Ajker Patrika

পার্বত্য অঞ্চলের মানুষকে আগে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

বাসস, ঢাকা  
রাঙামাটি জেলায় রাঙ্গা বেজ ক্যাম্পে আজ শুক্রবার ঢাকা ইউনিভার্সিটি হিল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২০২৫ উদ্‌যাপন অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বক্তব্য দেন। ছবি: পিআইডি
রাঙামাটি জেলায় রাঙ্গা বেজ ক্যাম্পে আজ শুক্রবার ঢাকা ইউনিভার্সিটি হিল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২০২৫ উদ্‌যাপন অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বক্তব্য দেন। ছবি: পিআইডি

পার্বত্য উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘পার্বত্য অঞ্চলের মানুষকে আগে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। আমাদের পিছিয়ে থাকলে চলবে না। আমাদের পাইওনিয়ার হতে হবে।’

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের জারুলছড়ি পাড়ার রাঙ্গা বেজ ক্যাম্পে ঢাকা ইউনিভার্সিটি হিল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২০২৫ উদ্‌যাপন অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘পার্বত্য অঞ্চলের মানুষের মূল ভিত্তি গড়ে তোলা জরুরি। আমি চাই, এ অঞ্চলের মানুষের কোয়ালিটি এডুকেশন ও লাইভলিহুড ডেভেলপমেন্ট। আর ধর্মীয়, সামাজিক, চ্যারিটির বিষয়গুলো বাড়ি থেকেই শিখতে হয়। এর ফল আমরা দেখতে পাই ৩৬ জুলাই আন্দোলনে। সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আমাদের কাজ করতে হবে। উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিই হলো আমাদের চিন্তা, চেতনা ও স্বপ্ন। আমাদের পিছিয়ে থাকলে চলবে না।’

পরে উপদেষ্টা ও অতিথিরা পার্বত্য চট্টগ্রামের স্থানীয় শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান রাজা দেবাশীষ রায়, রাজা সাচিং প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কঙ্কন চাকমা, রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম, সিনিয়র সহকারী সচিব শুভাশীষ চাকমা, কীর্তি নিশান চাকমা, অছ্য কুমার তঞ্চঙ্গা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত