কঠোরতম লকডাউনে বিদেশ যাত্রীদের পরিবহনের জন্য চালু থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুলাই ২০২১, ২৩: ৩০
Thumbnail image

কঠোরতম লকডাউনের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের পরিবহনের জন্য চালু থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

গণমাধ্যমে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আগামীকাল শুক্রবার ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত সংযোগ ফ্লাইট বা কানেকটিং ফ্লাইটের জন্য অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে। আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের পরিবহনের সুবিধার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস বাংলা এয়ারলাইনস এবং নভো এয়ার এ সময়ে শুধু আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের পরিবহনের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট নির্ধারিত সূচি অনুযায়ী পরিচালনা করবে।

এয়ারলাইনসগুলো কোনো যাত্রীকে পরিবহনের আগে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট অথবা নথি প্রমাণ স্বরূপ চেক ইন বা বোর্ডিংয়ের আগে নিশ্চিত করবে। যাত্রী পরিবহনের সময়ে সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত