Ajker Patrika

যেকোনো মূল্যে দুর্নীতি-অর্থ পাচার বন্ধ করতে হবে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যেকোনো মূল্যে দুর্নীতি-অর্থ পাচার বন্ধ করতে হবে: হাইকোর্ট

যেকোনো মূল্যে দুর্নীতি-অর্থ পাচার বন্ধ করতে হবে। এগুলো সুশাসন ও উন্নয়নের অন্তরায়। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ঘরে ঘরে আন্দোলন গড়ে তুলতে হবে। দুর্নীতি বন্ধ করতে হবে। শুধু সরকারের ওপর নির্ভর করলে চলবে না। একে আন্দোলনে পরিণত করতে হবে। 

আজ মঙ্গলবার সরকারি চাকরিজীবী ও তাঁদের পরিবারের সদস্যদের সম্পদ বিবরণীর ঘোষণা এবং তা প্রকাশ সংক্রান্ত রিটের শুনানিতে হাইকোর্ট এসব কথা বলেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে এই রিটের শুনানি হয়। 

হাইকোর্ট বলেন, ‘ভারতে সরকারি চাকরিজীবীদের জন্য সম্পদ বিবরণী সংক্রান্ত আইন আছে। চাকরিতে যোগ দেওয়া এবং অবসরে যাওয়ার সময় হিসাব দিতে হয়। দুই হিসাবের মধ্যে ১০ শতাংশের বেশি পার্থক্য হলেই মামলা হয়। আমাদের এখানে অনেকেই অঢেল সম্পদের মালিক হয়ে গেছেন। যেটা বাঞ্ছনীয় নয়।’ 

শুনানিতে রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস বলেছেন, ‘রুলস অনুযায়ী অনুমতি ছাড়া ভবনও করা যায় না, অথচ তাঁরা রিসোর্ট করছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয় জনগণের করের টাকা থেকে। রাজস্বের ৪৩ শতাংশ খরচ করা হয় তাঁদের বেতন-ভাতা বাবদ। তাহলে আমাদের কেন জানার অধিকার থাকবে না তাঁদের কী সম্পদ আছে?’ 

তিনি আরও বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বেনজীর-মতিউরদের মতো শীর্ষ পদধারীদের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ ওঠে তখন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। তাঁরা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করবেন নাকি তাঁদের সম্পদ রক্ষা করবেন? 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দুর্নীতির লাগাম টেনে ধরার জন্য যা যা করা দরকার তা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত