যে পর্যটকদের জন্য হুবহু একটি গ্রাম তৈরি করেছে চীন।
ফোলেগান্দ্রোস, গ্রিস
গ্রিসের সাইক্লেডিস দ্বীপপুঞ্জের কাছে ফোলেগান্দ্রোসে আছে স্লেট পাথরের রাস্তা আর সাদা রঙে রাঙানো বাড়ি। মাঝে মাঝে গ্রিক অর্থোডক্স গির্জার নীল ডোম দেখা যাবে নির্জন সেসব বাড়ির চাল ছাড়িয়ে। যাঁরা সাঁতার পছন্দ করেন, তাঁদের কাছে গ্রামটি বেশ জনপ্রিয়। এখানকার ক্যাটেরগো সৈকতে শান্ত নীল জলরাশির মধ্যে একান্তে সাঁতার কাটার অনুভূতি পর্যটকদের বারবার ফিরিয়ে আনে।
কোলমার, ফ্রান্স
ফ্রান্সের একটি গ্রাম হলেও কোলমারে জার্মানির বেশ প্রভাব দেখা যায়। প্রাকৃতিক দৃশ্য তো আছেই, এখানকার খাবারও বেশ জনপ্রিয়। স্থানীয় বেকারিগুলোতে মিলবে তাদের ঐতিহ্যবাহী ক্রোইস্যান এবং কুগেলহফের স্বাদ।
রেইন, নরওয়ে
নরওয়ের আর্কটিক সার্কেলের উত্তরাংশে অবস্থিত রেইন গ্রামটিকে বলা হয় ‘ছবির মতো সুন্দর’। এটি বন্য প্রকৃতির জন্য বিখ্যাত। সেখানে নীল রঙের উপসাগর পর্বতের সঙ্গে মিশে গেছে। রেইনের একদিকে সমুদ্র, অন্যদিকে বিস্তৃত প্রকৃতি। রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের এখানে ভিড় জমে।
তেলচ, চেক প্রজাতন্ত্র
দেশটির দক্ষিণ মরোভিয়ায় অবস্থিত তেলচ গ্রামটির মূল আকর্ষণ বারোক ও রেনেসাঁ শৈলীতে তৈরি বাড়ি। আজকাল এই ঐতিহ্যবাহী বাড়িগুলোর নিচে ছোট ছোট দোকান ও ক্যাফে গড়ে উঠেছে। যেগুলো গ্রামটির প্রাণচাঞ্চল্য ও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। তেলচ নামের এ গ্রামের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে রেনেসাঁ যুগের বিশাল এক প্রাসাদ।
সূত্র: সিএনএন
ইউরোপ ভ্রমণ মানেই শহরকেন্দ্রিক বিভিন্ন পুরোনো স্থাপত্য নিদর্শন এবং স্থানীয় সংস্কৃতির অভিজ্ঞতা নেওয়া। এর সঙ্গে বাহারি খাবারের আয়োজন তো রয়েছেই। কিন্তু শুধু শহর নয়, ইউরোপের অনেক গ্রাম রয়েছে, যেগুলোতে শহরের চেয়ে বেশি ভিড় দেখা যায় পর্যটকদের। এর কারণ, সেগুলোর প্রাচীন ইতিহাস।
টেলারো, ইতালি
ইতালির লিগুরিয়ান সাগর উপকূলে এক অদ্ভুত সৌন্দর্যের ঠিকানা টেলারো। গ্রামটিতে যেতে হলে পাড়ি দিতে হবে সরু পাহাড়ি পথ। এখানে পাহাড়ের গায়ে জড়ো হয়ে থাকা প্যাস্টেল রঙের বাড়িগুলোর দেয়ালে চোখে পড়বে সব নান্দনিক চিত্রকর্ম। এ কারণে যাতায়াতে অসুবিধা হলেও এখানে পর্যটকদের ভিড় দেখা যায় বছরের বিভিন্ন সময়।
বিবুরি, ইংল্যান্ড
ইংল্যান্ডের কোটসওল্ড অঞ্চলের গ্রাম বিবুরি। গ্রামটিতে সবুজ প্রান্তরে ছড়িয়ে আছে পুরোনো পাথরের কটেজ। এর সঙ্গে আছে কলন নদী। আর্লিংটন রো এখানকার মনোরম ও বিখ্যাত জায়গা। সেখানে রয়েছে সতেরো শতকে মিলশ্রমিকদের জন্য তৈরি হওয়া কটেজ।
হলস্ট্যাট, অস্ট্রিয়া
উঁচু পর্বত আর পরিষ্কার নীল জলরাশির মধ্যে অবস্থিত স্নিগ্ধতার এক নিদর্শন হলস্ট্যাট। অস্ট্রিয়ার সালজবুর্গ জেলায় অবস্থিত এ গ্রাম ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। গ্রামটি তার সৌন্দর্যের জন্য এতই বিখ্যাত যে পর্যটকদের জন্য হুবহু একটি গ্রাম তৈরি করেছে চীন।
ফোলেগান্দ্রোস, গ্রিস
গ্রিসের সাইক্লেডিস দ্বীপপুঞ্জের কাছে ফোলেগান্দ্রোসে আছে স্লেট পাথরের রাস্তা আর সাদা রঙে রাঙানো বাড়ি। মাঝে মাঝে গ্রিক অর্থোডক্স গির্জার নীল ডোম দেখা যাবে নির্জন সেসব বাড়ির চাল ছাড়িয়ে। যাঁরা সাঁতার পছন্দ করেন, তাঁদের কাছে গ্রামটি বেশ জনপ্রিয়। এখানকার ক্যাটেরগো সৈকতে শান্ত নীল জলরাশির মধ্যে একান্তে সাঁতার কাটার অনুভূতি পর্যটকদের বারবার ফিরিয়ে আনে।
কোলমার, ফ্রান্স
ফ্রান্সের একটি গ্রাম হলেও কোলমারে জার্মানির বেশ প্রভাব দেখা যায়। প্রাকৃতিক দৃশ্য তো আছেই, এখানকার খাবারও বেশ জনপ্রিয়। স্থানীয় বেকারিগুলোতে মিলবে তাদের ঐতিহ্যবাহী ক্রোইস্যান এবং কুগেলহফের স্বাদ।
রেইন, নরওয়ে
নরওয়ের আর্কটিক সার্কেলের উত্তরাংশে অবস্থিত রেইন গ্রামটিকে বলা হয় ‘ছবির মতো সুন্দর’। এটি বন্য প্রকৃতির জন্য বিখ্যাত। সেখানে নীল রঙের উপসাগর পর্বতের সঙ্গে মিশে গেছে। রেইনের একদিকে সমুদ্র, অন্যদিকে বিস্তৃত প্রকৃতি। রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের এখানে ভিড় জমে।
তেলচ, চেক প্রজাতন্ত্র
দেশটির দক্ষিণ মরোভিয়ায় অবস্থিত তেলচ গ্রামটির মূল আকর্ষণ বারোক ও রেনেসাঁ শৈলীতে তৈরি বাড়ি। আজকাল এই ঐতিহ্যবাহী বাড়িগুলোর নিচে ছোট ছোট দোকান ও ক্যাফে গড়ে উঠেছে। যেগুলো গ্রামটির প্রাণচাঞ্চল্য ও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। তেলচ নামের এ গ্রামের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে রেনেসাঁ যুগের বিশাল এক প্রাসাদ।
সূত্র: সিএনএন
বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ২৩ এপ্রিল ইউনেসকোর উদ্যোগে এই দিবস পালন করা হয়। ফেসবুক ও ইনস্টাগ্রাম ঘাঁটলেই চোখে পড়বে এই দিনে নেটিজেনরা নিজেদের প্রিয় বই, বর্তমানে কোন ধরনের বই পড়ছেন, কী কী বই সংগ্রহ করেছেন সেসব সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন।
১৩ ঘণ্টা আগেসন্ধ্যার পর বাতি নিভিয়ে খোলা বারান্দায় পাটি বিছিয়ে বা টুল নিয়ে বসতে খারাপ লাগে না। একটু বড় জায়গা থাকলে বারান্দা বাগান তো বটেই, স্থায়ী বসার জায়গাও তৈরি করেন নেন অনেকে। আবার বাড়িতে অতিথি এলে হয়তো বারান্দাতেই জমে ওঠে দীর্ঘ আড্ডা। বারান্দাকে নতুন করে সাজিয়ে তোলার মৌসুম কিন্তু চলে এসেছে।
২১ ঘণ্টা আগেপিসির ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা গেছে, এলইডি লাইট থেরাপি মাস্ক পরে উড়োজাহাজে দিব্যি আরাম করছেন। যেন রূপচর্চা আর আরামের একেবারে আদর্শ যুগলবন্দী!
২ দিন আগেসময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
৩ দিন আগে