Ajker Patrika

সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১৬: ৪৮
সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত

কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল (মঙ্গলবার) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। আগামীকাল সারা দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই প্রায় এক মাস পর আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবেরাও উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত