কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আগামীকাল বুধবার রোমানিয়া থেকে ঢাকা পৌঁছাবে এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের বেঁচে যাওয়া ২৮ বাংলাদেশি নাবিক। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার পর তাঁরা রোমানিয়া থেকে রওনা হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক শিকদার বদিরুজ্জামান।
শিকদার বদিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আজ (মঙ্গলবার) রাতেই তারা রওনা হবেন।’
সূত্র জানায়, টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭২২ ফ্লাইটে মঙ্গলবার রাত ৯টা ৪৫শে রওনা হবেন নাবিকেরা। এরপর আগামীকাল বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে তাদের ঢাকা অবতরণের কথা রয়েছে।
তবে মিসাইল হামলার শিকার এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের বাংলাদেশি নাবিক ও জাহাজের তৃতীয় প্রকৌশলী নিহত হাদিসুর রহমানের লাশ দেশে ফেরানো এখনই সম্ভব হচ্ছে না। হাদিসুর রহমানের লাশ ইউক্রেনে সংরক্ষিত রয়েছে।
হাদিসুরের লাশের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘মিসাইল হামলায় হাদিসুর রহমানের মৃতদেহ খণ্ড বিখন্ড হয়েছে। তাঁর মৃতদেহের অংশ বিশেষ একত্র করে তা সংরক্ষণ করা হয়েছে। এ লাশটি দেশে ফেরানো প্রায় অসম্ভব। একে তো ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে ফ্রিজিং গাড়ি পাওয়া এখন অসম্ভব। আর একবার যেহেতু তাঁর মৃতদেহ সেখানে রেখে আসা হয়েছে। ফলে সেটি ফেরত আনার সম্ভাবনা খুবই কম।’
এর আগে ইউক্রেনে মিসাইল হামলার কারণে বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার সমৃদ্ধিকে পরিত্যক্ত করা হয়েছে। চিঠিতে বাংলার সমৃদ্ধিতে হামলার ঘটনায় রাশিয়াকে দোষারোপ করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব।
হামলায় জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইউক্রেন বন্দর থেকে জাহাজটি বের করা সম্ভব হচ্ছে না। কারণ ইউক্রেনের যে বন্দরটিতে জাহাজটি রয়েছে, তার আশপাশে মাইন পুতে রাখা রয়েছে। ফলে জাহাজটিকে পরিত্যক্ত করতে হয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশ এ জাহাজের ক্ষতিপূরণ পাবে। কোথাও যুদ্ধ শুরু হলে নাবিকদের যদি জাহাজ ছেড়ে দিতে হয়, তবে তা পরিত্যক্ত ঘোষণা করতে হয়। এ জাহাজটি যেহেতু পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়েছে, ফলে এর বিমার অর্থ পাওয়া যাবে।
আগামীকাল বুধবার রোমানিয়া থেকে ঢাকা পৌঁছাবে এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের বেঁচে যাওয়া ২৮ বাংলাদেশি নাবিক। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার পর তাঁরা রোমানিয়া থেকে রওনা হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক শিকদার বদিরুজ্জামান।
শিকদার বদিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আজ (মঙ্গলবার) রাতেই তারা রওনা হবেন।’
সূত্র জানায়, টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭২২ ফ্লাইটে মঙ্গলবার রাত ৯টা ৪৫শে রওনা হবেন নাবিকেরা। এরপর আগামীকাল বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে তাদের ঢাকা অবতরণের কথা রয়েছে।
তবে মিসাইল হামলার শিকার এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের বাংলাদেশি নাবিক ও জাহাজের তৃতীয় প্রকৌশলী নিহত হাদিসুর রহমানের লাশ দেশে ফেরানো এখনই সম্ভব হচ্ছে না। হাদিসুর রহমানের লাশ ইউক্রেনে সংরক্ষিত রয়েছে।
হাদিসুরের লাশের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘মিসাইল হামলায় হাদিসুর রহমানের মৃতদেহ খণ্ড বিখন্ড হয়েছে। তাঁর মৃতদেহের অংশ বিশেষ একত্র করে তা সংরক্ষণ করা হয়েছে। এ লাশটি দেশে ফেরানো প্রায় অসম্ভব। একে তো ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে ফ্রিজিং গাড়ি পাওয়া এখন অসম্ভব। আর একবার যেহেতু তাঁর মৃতদেহ সেখানে রেখে আসা হয়েছে। ফলে সেটি ফেরত আনার সম্ভাবনা খুবই কম।’
এর আগে ইউক্রেনে মিসাইল হামলার কারণে বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার সমৃদ্ধিকে পরিত্যক্ত করা হয়েছে। চিঠিতে বাংলার সমৃদ্ধিতে হামলার ঘটনায় রাশিয়াকে দোষারোপ করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব।
হামলায় জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইউক্রেন বন্দর থেকে জাহাজটি বের করা সম্ভব হচ্ছে না। কারণ ইউক্রেনের যে বন্দরটিতে জাহাজটি রয়েছে, তার আশপাশে মাইন পুতে রাখা রয়েছে। ফলে জাহাজটিকে পরিত্যক্ত করতে হয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশ এ জাহাজের ক্ষতিপূরণ পাবে। কোথাও যুদ্ধ শুরু হলে নাবিকদের যদি জাহাজ ছেড়ে দিতে হয়, তবে তা পরিত্যক্ত ঘোষণা করতে হয়। এ জাহাজটি যেহেতু পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়েছে, ফলে এর বিমার অর্থ পাওয়া যাবে।
জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার। সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে তা ঠিক করা হবে। তবে সংস্কারে কতটুকু সময় লাগবে, তা না জেনে নির্বাচনের সময়টা বলতে পারছে না সরকার।
২ ঘণ্টা আগেবাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আফজাল হোসেন। তিনি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রেলপথ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, তাঁরা বিবেককে জাগ্রত করছেন। তাই তাঁদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের নিরাপত্তা বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব ক
২ ঘণ্টা আগেগণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পাশে থাকার অঙ্গীকার করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে বিএনপিসহ একাধিক রাজনৈতিক দলের নেতারা এই প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে
৩ ঘণ্টা আগে