ফিচার ডেস্ক
থাইল্যান্ডে ছোট-বড় মিলিয়ে ন্যাশনাল পার্কের সংখ্যা ১৫৬। এসবের মধ্যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে মেরিন ন্যাশনাল পার্কগুলো। প্রায় সারা বছর সেগুলোয় ঘুরতে যায় বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকেরা। ফলে সেগুলোর পরিবেশ ঠিক রাখতে স্থানীয় প্রশাসনের অনেক সময় হিমশিম খেতে হয়। এ কারণে দেশটির তিনটি মেরিন ন্যাশনাল পার্ক ছয় মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
নির্দিষ্ট সময় শেষ হওয়ায় মেরিন ন্যাশনাল পার্কগুলো আবারও খোলা হয়েছে। খুলে দেওয়া এ পার্কগুলো হলো সিমিলান ন্যাশনাল পার্ক, সুরিন আইল্যান্ড ন্যাশনাল পার্ক এবং লায়েম সন ন্যাশনাল পার্ক। সব কটির অবস্থান আন্দামান সমুদ্র ঘিরে। ১৫ অক্টোবর থেকে চালু হওয়া ন্যাশনাল পার্ক তিনটি পর্যটকদের জন্য খোলা থাকবে ২০২৫ সালের মে মাস পর্যন্ত। তারপর আবারও পরিবেশগত কারণে নির্দিষ্ট সময় বন্ধ রাখা হবে সেগুলো।
মিঠাপানি ও প্রবালপ্রাচীরের জন্য জনপ্রিয় লায়েম সন ন্যাশনাল পার্ক। স্কুবা ডাইভিং যাদের পছন্দ, তাদের অন্যতম গন্তব্য এটি। সমুদ্রের নিচে যারা ঘুরে বেড়াতে চায়, তাদের পছন্দ সিমিলান ন্যাশনাল পার্ক। অন্যদিকে সমুদ্র ঘিরে বিভিন্ন খেলাধুলায় যাদের আগ্রহ বেশি, তাদের জন্য রয়েছে
সুরিন আইল্যান্ড ন্যাশনাল পার্ক।
মূলত সামুদ্রিক জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা করতে এসব পার্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ।
শুধু যে এই তিনটি ন্যাশনাল পার্ক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা নয়। থাইল্যান্ড সরকার বেশি ভ্রমণ করা হয় এ রকম জায়গা বছরের বিভিন্ন সময় বন্ধ ঘোষণা করে। যেহেতু দেশটির পর্যটন প্রকৃতিনির্ভর, তাই নিয়মিত র নিয়মিত পরিচর্যা জরুরি।
বিশ্বের পর্যটননির্ভর দেশগুলোর তালিকায় ওপরের দিকে থাইল্যান্ডের অবস্থান। প্রায় ৩০ মিলিয়ন পর্যটক প্রতিবছর দেশটিতে ভ্রমণ করে। যেহেতু সারা বছর ভিড় থাকে, সে কারণে প্রকৃতির সঠিক পরিচর্যা করা সম্ভব হয় না। সে কারণে বিভিন্ন সময় বিভিন্ন ন্যাশনাল পার্ক বন্ধ রাখা হয়।
সূত্র: প্রেস্টিজ
থাইল্যান্ডে ছোট-বড় মিলিয়ে ন্যাশনাল পার্কের সংখ্যা ১৫৬। এসবের মধ্যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে মেরিন ন্যাশনাল পার্কগুলো। প্রায় সারা বছর সেগুলোয় ঘুরতে যায় বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকেরা। ফলে সেগুলোর পরিবেশ ঠিক রাখতে স্থানীয় প্রশাসনের অনেক সময় হিমশিম খেতে হয়। এ কারণে দেশটির তিনটি মেরিন ন্যাশনাল পার্ক ছয় মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
নির্দিষ্ট সময় শেষ হওয়ায় মেরিন ন্যাশনাল পার্কগুলো আবারও খোলা হয়েছে। খুলে দেওয়া এ পার্কগুলো হলো সিমিলান ন্যাশনাল পার্ক, সুরিন আইল্যান্ড ন্যাশনাল পার্ক এবং লায়েম সন ন্যাশনাল পার্ক। সব কটির অবস্থান আন্দামান সমুদ্র ঘিরে। ১৫ অক্টোবর থেকে চালু হওয়া ন্যাশনাল পার্ক তিনটি পর্যটকদের জন্য খোলা থাকবে ২০২৫ সালের মে মাস পর্যন্ত। তারপর আবারও পরিবেশগত কারণে নির্দিষ্ট সময় বন্ধ রাখা হবে সেগুলো।
মিঠাপানি ও প্রবালপ্রাচীরের জন্য জনপ্রিয় লায়েম সন ন্যাশনাল পার্ক। স্কুবা ডাইভিং যাদের পছন্দ, তাদের অন্যতম গন্তব্য এটি। সমুদ্রের নিচে যারা ঘুরে বেড়াতে চায়, তাদের পছন্দ সিমিলান ন্যাশনাল পার্ক। অন্যদিকে সমুদ্র ঘিরে বিভিন্ন খেলাধুলায় যাদের আগ্রহ বেশি, তাদের জন্য রয়েছে
সুরিন আইল্যান্ড ন্যাশনাল পার্ক।
মূলত সামুদ্রিক জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা করতে এসব পার্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ।
শুধু যে এই তিনটি ন্যাশনাল পার্ক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা নয়। থাইল্যান্ড সরকার বেশি ভ্রমণ করা হয় এ রকম জায়গা বছরের বিভিন্ন সময় বন্ধ ঘোষণা করে। যেহেতু দেশটির পর্যটন প্রকৃতিনির্ভর, তাই নিয়মিত র নিয়মিত পরিচর্যা জরুরি।
বিশ্বের পর্যটননির্ভর দেশগুলোর তালিকায় ওপরের দিকে থাইল্যান্ডের অবস্থান। প্রায় ৩০ মিলিয়ন পর্যটক প্রতিবছর দেশটিতে ভ্রমণ করে। যেহেতু সারা বছর ভিড় থাকে, সে কারণে প্রকৃতির সঠিক পরিচর্যা করা সম্ভব হয় না। সে কারণে বিভিন্ন সময় বিভিন্ন ন্যাশনাল পার্ক বন্ধ রাখা হয়।
সূত্র: প্রেস্টিজ
মাত্র ২৭ দিনে নেপালের তিনটি ছয় হাজার মিটারের বেশি উচ্চতার তিন পর্বতচূড়া জয় করেছেন আহসানুজ্জামান তৌকির (২৭)। কোনো ধরনের শেরপার সাহায্য ছাড়াই চূড়াগুলো জয় করেছেন তিনি। তার এই অভিযানের নাম ছিল, ‘থ্রি পিক ইন এ রো’। গত ৩০ অক্টোবর সকাল মেরা পিক জয়ের মাধ্যমে অভিযানটির সফল সমাপ্তি হয়।
১৬ ঘণ্টা আগেঢাকার উপকণ্ঠে ধামরাই। শহরঘেঁষা হলেও এখানে আছে নয়নাভিরাম প্রকৃতি; বিশেষ করে ধামরাইয়ের কাজিয়ালকুণ্ড, আড়ালিয়া, মাখুলিয়া, কানারচর, মাধবপট্টিসহ আরও অনেক গ্রাম ছবির মতো সুন্দর।
২০ ঘণ্টা আগেবছরখানেক আগেও মধ্যপ্রাচ্যের ভ্রমণ গন্তব্যের তালিকায় বেশ পিছিয়ে ছিল সৌদি আরব। তবে খুব অল্প সময়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। ২০২৪ সালে এসে মধ্যপ্রাচ্যের অন্যতম পর্যটনবান্ধব দেশ এখন সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ কোটি পর্যটক আনতে চায় দেশটি।
২০ ঘণ্টা আগেজার্মান যুবক মারকুস ভালোবাসেন ভেসপায় চড়ে ভ্রমণ করতে। শুধু ভালোবাসেন বললে কম বলা হয়। বলা ভালো, তাঁর জীবনযাপনের অংশ ভেসপা। এমনকি ভেসপায় চড়ে ভ্রমণের সব স্মৃতি সংগ্রহে রেখেছেন তিনি। তৈরি করেছেন ‘লা ভিডা ভেসপা’ নামে একটি ব্যক্তিগত ব্লগ সাইট।
২০ ঘণ্টা আগে