Ajker Patrika

বাংলাদেশে থাকা নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ২১: ৩৫
বাংলাদেশে থাকা নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

একান্ত জরুরি না হলে নাগরিকদের বাংলাদেশের যেকোনো স্থানে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্য সরকারের ‘ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস’ (এফসিডিও) আজ বুধবার এই সতর্কতা জারি করে। 

এফসিডিওয়ের সতর্কতা বিষয়ক বিবৃতিতে বলা হয়েছে—ইন্টারনেট এবং টেলিফোন সেবায় বিঘ্ন ঘটানোসহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য ব্রিটিশ হাইকমিশন কর্মীদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ব্রিটিশ হাইকমিশন নাগরিকদের সহযোগিতা দেওয়ার পাশাপাশি শুধু প্রয়োজনীয় কাজগুলো করছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ১৯ জুলাই ২০২৪ রাত ১১টা ৫৯ মিনিট থেকে বাংলাদেশ সরকার দেশজুড়ে কারফিউ জারি করেছে। এর অধীনে ঢাকা জেলায় ২৪ ও ২৫ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সিলেট বিভাগে এই দুই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আপনি যেখানেই থাকেন না কেন, স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হলো। বাংলাদেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে। আপনাকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। 

বিবৃতির শেষ অংশে বলা হয়, ইন্টারনেট ও স্থানীয় মাধ্যমসহ যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্ন ঘটেছে। পরবর্তী নোটিশ না দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের রেলওয়ে সেবা বন্ধ রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত