অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট বলেছে, বিগত ২০-২৫ বছরে যেসব সমস্যা বাংলাদেশিদের জীবন ধ্বংস করে দিয়েছে, সেগুলো মোকাবিলায় গণতন্ত্র ও নির্বাচন গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।
প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বলেন, নিউ ইয়র্ক টাইমস দুই সপ্তাহ আগে জানিয়েছিল বাংলাদেশে ইসলামপন্থীদের উদ্বেগজনক উত্থান হয়েছে। এই উত্থান ইউনূস সরকারের আমলে হচ্ছে। এমনকি বিক্ষোভকারীরাও প্রকাশ্যে ওসামা বিন লাদেনের ছবি দেখাচ্ছে। ঢাকা থেকে এমন একটি ছবিও এসেছে, যেখানে নাৎসিদের প্রতীক দেখা যাচ্ছে।
জবাবে ট্যামি ব্রুস বললেন, ‘হ্যাঁ।’ এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি। তাঁর সংক্ষিপ্ত জবাবের পর প্রশ্নকর্তা আবারও বলেন,...এবং আমেরিকান ব্র্যান্ড যেমন—কেএফসি, কোকা-কোলাকে লক্ষ্য করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী কথা বলা হচ্ছে। অভিযোগ উঠেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এই বিদ্বেষ ছড়াচ্ছেন।
জবাবে ট্যামি ব্রুস বলেন, ‘আচ্ছা, ঠিক আছে।’ তিনি আরও বলেন, ‘স্যার, আমরা এ বিষয়ে শুনেছি। আমরা জানি এবং আপনার আগ্রহের প্রশংসা করি। বাংলাদেশ একটি দেশ এবং সেখানে কিছু সমস্যা আছে। এটি এমন একটি দেশ, যা নিয়ে আমরা প্রায়শই কথা বলি। এখানে উপস্থিতদের প্রশ্ন থেকেও তা স্পষ্ট।’
এ সময় তিনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গ্রেপ্তারি পরোয়ানার ইস্যুতে বলেন, ‘তবে বাংলাদেশ নিয়ে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই। যুক্তরাজ্যর একজন এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাংলাদেশের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।’
ট্যামি ব্রুস জোর দিয়ে বলেন, ‘অবশ্যই, এসব বিষয় এবং আপনি যা আলোচনা করছেন—এমনকি বিক্ষোভও—বাংলাদেশি কর্তৃপক্ষের দেখার বিষয় এবং অবশ্যই তাদের সঙ্গে কথা বলাও খুব গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণই। আপনারা যা তুলে ধরেছেন, তেমন পরিস্থিতির মুখোমুখি তারা।’
মুখপাত্র বলেন, ‘অন্যরা যা দেখছেন, আমরাও সেই প্রতিবেদন দেখেছি এবং এখানে নির্বাচন গুরুত্বপূর্ণ। আমি এখানে এটি হালকাভাবে বলতে চাই না, তবে এটি সত্য। গণতন্ত্র গুরুত্বপূর্ণ এবং জনগণের পদক্ষেপ গুরুত্বপূর্ণ। বিশেষত এমন সব সমস্যা মোকাবিলায়, যা বিগত ২০-২৫ বছর ধরে তাদের জীবন ধ্বংস করে দিয়েছে।’
আরও খবর পড়ুন:
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট বলেছে, বিগত ২০-২৫ বছরে যেসব সমস্যা বাংলাদেশিদের জীবন ধ্বংস করে দিয়েছে, সেগুলো মোকাবিলায় গণতন্ত্র ও নির্বাচন গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।
প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বলেন, নিউ ইয়র্ক টাইমস দুই সপ্তাহ আগে জানিয়েছিল বাংলাদেশে ইসলামপন্থীদের উদ্বেগজনক উত্থান হয়েছে। এই উত্থান ইউনূস সরকারের আমলে হচ্ছে। এমনকি বিক্ষোভকারীরাও প্রকাশ্যে ওসামা বিন লাদেনের ছবি দেখাচ্ছে। ঢাকা থেকে এমন একটি ছবিও এসেছে, যেখানে নাৎসিদের প্রতীক দেখা যাচ্ছে।
জবাবে ট্যামি ব্রুস বললেন, ‘হ্যাঁ।’ এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি। তাঁর সংক্ষিপ্ত জবাবের পর প্রশ্নকর্তা আবারও বলেন,...এবং আমেরিকান ব্র্যান্ড যেমন—কেএফসি, কোকা-কোলাকে লক্ষ্য করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী কথা বলা হচ্ছে। অভিযোগ উঠেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এই বিদ্বেষ ছড়াচ্ছেন।
জবাবে ট্যামি ব্রুস বলেন, ‘আচ্ছা, ঠিক আছে।’ তিনি আরও বলেন, ‘স্যার, আমরা এ বিষয়ে শুনেছি। আমরা জানি এবং আপনার আগ্রহের প্রশংসা করি। বাংলাদেশ একটি দেশ এবং সেখানে কিছু সমস্যা আছে। এটি এমন একটি দেশ, যা নিয়ে আমরা প্রায়শই কথা বলি। এখানে উপস্থিতদের প্রশ্ন থেকেও তা স্পষ্ট।’
এ সময় তিনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গ্রেপ্তারি পরোয়ানার ইস্যুতে বলেন, ‘তবে বাংলাদেশ নিয়ে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই। যুক্তরাজ্যর একজন এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাংলাদেশের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।’
ট্যামি ব্রুস জোর দিয়ে বলেন, ‘অবশ্যই, এসব বিষয় এবং আপনি যা আলোচনা করছেন—এমনকি বিক্ষোভও—বাংলাদেশি কর্তৃপক্ষের দেখার বিষয় এবং অবশ্যই তাদের সঙ্গে কথা বলাও খুব গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণই। আপনারা যা তুলে ধরেছেন, তেমন পরিস্থিতির মুখোমুখি তারা।’
মুখপাত্র বলেন, ‘অন্যরা যা দেখছেন, আমরাও সেই প্রতিবেদন দেখেছি এবং এখানে নির্বাচন গুরুত্বপূর্ণ। আমি এখানে এটি হালকাভাবে বলতে চাই না, তবে এটি সত্য। গণতন্ত্র গুরুত্বপূর্ণ এবং জনগণের পদক্ষেপ গুরুত্বপূর্ণ। বিশেষত এমন সব সমস্যা মোকাবিলায়, যা বিগত ২০-২৫ বছর ধরে তাদের জীবন ধ্বংস করে দিয়েছে।’
আরও খবর পড়ুন:
বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্পে সাশ্রয় হওয়া টাকায় আরও ৩৫টি কোচ (বগি) কেনার সিদ্ধান্ত হলেও নির্দিষ্ট মেয়াদে সেগুলো আসছে না। যে সময়ে আসবে, তখন টাকা পরিশোধে জটিলতার কারণে এই প্রকল্পের মেয়াদ আগামী বছর জুন পর্যন্ত এক বছর বাড়ানো হচ্ছে।
২ ঘণ্টা আগেপরপর দুটি দুর্ঘটনায় উড়ে যায় বাসের ছাদ। বাসে যাত্রী ছিলেন ৬০ জন। আহতও হন বেশ কয়েকজন। তবে এরপরও বাস থামাননি চালক। ছাদবিহীন বাস বেপরোয়া গতিতে চালিয়েছেন প্রায় ৫ কিলোমিটার। এরপর যাত্রী ও ওই পথে চলা অন্যদের রোষের মুখ বাস থামিয়ে পালিয়ে যান চালক।
৩ ঘণ্টা আগেপররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ‘মহান মুক্তিযুদ্ধে গণহত্যার দায় স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থনা ও স্বাধীনতা-পূর্ব অভিন্ন সম্পদের বকেয়া অর্থ দাবি’ করা হয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। কিন্তু পাকিস্তানের দিক থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তাতে এই অমীমাংসিত
৬ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যের বেশির ভাগ এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ‘দ্বিধাগ্রস্ত’ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আরাকান আর্মি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত নয়, তাই আনুষ্ঠানিক আলোচ
৭ ঘণ্টা আগে