নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুধু নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ সোমবার এক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানানো হয়। নিরীহ কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করতে এবং গণগ্রেপ্তার না করতেও আহ্বান জানিয়েছে কমিশন।
বিবৃতিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনা দুঃখজনক এবং এতে মূল্যবান প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের বিপুল ক্ষতি সাধিত হয়েছে। এসব প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনায় বিভিন্ন পর্যায়ে তদন্ত চলমান। নাশকতাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করছে। এ ক্ষেত্রে, নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই শুধু প্রকৃত অপরাধী শনাক্তকরণ, বিচারের আওতায় আনয়ন এবং নিরীহ কোনো ব্যক্তি যাতে হয়রানির সম্মুখীন না হন সে বিষয়ে আহ্বান জানায় জাতীয় মানবাধিকার কমিশন।
এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নাশকতাকারী ও দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে। পরিচালিত অভিযানে বিভিন্ন গণমাধ্যম গণগ্রেপ্তারের তথ্য প্রকাশ করেছে। জনগণের অনেকে এতে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। কোনো প্রকৃত অপরাধী যাতে ছাড়া না পায় এবং কোনো নিরীহ ব্যক্তি যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, নাগরিক জীবনে স্বস্তি আনা এবং নাগরিকদের মানবাধিকারের প্রতি সম্মান রেখে কোনোক্রমেই যাতে গণগ্রেপ্তার করা না হয় এবং প্রকৃত অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনা হয় সে বিষয়ে আহ্বান জানাচ্ছে কমিশন।
কমিশন বিশ্বাস করে, সবার সার্বিক প্রচেষ্টায় অতিসত্বর জননিরাপত্তা নিশ্চিত হবে এবং স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হবে।
শুধু নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ সোমবার এক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানানো হয়। নিরীহ কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করতে এবং গণগ্রেপ্তার না করতেও আহ্বান জানিয়েছে কমিশন।
বিবৃতিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনা দুঃখজনক এবং এতে মূল্যবান প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের বিপুল ক্ষতি সাধিত হয়েছে। এসব প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনায় বিভিন্ন পর্যায়ে তদন্ত চলমান। নাশকতাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করছে। এ ক্ষেত্রে, নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই শুধু প্রকৃত অপরাধী শনাক্তকরণ, বিচারের আওতায় আনয়ন এবং নিরীহ কোনো ব্যক্তি যাতে হয়রানির সম্মুখীন না হন সে বিষয়ে আহ্বান জানায় জাতীয় মানবাধিকার কমিশন।
এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নাশকতাকারী ও দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে। পরিচালিত অভিযানে বিভিন্ন গণমাধ্যম গণগ্রেপ্তারের তথ্য প্রকাশ করেছে। জনগণের অনেকে এতে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। কোনো প্রকৃত অপরাধী যাতে ছাড়া না পায় এবং কোনো নিরীহ ব্যক্তি যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, নাগরিক জীবনে স্বস্তি আনা এবং নাগরিকদের মানবাধিকারের প্রতি সম্মান রেখে কোনোক্রমেই যাতে গণগ্রেপ্তার করা না হয় এবং প্রকৃত অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনা হয় সে বিষয়ে আহ্বান জানাচ্ছে কমিশন।
কমিশন বিশ্বাস করে, সবার সার্বিক প্রচেষ্টায় অতিসত্বর জননিরাপত্তা নিশ্চিত হবে এবং স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হবে।
নিজের অধীনে থাকা তিনটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অফিস সময়ে সভায় অংশ নেওয়ার জন্য সম্মানী না নেওয়ার নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
১৭ মিনিট আগেসমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে সার্বিক কার্যক্রম তুলে ধরার জন্য ১৫ এপ্রিল তাঁকে খণ্ডকালীন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২৭ মিনিট আগেবাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়েছে। আজ শনিবার বিকেলে বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শিরীন পারভীন হকের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদনটি তুলে দেয়। প্রধান উপদেষ্টার প্রেস
১ ঘণ্টা আগেপ্রকৃত মৎস্যচাষিদের স্বার্থে হাওরে ইজারা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, কোনো হাওরে ইজারা থাকা উচিত নয়। হাওরে ইজারা বন্ধ করতে হবে। হাওর সেখানকার মানুষের অধিকারের জায়গা, আর তা রক্ষা করাই আমাদের কাজ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে
১ ঘণ্টা আগে