বিচারপতি জুবায়ের রহমানের নেতৃত্বে হচ্ছে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি

বিশেষ প্রতিনিধি, ঢাকা  
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ২১: ৫৩
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০০: ২৫
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান করে সার্চ কমিটি গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার রাতে বা বুধবার এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

ইসি পুনর্গঠনে সার্চ কমিটি করার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচনমূখী প্রক্রিয়া শুরু করেছে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এই উপদেষ্টা জানিয়েছেন, ইসি গঠন হওয়ার পর ভোটার তালিকা হালনাগাদ করা হবে।

সার্চ কমিটি গঠন করে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত প্রজ্ঞাপন জারি করেনি মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সুপ্রিম কোর্ট সূত্র জানায়, সার্চ কমিটির প্রধান হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে মনোনীত করে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর নাম পাঠিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। কমিটিতে সদস্য হিসেবে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের শূন্য পদে নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করতে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি।

আইন অনুযায়ী প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারককে কমিটির সভাপতি করা হবে। প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারকও কমিটিতে সদস্য হিসেবে থাকবেন।

এ ছাড়া মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদাধিকারবলে কমিটিতে সদস্য হিসেবে থাকবেন। এদের বাইরে রাষ্ট্রপতি মনোনীত দুইজন বিশিষ্ট নাগরিককে কমিটির সদস্য করা হবে, যাদের একজনকে নারী হতে হবে।

রাষ্ট্রপতির কাছ থেকে দুইজন এবং প্রধান বিচারপতির কাছে থেকে দুইজনের নাম পাওয়ার পর সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এই প্রক্রিয়া মঙ্গলবার-বুধবারের মধ্যে শেষ হবে বলে আইন উপদেষ্টা জানিয়েছেন।

ছাত্র-জনতার গণআন্দোলনে সরকার পতনের এক মাসের মাথায় গত ৫ সেপ্টেম্বর বিদায় নেয় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ওই কমিশনের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন হয়েছিল।

আইন অনুযায়ী, সার্চ কমিটির তিনজন সদস্যের উপস্থিতিতে সভার কোরাম হবে। কমিটির সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবে। ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী সদস্যের দ্বিতীয় বা নির্ণায়ক ভোট দেওয়ার ক্ষমতা রয়েছে। অনুসন্ধান কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিতে ইসি গঠনে রাষ্ট্রপতিকে সুপারিশ দিতে হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত