৯৯৯-এ কল দিয়ে পাচার থেকে বাঁচলেন তিন তরুণী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ১৪
Thumbnail image

ভারতে কাজ দেওয়ার কথা বলে তিন তরুণীকে গত বুধবার ঝিনাইদহের মহেশপুরের সীমান্তবর্তী যাদবপুর ইউনিয়নের জলুলী গ্রামে নিয়ে যান মুন্নী নামের এক নারী। সেখানে একটি বাড়িতে তাঁদের তিন দিন বন্দী রাখা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ভুক্তভোগী এক তরুণী তাঁদের উদ্ধারের অনুরোধ জানালে, মহেশপুর থানা-পুলিশ তাঁদের উদ্ধার করে।

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার। তিনি জানান, গতকাল শনিবার ২৫ বছর বয়সী এক তরুণী রাত ২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধারের অনুরোধ জানান। তিনি বলেন তাঁর সঙ্গে থাকা অন্য দুজনের বয়স ২২ ও ৪০ বছর। যেকোনো সময় তাঁর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হতে পারে। তাই যেন দ্রুত উদ্ধার করা হয়।

এ বিষয়ে মহেশপুর থানার উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া উপপরিদর্শক (এসআই) শরীফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সংবাদ পেয়ে মহেশপুর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নারী তিনজনকে তাঁদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাঁরা ঢাকার ডেমরার বাসিন্দা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত