Ajker Patrika

হজের খরচ কমতে পারে অর্ধলক্ষ, প্যাকেজ ঘোষণা বুধবার

  • হজ প্যাকেজ ঘোষণা কাল বুধবার, থাকছে না বিশেষ প্যাকেজ।
  • রিয়ালের দাম বেড়ে যাওয়ায় খরচ আর কমানো যাচ্ছে না।
  • গত বছর রিয়াল ছিল ২৯.৭৪ টাকা, এবার ৩২ টাকা।
বিশেষ প্রতিনিধি, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিন্ডিকেট ভেঙে দিয়ে হজযাত্রার খরচ কমানোর ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। কিন্তু টাকার বিপরীতে সৌদি রিয়ালের দর বেড়ে যাওয়ায় হজের খরচ খুব একটা কমছে না। সব মিলিয়ে ৫০ হাজার টাকার মতো হজের খরচ কমতে পারে বলে ধারণা করছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

হজ ব্যবস্থাপনাসংক্রান্ত নির্বাহী কমিটির সভা আছে আগামীকাল বুধবার। সচিবালয়ে এই সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এই সভা থেকেই আগামী বছরের হজ প্যাকেজ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অধিশাখার যুগ্ম সচিব মো. মঞ্জুরুল হক গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, সরকার হজ প্যাকেজের খরচ কমানোর সর্বোচ্চ চেষ্টা করছে। তবে খরচ কত কমবে, তা আগামীকালের নির্বাহী কমিটির সভায় আগে বলা যাচ্ছে না।

মন্ত্রণালয় সূত্র জানায়, বিমানভাড়া কমিয়ে এবং হজযাত্রীদের সব ধরনের ভ্যাট-ট্যাক্স মওকুফ করে এবার হজের খরচ কমানোর পরিকল্পনা করা হয়েছে। কোনো বিশেষ প্যাকেজ না দিয়ে হজের সাধারণ দুটি প্যাকেজ ঘোষণা করা হবে।

২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজ খরচ হয়েছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। আর বেসরকারিভাবে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং বিশেষ প্যাকেজের খরচ ছিল ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সরকার পরিবর্তনের পর মানুষ যে প্রত্যাশা করেছিল, হজ প্যাকেজে সবার প্রত্যাশা সেভাবে পূরণ হবে না। সরকার হজের খরচ কমানোর চেষ্টা করছে। কিন্তু টাকার মান কমে গিয়ে সৌদি রিয়ালের মান বেড়ে যাওয়ায় হজের খরচ খুব বেশি কমানো যাচ্ছে না।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৪ সালের হজের প্যাকেজ নির্ধারণের সময় ২৯.৭৪ টাকা সৌদি রিয়াল ধরে প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। এবার তা ৩২ টাকার বেশি ধরে হিসাব করতে হচ্ছে। সৌদি সরকারের নির্ধারিত ফি রিয়ালে হিসাব করে দিতে হবে বলে এবার হজযাত্রীদের সৌদি অংশের খরচ বাড়বে। এই খরচ না বাড়লে হজের খরচ পাঁচ লাখের মধ্যেই নির্ধারণ করা যেত।

২০২৪ সালে হজে যাওয়ার বিমানভাড়া ছিল ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। এবার তা ১ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে ধর্ম মন্ত্রণালয় বিমানভাড়া আরেকটু কমানোর চেষ্টা করছে।

একজন কর্মকর্তা বলেন, বিমানভাড়া গতবারের থেকে ২৫ থেকে ৩০ হাজার হাজার টাকা কমাতে চায় ধর্ম মন্ত্রণালয়। কিছু কিছু ক্ষেত্রে হজযাত্রীদের টাকা থেকে ট্যাক্স-ভ্যাট কাটা হয়। বিমানবন্দর ব্যবহার করার কারণেও হজযাত্রীদের কাছ থেকে ফি নেওয়া হয়। এসব মওকুফ করলে ১০ থেকে ১২ হাজার টাকা কম দিতে হবে হজযাত্রীদের। সঙ্গে বিমানভাড়ার খরচ কমবে। সব মিলিয়ে হজের খরচ গতবারের থেকে ৫০ হাজার টাকা কমানোর চেষ্টা করছে মন্ত্রণালয়।

একজন কর্মকর্তা বলেন, এ বছর দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হতে পারে। এর মধ্যে একটি প্যাকেজ মসজিদুল হারামের আশপাশের দেড় কিলোমিটারের মধ্যে বাড়িসহ একটি। অন্যটি হবে আজিজিয়া প্যাকেজ। এবার বিশেষ কোনো প্যাকেজ থাকবে না।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সরকারিভাবে ১ হাজার ৯৮৮ জন এবং বেসরকারিভাবে ৬৩ হাজার ৮৩৩ জন প্রাক্-নিবন্ধন করেছেন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

হজ প্যাকেজ ঘোষণার পর নিবন্ধনের সংখ্যা বাড়বে বলে মনে করছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অধিশাখার যুগ্ম সচিব মো. মঞ্জুরুল হক। তিনি বলেন, ‘হজ প্যাকেজ ঘোষণার পর নিবন্ধনের গতি আরও বাড়বে বলে ধারণা করছি। আশা করছি, গতবারের থেকে হজের কোটা কম ফাঁকা থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত