Ajker Patrika

করোনায় আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮: ১৪
করোনায় আরও ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯৬ জন। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যেখানে গতকাল সাতজনের মৃত্যু এবং ২৪৭ জন রোগী শনাক্তের তথ্য জানানো হয়।

নতুন ১৯৬ জনসহ এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭০ হাজার ৬৮১। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন। 

গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট, র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৩৩টি সক্রিয় ল্যাবে ১৭ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১২ শতাংশ, যেখানে গতকাল ১৮ হাজার ৬৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১ দশমিক ৩২ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের একজন পুরুষ ও দুজন নারী। এর মধ্যে চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন। তিনজনই মারা গেছেন সরকারি হাসপাতালে। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত