ফিরে দেখা ২০২৪
শহীদুল ইসলাম, ঢাকা
২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসনের যেসব কর্মকর্তা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে সহায়তা করেছিল, দায়িত্ব নিয়েই তাঁদের সরিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গত সরকারের সময় বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি ও অবসরে যাওয়া কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দেওয়ার পথ তৈরি করে দিলেও স্বস্তিতে ছিল না সরকার। জনপ্রশাসন সংস্কার কমিশনের মন্তব্যকে কেন্দ্র করে আন্তক্যাডার দ্বন্দ্ব আরও দানা বেঁধেছে।
বিপুল সংখ্যক কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নিয়েও জনপ্রশাসনে শৃঙ্খলা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার। গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা প্রাণ দিলেও সরকার বদলের সঙ্গে সঙ্গে সুবিধা আদায় করে নেন আমলারা। এক্ষেত্রে নিজেদের বঞ্চিত হিসেবে সামনে রাখেন তারা। এই প্রশাসনে যেসব কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে আছেন, তারাও নিজেদের বঞ্চিতদের সারিতে রেখে সুবিধার ভাগীদার হয়েছেন। বছরের শুরুতে আওয়ামী লীগ সরকারের সময়েও সব থেকে বেশি সুবিধা পেয়েছেন এই আমলারা।
নতুন সরকার গঠনের পর তড়িঘড়ি প্রশাসন সাজাতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার। ত্রুটি-বিচ্যুতির কারণে অনেকগুলো প্রজ্ঞাপন বাতিল করা হয়। অনিয়ম-দুর্নীতিতে অভিযুক্তরাও বঞ্চিত শ্রেণিতে সুবিধা আদায় করে নেন। নানা ক্ষেত্রে সরকারের সমন্বয়হীনতা অনেকের চোখে পড়ে। সরকার গঠনের পর সব ডিসিকে প্রত্যাহার করা হয়। নতুন ডিসি পদায়ন নিয়ে সচিবালয়ে কর্মকর্তারা নজিরবিহীন হট্টগোল করেন, এ জন্য সাজাও পান কয়েকজন।
গত সরকারের সময় পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাওয়া কর্মকর্তারা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেন। এসব আবেদন পর্যালোচনা করে সুপারিশ দিতে পরে সরকার কমিটি গঠন করে। ওই কমিটি ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতিসহ আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করেছে। এখন ভূতাপেক্ষ পদোন্নতির প্রজ্ঞাপনের দাবিতে বঞ্চিতরা মাঝেমধ্যেই সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।
গত সরকারের সময় সচিব পদে পদোন্নতি পাওয়া বেশিরভাগ কর্মকর্তাকে ওএসডি করা হয়; বাতিল করা হয় সব চুক্তিভিত্তিক নিয়োগ। অনেককে পাঠানো হয় বাধ্যতামূলক অবসরে। অন্যদিকে অনেক আগে অবসরে যাওয়া কর্মকর্তাদের চুক্তিতে নিয়োগ দেওয়ায় নিয়মিত কর্মকর্তারা ক্ষুব্ধ।
উপসচিব পুলের কোটা এবং পদোন্নতির প্রক্রিয়া নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের খসড়া প্রস্তাব ঘিরে উত্তাল হয়ে ওঠে পুরো প্রশাসন। প্রশাসন ক্যাডারের বিপরীতমুখী অবস্থানে গিয়ে ২৫ ক্যাডারের কর্মকর্তারা সারা দেশে কলমবিরতি ও মানববন্ধন করেন। আর প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে নজিরবিহীন অবস্থান কর্মসূচি এবং ঢাকায় সভা করে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সচিবকে হুঁশিয়ারি দেন। ফলে আন্তক্যাডার দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করে। নতুন সরকার গঠনের পর দাবি আদায়ে আনসার সদস্য এবং শিক্ষার্থীরাও সচিবালয় ঘেরাও করে। ২৫ ক্যাডারের উপসচিবেরা পদোন্নতির দাবিতে কয়েক দিন অবস্থান কর্মসূচি পালন করেন; নন-ক্যাডার কর্মকর্তারা পদোন্নতির দাবি জানান।
বিধি বহির্ভূতভাবে যারা আন্দোলন করেছেন, তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সরকারের একজন উপদেষ্টা। ফলে এই সরকারের আস্থাভাজন হিসেবে যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তাদেরও অনেকেই এখন স্বস্তিতে থাকতে পারছেন না।
জনপ্রশাসনে অস্থিরতার মধ্যেও অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিতে প্রবেশে বয়স দুই বছর বাড়িয়ে ৩২ বছর করেছে। বিসিএসসহ সব ধরনের সরকারি চাকরির পরীক্ষা ফি সর্বোচ্চ ২০০ টাকা করা হয়েছে। বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বছরের শেষ দিকে ভয়াবহ আগুনে পুড়েছে সচিবালয়ের একটি ভবনের চারটি ফ্লোর। নতুন বছরে জনপ্রশাসনে শৃঙ্খলা কতটুকু ফেরে সেই দিকেই চোখ রাখবেন অনেকে।
২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসনের যেসব কর্মকর্তা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে সহায়তা করেছিল, দায়িত্ব নিয়েই তাঁদের সরিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গত সরকারের সময় বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি ও অবসরে যাওয়া কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দেওয়ার পথ তৈরি করে দিলেও স্বস্তিতে ছিল না সরকার। জনপ্রশাসন সংস্কার কমিশনের মন্তব্যকে কেন্দ্র করে আন্তক্যাডার দ্বন্দ্ব আরও দানা বেঁধেছে।
বিপুল সংখ্যক কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নিয়েও জনপ্রশাসনে শৃঙ্খলা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার। গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা প্রাণ দিলেও সরকার বদলের সঙ্গে সঙ্গে সুবিধা আদায় করে নেন আমলারা। এক্ষেত্রে নিজেদের বঞ্চিত হিসেবে সামনে রাখেন তারা। এই প্রশাসনে যেসব কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে আছেন, তারাও নিজেদের বঞ্চিতদের সারিতে রেখে সুবিধার ভাগীদার হয়েছেন। বছরের শুরুতে আওয়ামী লীগ সরকারের সময়েও সব থেকে বেশি সুবিধা পেয়েছেন এই আমলারা।
নতুন সরকার গঠনের পর তড়িঘড়ি প্রশাসন সাজাতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার। ত্রুটি-বিচ্যুতির কারণে অনেকগুলো প্রজ্ঞাপন বাতিল করা হয়। অনিয়ম-দুর্নীতিতে অভিযুক্তরাও বঞ্চিত শ্রেণিতে সুবিধা আদায় করে নেন। নানা ক্ষেত্রে সরকারের সমন্বয়হীনতা অনেকের চোখে পড়ে। সরকার গঠনের পর সব ডিসিকে প্রত্যাহার করা হয়। নতুন ডিসি পদায়ন নিয়ে সচিবালয়ে কর্মকর্তারা নজিরবিহীন হট্টগোল করেন, এ জন্য সাজাও পান কয়েকজন।
গত সরকারের সময় পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাওয়া কর্মকর্তারা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেন। এসব আবেদন পর্যালোচনা করে সুপারিশ দিতে পরে সরকার কমিটি গঠন করে। ওই কমিটি ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতিসহ আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করেছে। এখন ভূতাপেক্ষ পদোন্নতির প্রজ্ঞাপনের দাবিতে বঞ্চিতরা মাঝেমধ্যেই সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।
গত সরকারের সময় সচিব পদে পদোন্নতি পাওয়া বেশিরভাগ কর্মকর্তাকে ওএসডি করা হয়; বাতিল করা হয় সব চুক্তিভিত্তিক নিয়োগ। অনেককে পাঠানো হয় বাধ্যতামূলক অবসরে। অন্যদিকে অনেক আগে অবসরে যাওয়া কর্মকর্তাদের চুক্তিতে নিয়োগ দেওয়ায় নিয়মিত কর্মকর্তারা ক্ষুব্ধ।
উপসচিব পুলের কোটা এবং পদোন্নতির প্রক্রিয়া নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের খসড়া প্রস্তাব ঘিরে উত্তাল হয়ে ওঠে পুরো প্রশাসন। প্রশাসন ক্যাডারের বিপরীতমুখী অবস্থানে গিয়ে ২৫ ক্যাডারের কর্মকর্তারা সারা দেশে কলমবিরতি ও মানববন্ধন করেন। আর প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে নজিরবিহীন অবস্থান কর্মসূচি এবং ঢাকায় সভা করে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সচিবকে হুঁশিয়ারি দেন। ফলে আন্তক্যাডার দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করে। নতুন সরকার গঠনের পর দাবি আদায়ে আনসার সদস্য এবং শিক্ষার্থীরাও সচিবালয় ঘেরাও করে। ২৫ ক্যাডারের উপসচিবেরা পদোন্নতির দাবিতে কয়েক দিন অবস্থান কর্মসূচি পালন করেন; নন-ক্যাডার কর্মকর্তারা পদোন্নতির দাবি জানান।
বিধি বহির্ভূতভাবে যারা আন্দোলন করেছেন, তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সরকারের একজন উপদেষ্টা। ফলে এই সরকারের আস্থাভাজন হিসেবে যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তাদেরও অনেকেই এখন স্বস্তিতে থাকতে পারছেন না।
জনপ্রশাসনে অস্থিরতার মধ্যেও অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিতে প্রবেশে বয়স দুই বছর বাড়িয়ে ৩২ বছর করেছে। বিসিএসসহ সব ধরনের সরকারি চাকরির পরীক্ষা ফি সর্বোচ্চ ২০০ টাকা করা হয়েছে। বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বছরের শেষ দিকে ভয়াবহ আগুনে পুড়েছে সচিবালয়ের একটি ভবনের চারটি ফ্লোর। নতুন বছরে জনপ্রশাসনে শৃঙ্খলা কতটুকু ফেরে সেই দিকেই চোখ রাখবেন অনেকে।
আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তিনটি জানাজা হওয়ার কথা শুনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন। এমন দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। আজ শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত ‘হাটে হাঁড়ি ভাঙা’ শীর্ষক প্রথম পর্বের পোস্
১০ ঘণ্টা আগেচলমান শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে সারা দেশে রেলপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।
১৪ ঘণ্টা আগেএকে অপরের হেফাজতে থাকা জেলেদের পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়ায় হস্তান্তর করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। গতকাল বৃহস্পতিবার দুই দেশের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এমন পদক্ষেপ নেওয়া হলো।
১৪ ঘণ্টা আগেগত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ ২০১২ সালের পর এটিই প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর। বিশ্লেষকদের মতে, ইসহাক দারের এই সফর বহুদিন পরে দুই দেশের
১৫ ঘণ্টা আগে