২৪১ কোটি টাকা পাচার: টেলেক্সের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১৯: ১৮
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৯: ৩৯

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিবন্ধিত প্রতিষ্ঠান টেলেক্স লিমিটেডের চেয়ারম্যান আবদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মজিবুর রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ রোববার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে মামলাটি করেন। 

টেলিসেবার মাধ্যমে প্রায় ২৪১ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে দুদকের সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য জানিয়েছেন। 

সচিব বলেন, মামলার আসামিরা দায়িত্ব পালনকালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর (ক) (২) ধারা লঙ্ঘন করে ২৪০ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৫৯৯ টাকা পাচার করেছেন। 

মাহবুব হোসেন বলেন, ‘আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রপ্তানির মূল্য বাবদ ব্যাংকিং চ্যানেলে ফরেন কারেন্সি/এফসি অ্যাকাউন্টের মাধ্যমে ওই টাকা বাংলাদেশে আনার বাধ্যবাধকতা থাকলেও তারা তা করেননি।’ 

মামলার এজাহারে বলা হয়, দুদক অনুসন্ধানকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে প্রাপ্ত রেকর্ডপত্র বা তথ্যাদি পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় টেলেক্স লিমিটেড আন্তর্জাতিক কিংবা বৈদেশিক ইনকামিং কলসেবা রপ্তানির জন্য বিটিআরসি থেকে আইজিডব্লিউ লাইসেন্সপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। 

এতে আরও বলা হয়, অনুসন্ধানকালে আইজিডব্লিউ অপারেটর টেলেক্স লিমিটেড কর্তৃক আন্তর্জাতিক কিংবা বৈদেশিক ইনকামিং কল আনয়ন-সংক্রান্তে এ পর্যন্ত প্রাপ্ত রেকর্ড বা তথ্যাদি পর্যালোচনায় দেখা গেছে ১৩ মাসে (আগস্ট ২০১২ থেকে আগস্ট ২০১৩ পর্যন্ত) ১০২ কোটি ১০ লাখ ৪৬ হাজার ৮৯৭টি কলসেবা রপ্তানি করে। রপ্তানিকৃত এ সেবার মূল্য বাবদ প্রতি কল মিনিট ০.০৩০ মার্কিন ডলার হিসাবে মোট মূল্য ৩ কোটি ৬ লাখ ৩১ হাজার ৪০৭ মার্কিন ডলার। 

এই আন্তর্জাতিক ইনকামিং কলের মূল্য বাবদ ওই পরিমাণ মার্কিন ডলার আইন মোতাবেক ফরেন রেমিট্যান্স হিসেবে বাংলাদেশে প্রত্যাবসিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এর পরিবর্তে ১ লাখ ৬৪ হাজার ৯১৪ মার্কিন ডলার প্রত্যাবসিত হয়েছে। বাকি ৩ কোটি ৪ লাখ ৬৬ হাজার ৪৯৩ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২৪০ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৫৯৯ টাকা আসেনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত