পুলিশের ১৬ কর্মকর্তাকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১১: ০৯
Thumbnail image

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওএসডি) ৬৪ জনকে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে ওএসডি হয়েছেন একজন ডিআইজি, ৫ জন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। তাদের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়। এ ছাড়া পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এক প্রজ্ঞাপনে একজন ডিআইজি, ৫ জন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়।

এসব কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকা ইসলাম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এস এম এমরান হোসেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল মান্নান মিয়া, মাসুদ আহাম্মদ, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসান, মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদ, মিশুক চাকমা, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, এস এম মুরাদ আলি, মো. জাহিদুল হক তালুকদার, সুমন দেব, সিএমপির উপ-পুলিশ কমিশনার মোসা. সাদিরা খাতুন, বিএমপির উপ-পুলিশ কমিশনার এস. এম তানভীর আরাফাত, এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন।

অপর এক প্রজ্ঞাপনে, একজন ডিআইজি, ৮ জন অতিরিক্ত ডিআইজি ও ৩৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত