অনলাইন ডেস্ক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরকে দুই দেশ ও জনগণের মধ্যে সংহতির প্রতীক বলে বর্ণনা করেছেন বাংলাদেশে দেশটির হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত জুলাই-আগস্টের আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেই সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো দেশের সরকারপ্রধান বাংলাদেশ সফর করছেন।
বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশে আনোয়ার ইব্রাহিমের সরকারি সফর দেশটির জনগণের সঙ্গে মালয়েশিয়ার সংহতির প্রতীক।
মালয়েশিয়ার হাইকমিশনার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই সফর ইতিহাসের প্রতিধ্বনি। কারণ, মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে ১৯৭২ সালের ৩১ জানুয়ারি মালয়েশিয়া বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।’
এ সময় হাইকমিশনার জানান, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এবং আজ শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশ মালয়েশিয়ার ২৭তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল। দেশটির ১৯তম বৃহত্তম রপ্তানি গন্তব্যস্থল ছিল বাংলাদেশ এবং আমদানির ৪৭তম বৃহত্তম উৎসও ছিল ঢাকা। তবে অঞ্চল বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। ২০২৩ সালে মালয়েশিয়া-বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ২৭৮ কোটি ডলার।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরকে দুই দেশ ও জনগণের মধ্যে সংহতির প্রতীক বলে বর্ণনা করেছেন বাংলাদেশে দেশটির হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত জুলাই-আগস্টের আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেই সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো দেশের সরকারপ্রধান বাংলাদেশ সফর করছেন।
বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশে আনোয়ার ইব্রাহিমের সরকারি সফর দেশটির জনগণের সঙ্গে মালয়েশিয়ার সংহতির প্রতীক।
মালয়েশিয়ার হাইকমিশনার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই সফর ইতিহাসের প্রতিধ্বনি। কারণ, মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে ১৯৭২ সালের ৩১ জানুয়ারি মালয়েশিয়া বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।’
এ সময় হাইকমিশনার জানান, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এবং আজ শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশ মালয়েশিয়ার ২৭তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল। দেশটির ১৯তম বৃহত্তম রপ্তানি গন্তব্যস্থল ছিল বাংলাদেশ এবং আমদানির ৪৭তম বৃহত্তম উৎসও ছিল ঢাকা। তবে অঞ্চল বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। ২০২৩ সালে মালয়েশিয়া-বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ২৭৮ কোটি ডলার।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুলের শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে রুলের ওপর শুনানি হয়। পরে আগামী ৬ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট। আজ বুধবার রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্য
২ ঘণ্টা আগেডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫৪ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে‘নৈতিক কারণে’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে কাজ করতে চায় না অন্তর্বর্তী সরকার। এবিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ডব্লিউএইচওর কাছে চিঠি দেওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প
৩ ঘণ্টা আগেছয় ঘণ্টা পর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামী শনিবার পর্যন্ত তাঁরা কর্মসূচি স্থগিত করেছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টায় এ তথ্য জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার।
৫ ঘণ্টা আগে