নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি মাসের মধ্যেই কিছু আইপি টিভির অনুমোদন দেবে সরকার। তবে নীতিমালা অনুযায়ী আইপি টিভিগুলো সংবাদ প্রচার করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
সচিবালয়ে সোমবার সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশে অসংখ্য আইপি টিভি আছে যেগুলোর অনুমোদন নেই। আবেদন আহ্বান করা হয়েছে, ৬০০ এর মতো আবেদন পড়েছে। আমরা খুব সহসা এ মাসের মধ্যেই অনুমোদন দেব। যেহেতু আমরা অনুমোদন দেওয়া শুরু করিনি তাই কোনোটারই অনুমোদন নেই।
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভির অনুমোদন ছিল না জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, কিছু আইপি টিভির বিরুদ্ধে অভিযোগ আছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা সময়-সময় ব্যবস্থা গ্রহণ করি। কিছু কিছু আইপি টিভি ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়। নানা ধরনের বিভ্রান্তি ছড়ায়, নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে, সংবাদ পরিবেশন করে। এ ধরনের কোনো অভিযোগ আমাদের নজরে এলে আমরা ব্যবস্থা গ্রহণ করি। ইতিমধ্যে অনেকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার (হেলেনা জাহাঙ্গীর) ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা খুব সহসা আইপি টিভির অনুমোদন দেব। অনুমোদন দিলেও কোনো আইপি টিভি সম্প্রচার নীতিমালা অনুযায়ী সংবাদ পরিবেশন করতে পারবে না। আমাদের মূলধারার টিভিগুলোও শুরুতে সংবাদ পরিবেশনের অনুমোদন পায় না। প্রথমে ছয় মাস, এক বছর চালানোর পর আবার তাদের সংবাদ পরিবেশনের জন্য আবেদন করতে হয়, তখন তারা অনুমোদন পায়।’
‘দেশে বহু আইপিটিভি চালু আছে এবং বহু আসবে বা হবে। যে যার মতো করে সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি ছড়াবে এটি কাম্য নয়। নীতিমালা পাস হয়েছে, আইপি টিভির রেজিস্ট্রেশন ও অনুমোদন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেবে। তবে তারা সংবাদ পরিবেশন করতে পারবে না।’
জাফরুল্লাহ-ফখরুল জনগণকে বিভ্রান্ত করছেন
জাফরুল্লাহ চৌধুরী ও মির্জা ফখরুল ইসলাম আলমগী বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, জাফরুল্লাহ সাহেবতো ডাক্তার মানুষ। ডাক্তার হিসেবে উনার দেশের করোনা পরিস্থিতি অজানা থাকার কথা নয়।
‘যেসব দেশে ৮০ ভাগ মানুষকে টিকা দিয়েছে সেসব দেশেও করোনা বাড়ছে। যেসব দেশ মুক্ত করে দেওয়া হয়েছিল সেসব দেশে আবার স্বাস্থ্যবিধি আরোপ করা হয়েছে। এগুলোতো জাফরুল্লাহ সাহেব জানেন। আসলে তিনি মাঝেমধ্যেই জনগণকে বিভ্রান্ত করার জন্য কথা বলেন। জাফরুল্লাহ সাহেবের বক্তব্য বিভ্রান্তিমূলক বক্তব্য ছাড়া আর কিছু নয়।’
মাসে এক কোটি টিকা দিতে সরকারের ঘোষণাকে প্রতারণা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এ নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, সরকার রোডম্যাপ করেই এ ঘোষণা দিয়েছে। সরকারতো দুই-তিন মাস আগে এই ঘোষণা দেয়নি। উনারাতো বরাবারই টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন। একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে বিভ্রান্তি ছড়ানো কখনো সমীচীন নয়।
বিধিনিষেধের মধ্যেও রপ্তানিমুখী কারখানাগুলো দেশের স্বার্থে খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাছান মাহমুদ। তিনি বলেন, গার্মেন্টস মালিকেরা বলেছিলেন ঢাকার আশেপাশে থাকা শ্রমিকদের নিয়ে আপাতত শুরু করবেন, কিন্তু এ ক্ষেত্রে কোনো কোনো গার্মেন্টস মালিক সেটার ব্যত্যয় ঘটিয়েছেন। আমি মনে করি এ ক্ষেত্রে গার্মেন্টস মালিকদের আরেকটু সচেতন হওয়ার দরকার ছিল। সবাইকে আমি দোষ দেব না, কিন্তু যারা শ্রমিকদের কাছে বার্তা পাঠিয়েছেন কাজে যোগদান করতেই হবে সেই বার্তা পাঠানোর ক্ষেত্রে একটু ভুল ছিল।
চলতি মাসের মধ্যেই কিছু আইপি টিভির অনুমোদন দেবে সরকার। তবে নীতিমালা অনুযায়ী আইপি টিভিগুলো সংবাদ প্রচার করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
সচিবালয়ে সোমবার সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশে অসংখ্য আইপি টিভি আছে যেগুলোর অনুমোদন নেই। আবেদন আহ্বান করা হয়েছে, ৬০০ এর মতো আবেদন পড়েছে। আমরা খুব সহসা এ মাসের মধ্যেই অনুমোদন দেব। যেহেতু আমরা অনুমোদন দেওয়া শুরু করিনি তাই কোনোটারই অনুমোদন নেই।
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভির অনুমোদন ছিল না জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, কিছু আইপি টিভির বিরুদ্ধে অভিযোগ আছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা সময়-সময় ব্যবস্থা গ্রহণ করি। কিছু কিছু আইপি টিভি ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়। নানা ধরনের বিভ্রান্তি ছড়ায়, নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে, সংবাদ পরিবেশন করে। এ ধরনের কোনো অভিযোগ আমাদের নজরে এলে আমরা ব্যবস্থা গ্রহণ করি। ইতিমধ্যে অনেকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার (হেলেনা জাহাঙ্গীর) ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা খুব সহসা আইপি টিভির অনুমোদন দেব। অনুমোদন দিলেও কোনো আইপি টিভি সম্প্রচার নীতিমালা অনুযায়ী সংবাদ পরিবেশন করতে পারবে না। আমাদের মূলধারার টিভিগুলোও শুরুতে সংবাদ পরিবেশনের অনুমোদন পায় না। প্রথমে ছয় মাস, এক বছর চালানোর পর আবার তাদের সংবাদ পরিবেশনের জন্য আবেদন করতে হয়, তখন তারা অনুমোদন পায়।’
‘দেশে বহু আইপিটিভি চালু আছে এবং বহু আসবে বা হবে। যে যার মতো করে সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি ছড়াবে এটি কাম্য নয়। নীতিমালা পাস হয়েছে, আইপি টিভির রেজিস্ট্রেশন ও অনুমোদন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেবে। তবে তারা সংবাদ পরিবেশন করতে পারবে না।’
জাফরুল্লাহ-ফখরুল জনগণকে বিভ্রান্ত করছেন
জাফরুল্লাহ চৌধুরী ও মির্জা ফখরুল ইসলাম আলমগী বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, জাফরুল্লাহ সাহেবতো ডাক্তার মানুষ। ডাক্তার হিসেবে উনার দেশের করোনা পরিস্থিতি অজানা থাকার কথা নয়।
‘যেসব দেশে ৮০ ভাগ মানুষকে টিকা দিয়েছে সেসব দেশেও করোনা বাড়ছে। যেসব দেশ মুক্ত করে দেওয়া হয়েছিল সেসব দেশে আবার স্বাস্থ্যবিধি আরোপ করা হয়েছে। এগুলোতো জাফরুল্লাহ সাহেব জানেন। আসলে তিনি মাঝেমধ্যেই জনগণকে বিভ্রান্ত করার জন্য কথা বলেন। জাফরুল্লাহ সাহেবের বক্তব্য বিভ্রান্তিমূলক বক্তব্য ছাড়া আর কিছু নয়।’
মাসে এক কোটি টিকা দিতে সরকারের ঘোষণাকে প্রতারণা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এ নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, সরকার রোডম্যাপ করেই এ ঘোষণা দিয়েছে। সরকারতো দুই-তিন মাস আগে এই ঘোষণা দেয়নি। উনারাতো বরাবারই টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন। একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে বিভ্রান্তি ছড়ানো কখনো সমীচীন নয়।
বিধিনিষেধের মধ্যেও রপ্তানিমুখী কারখানাগুলো দেশের স্বার্থে খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাছান মাহমুদ। তিনি বলেন, গার্মেন্টস মালিকেরা বলেছিলেন ঢাকার আশেপাশে থাকা শ্রমিকদের নিয়ে আপাতত শুরু করবেন, কিন্তু এ ক্ষেত্রে কোনো কোনো গার্মেন্টস মালিক সেটার ব্যত্যয় ঘটিয়েছেন। আমি মনে করি এ ক্ষেত্রে গার্মেন্টস মালিকদের আরেকটু সচেতন হওয়ার দরকার ছিল। সবাইকে আমি দোষ দেব না, কিন্তু যারা শ্রমিকদের কাছে বার্তা পাঠিয়েছেন কাজে যোগদান করতেই হবে সেই বার্তা পাঠানোর ক্ষেত্রে একটু ভুল ছিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়
৭ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে সরকার পতনের পর দায়িত্ব নিয়ে তড়িঘড়ি করে বেশির ভাগ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। নতুন ডিসিদের মধ্যে অনেকের বিরুদ্ধে এখন নানা রকম অভিযোগ আসছে। এই অবস্থায় নতুন কর্মকর্তাদের মধ্য থেকে ডিসি নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগেসংবিধান সংস্কারে গঠিত কমিশন চলতি নভেম্বর মাসের মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ করবে বলে জানিয়েছেন কমিশনটির প্রধান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘যদি কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশের খসড়া প্রকাশ করা সম্ভব হবে। সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে দে
৮ ঘণ্টা আগেজাপান বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি জানান, জাপান অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করতে প্রস্তুত এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছে।
৯ ঘণ্টা আগে