Ajker Patrika

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা শনাক্ত হয়েছেন ২৩৫ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭১ জন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯০৬ জনের। মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৬৬১ জন। 

গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট, র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৩৪টি সক্রিয় ল্যাবে ১৭ হাজার ৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন একজন ও চট্টগ্রামে একজন। 

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত