যাত্রাবাড়ীতে কিশোরের মৃত্যু: শেখ হাসিনাসহ ১১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২২: ১৬
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২২: ২৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে আশরাফুল ইসলাম অন্তর নামে এক কিশোরের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকার সাবেক জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমানসহ ১১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা মামলা হয়েছে। 

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে অন্তরের খালা খুকু মনি এ মামলা করেন।

এ ঘটনা নিয়ে কোনো মামলা বা জিডি আছে কি না তা তদন্ত করে যাত্রাবাড়ী থানা-পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার।

মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে গুলি করা হয়। গুলিতে আশরাফুল ইসলাম অন্তর নামে এক কিশোর নিহত হয়।

মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর উদ্দেশ্যে মামলার আর্জিতে বর্ণিত আসামিদের নির্দেশে কর্তব্যরত পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করে। ওই গুলিতে কিশোর অন্তর নিহত হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত