Ajker Patrika

আসকের নতুন নির্বাহী পরিচালক নূর খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসকের নতুন নির্বাহী পরিচালক নূর খান

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নতুন নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী মো. নূর খান। 

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নূর খান এর আগে আসকের পরিচালক এবং ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ আগস্ট অনুষ্ঠিত আসকের সাধারণ সভায় নতুন নির্বাহী পরিষদ গঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জেড আই খান পান্না চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া, সাধারণ সম্পাদক হিসেবে আছেন ফাতেমা রশীদ হাসান এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন রোকসানা খন্দকার। অন্য নির্বাহী পরিষদ সদস্যরা হলেন—অ্যাডভোকেট ফয়েজ আহমেদ, অ্যাডভোকেট রওশন জাহান পারভীন, সানজিদা ইসলাম, মাবরুক আহমেদ এবং ব্যারিস্টার হেলাল উদ্দিন চৌধুরী। 

নতুন দায়িত্বের বিষয়ে আজকের পত্রিকাকে নূর খান বলেন, ‘আমৃত্যু মানবাধিকার নিয়ে কাজ করতে চাই। আসকের শীর্ষ পদে যোগ দেওয়ায় সেই চাপ আরও বেড়ে গেল।’ 

সবশেষ সংস্থাটির নির্বাহী পরিচালক ছিলেন গোলাম মনোয়ার কামাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত