নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংসদে বিল ওঠার দেড় ঘণ্টার মধ্যে মাত্র আধা ঘণ্টার বৈঠক করে তিনটি বিল পাসের জন্য সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় পরে সংসদের বৈঠক বসলে শিক্ষামন্ত্রী দীপু মনি দেশে তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল তোলেন।
শিক্ষামন্ত্রীর উপস্থাপিত বিল তিনটি হচ্ছে—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ, বিল, ২০২৩; লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩ এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩। পরে বিলটির বিষয়ে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তিন দিনের সময় দিয়ে সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিল তোলার দেড় ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, আধ ঘণ্টার মতো বৈঠক চলে। বৈঠকে তিনটি বিলের বিষয়ে জাতীয় সংসদে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টায় সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বিলটি ওঠার পরপরই ওই বৈঠকের সময় দুই ঘণ্টা এগিয়ে এনে সন্ধ্যা ৬টায় পুনর্নির্ধারণ করা হয়। সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে বৈঠকের সময় এগিয়ে আনার বিষয়টি জানানো হয় বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
বৈঠকে উপস্থিত থাকা এক সদস্য বলেন, বৈঠকে তেমন কোনো আলোচনাই হয়নি। সর্বোচ্চ আধা ঘণ্টার মতো বৈঠকে দু–তিনটি সংশোধনী দিয়েই বিলগুলো পাসের সুপারিশ করা হয়।
বৈঠকের পরে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ, বিল, ২০২৩ ’, ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩’ এবং ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩’ প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পরিবর্ধন করে জাতীয় সংসদে চূড়ান্ত রিপোর্ট প্রদানের সুপারিশ করেছে।
কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন—কমিটির সদস্য শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ফজলে হোসেন বাদশা, আবদুস সোবহান মিয়া এবং এমএ মতিন।
সংসদে বিল ওঠার দেড় ঘণ্টার মধ্যে মাত্র আধা ঘণ্টার বৈঠক করে তিনটি বিল পাসের জন্য সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় পরে সংসদের বৈঠক বসলে শিক্ষামন্ত্রী দীপু মনি দেশে তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল তোলেন।
শিক্ষামন্ত্রীর উপস্থাপিত বিল তিনটি হচ্ছে—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ, বিল, ২০২৩; লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩ এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩। পরে বিলটির বিষয়ে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তিন দিনের সময় দিয়ে সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিল তোলার দেড় ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, আধ ঘণ্টার মতো বৈঠক চলে। বৈঠকে তিনটি বিলের বিষয়ে জাতীয় সংসদে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টায় সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বিলটি ওঠার পরপরই ওই বৈঠকের সময় দুই ঘণ্টা এগিয়ে এনে সন্ধ্যা ৬টায় পুনর্নির্ধারণ করা হয়। সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে বৈঠকের সময় এগিয়ে আনার বিষয়টি জানানো হয় বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
বৈঠকে উপস্থিত থাকা এক সদস্য বলেন, বৈঠকে তেমন কোনো আলোচনাই হয়নি। সর্বোচ্চ আধা ঘণ্টার মতো বৈঠকে দু–তিনটি সংশোধনী দিয়েই বিলগুলো পাসের সুপারিশ করা হয়।
বৈঠকের পরে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ, বিল, ২০২৩ ’, ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩’ এবং ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩’ প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পরিবর্ধন করে জাতীয় সংসদে চূড়ান্ত রিপোর্ট প্রদানের সুপারিশ করেছে।
কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন—কমিটির সদস্য শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ফজলে হোসেন বাদশা, আবদুস সোবহান মিয়া এবং এমএ মতিন।
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ভ্রমণের ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে সরকার। স্ক্যাম চক্রের প্রতারণা এড়াতে নিয়োগ যাচাই এবং সাইবার নিরাপত্তা মেনে চলার পরামর্শ।
২ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৮ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
৯ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
৯ ঘণ্টা আগে