অনলাইন ডেস্ক
বর্তমানে দেশের অন্যতম আলোচিত ইস্যু জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ওএসডি) মো. মতিউর রহমান ও তাঁর ছেলে মুশফিকুর রহমান ইফাতের ছাগল-কাণ্ড। কোরবানি ঈদ উপলক্ষে ১২ লাখ টাকার ছাগলের বায়না করা তরুণ মুশফিকুর রহমান ইফাতের পরিচয়, মতিউর রহমানের সঙ্গে তাঁর পরিচয় উন্মোচনে ফেসবুকে গত ১৯ জুন (বুধবার) সকাল থেকে একাধিক পোস্ট দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আব্দুল্লাহ। শেষ পর্যন্ত তিনি প্রমাণও করেছিলেন মতিউর রহমানেরই ছেলে মুশফিকুর রহমান ইফাত। সাইয়েদ আব্দুল্লাহর এমনই একটি পোস্টের সূত্র ধরে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানেও বেরিয়ে আসে ইফাতের পারিবারিক পরিচয়। সাইয়েদ আবদুল্লাহর ওই ফেসবুক অ্যাকাউন্টটি স্থগিত করেছে মেটা।
‘ভয়েজ অব সাইয়েদ আব্দুল্লাহ’ নামে নতুন আরেকটি পেজ খুলেছেন সাইয়েদ আব্দুল্লাহ। গত শনিবার (২২ জুন) পেজটি খোলেন তিনি। পেজটিতে গতকাল রোববার (২৩ জুন) একটি পোস্ট দিয়ে লিখেন, ‘আমি সাইয়েদ আবদুল্লাহ। আপনারা জানেন আমার আইডি ‘Saiyed Abdullah’ সাইবার অ্যাটাকের শিকার হয়ে সাসপেন্ডেড হয়ে গেছে। যোগাযোগের জন্য এই পেইজটা চালু করলাম। এভাবে সাইবার অ্যাটাক করে আমার কণ্ঠকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। চোর-বাটপারদের বিরুদ্ধে এবং দেশের সাধারণ মানুষের পক্ষে আমার ভয়েস জারি রাখবই—এটা আমার প্রতিজ্ঞা।’
ফেসবুক অ্যাকাউন্ট স্থগিত করার ব্যাপারে জানতে সাইয়েদ আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকা। তিনি বলেন, ‘গত শনিবার (২২ জুন) সকাল ৭টা থেকে ৯টার মধ্যে অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে। স্থগিত করার বিষয়ে কোনো সুনির্দিষ্ট কারণও জানায়নি ফেসবুক। এর আগে সংবাদমাধ্যমে নিজাম হাজারীর বক্তব্যেরও আগে যখন আমি প্রমাণ করে দিলাম, ওই দিন রাতেও আমার অ্যাকাউন্টে অ্যাটাক হয় এবং অ্যাকাউন্ট দুই ঘণ্টা লক ছিল।’
অ্যাকাউন্ট স্থগিত করার ব্যাপারে মেটা তাঁকে তিনটি ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, মেটা তিনটি কাজের অনুমোদন দেয় না। এর মধ্যে আছে—১. এমন কোনো অ্যাকাউন্ট তৈরি করা যা দেখে মনে হয়, এটি অন্য কারও। ২. প্রতারণার উদ্দেশ্যে অন্য কারও ছবি ব্যবহার করা এবং ৩. ফেসবুকে এমন কোনো পেজ তৈরি করা, যা অন্য কারও পক্ষে কথা বলার ভান করে। তবে এ তিন কারণের কোনটি সাইয়েদ আব্দুল্লাহর অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হয়েছে, সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়নি প্রতিষ্ঠানটি।
ফেসবুকের এমন কার্যক্রম প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সাইয়েদ আব্দুল্লাহর কাজটি নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর এ তথ্যগুলো সামনে আসার পর সংবাদমাধ্যমগুলোও এসব তথ্যের সত্যতা পেয়েছে, সংবাদমাধ্যমে প্রতিবেদন হয়েছে। কিন্তু এই ইস্যুর পর সাইয়েদ আব্দুল্লাহর অ্যাকাউন্ট স্থগিতের ব্যাপারটি দুঃখজনক। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত চাইল্ড অ্যাবিউজসহ বিভিন্ন ইস্যুতে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনের অনেক রিপোর্ট যায়। এসব রিপোর্টের অধিকাংশ ক্ষেত্রেই কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সাইয়েদ আব্দুল্লাহর ক্ষেত্রে ক্ষমতার ব্যাপারটি কাজ করে থাকতে পারে। কারণ, বাংলাদেশে ফেসবুক লবিস্ট নিয়োগ করে ব্যবসা করছে। আর নিজেদের ব্যবসার স্বার্থে ফেসবুক সাইয়েদ আব্দুল্লাহর পোস্টের ক্ষেত্রে তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে।’
প্রসঙ্গত, সাইয়েদ আব্দুল্লাহ এর আগে জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ‘রাফসান দ্য ছোট ভাই’য়ের পরিবারের ঋণ খেলাপির তথ্য সামনে নিয়ে এসেছিলেন।
আরও পড়ুন:
বর্তমানে দেশের অন্যতম আলোচিত ইস্যু জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ওএসডি) মো. মতিউর রহমান ও তাঁর ছেলে মুশফিকুর রহমান ইফাতের ছাগল-কাণ্ড। কোরবানি ঈদ উপলক্ষে ১২ লাখ টাকার ছাগলের বায়না করা তরুণ মুশফিকুর রহমান ইফাতের পরিচয়, মতিউর রহমানের সঙ্গে তাঁর পরিচয় উন্মোচনে ফেসবুকে গত ১৯ জুন (বুধবার) সকাল থেকে একাধিক পোস্ট দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আব্দুল্লাহ। শেষ পর্যন্ত তিনি প্রমাণও করেছিলেন মতিউর রহমানেরই ছেলে মুশফিকুর রহমান ইফাত। সাইয়েদ আব্দুল্লাহর এমনই একটি পোস্টের সূত্র ধরে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানেও বেরিয়ে আসে ইফাতের পারিবারিক পরিচয়। সাইয়েদ আবদুল্লাহর ওই ফেসবুক অ্যাকাউন্টটি স্থগিত করেছে মেটা।
‘ভয়েজ অব সাইয়েদ আব্দুল্লাহ’ নামে নতুন আরেকটি পেজ খুলেছেন সাইয়েদ আব্দুল্লাহ। গত শনিবার (২২ জুন) পেজটি খোলেন তিনি। পেজটিতে গতকাল রোববার (২৩ জুন) একটি পোস্ট দিয়ে লিখেন, ‘আমি সাইয়েদ আবদুল্লাহ। আপনারা জানেন আমার আইডি ‘Saiyed Abdullah’ সাইবার অ্যাটাকের শিকার হয়ে সাসপেন্ডেড হয়ে গেছে। যোগাযোগের জন্য এই পেইজটা চালু করলাম। এভাবে সাইবার অ্যাটাক করে আমার কণ্ঠকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। চোর-বাটপারদের বিরুদ্ধে এবং দেশের সাধারণ মানুষের পক্ষে আমার ভয়েস জারি রাখবই—এটা আমার প্রতিজ্ঞা।’
ফেসবুক অ্যাকাউন্ট স্থগিত করার ব্যাপারে জানতে সাইয়েদ আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকা। তিনি বলেন, ‘গত শনিবার (২২ জুন) সকাল ৭টা থেকে ৯টার মধ্যে অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে। স্থগিত করার বিষয়ে কোনো সুনির্দিষ্ট কারণও জানায়নি ফেসবুক। এর আগে সংবাদমাধ্যমে নিজাম হাজারীর বক্তব্যেরও আগে যখন আমি প্রমাণ করে দিলাম, ওই দিন রাতেও আমার অ্যাকাউন্টে অ্যাটাক হয় এবং অ্যাকাউন্ট দুই ঘণ্টা লক ছিল।’
অ্যাকাউন্ট স্থগিত করার ব্যাপারে মেটা তাঁকে তিনটি ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, মেটা তিনটি কাজের অনুমোদন দেয় না। এর মধ্যে আছে—১. এমন কোনো অ্যাকাউন্ট তৈরি করা যা দেখে মনে হয়, এটি অন্য কারও। ২. প্রতারণার উদ্দেশ্যে অন্য কারও ছবি ব্যবহার করা এবং ৩. ফেসবুকে এমন কোনো পেজ তৈরি করা, যা অন্য কারও পক্ষে কথা বলার ভান করে। তবে এ তিন কারণের কোনটি সাইয়েদ আব্দুল্লাহর অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হয়েছে, সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়নি প্রতিষ্ঠানটি।
ফেসবুকের এমন কার্যক্রম প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সাইয়েদ আব্দুল্লাহর কাজটি নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর এ তথ্যগুলো সামনে আসার পর সংবাদমাধ্যমগুলোও এসব তথ্যের সত্যতা পেয়েছে, সংবাদমাধ্যমে প্রতিবেদন হয়েছে। কিন্তু এই ইস্যুর পর সাইয়েদ আব্দুল্লাহর অ্যাকাউন্ট স্থগিতের ব্যাপারটি দুঃখজনক। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত চাইল্ড অ্যাবিউজসহ বিভিন্ন ইস্যুতে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনের অনেক রিপোর্ট যায়। এসব রিপোর্টের অধিকাংশ ক্ষেত্রেই কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সাইয়েদ আব্দুল্লাহর ক্ষেত্রে ক্ষমতার ব্যাপারটি কাজ করে থাকতে পারে। কারণ, বাংলাদেশে ফেসবুক লবিস্ট নিয়োগ করে ব্যবসা করছে। আর নিজেদের ব্যবসার স্বার্থে ফেসবুক সাইয়েদ আব্দুল্লাহর পোস্টের ক্ষেত্রে তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে।’
প্রসঙ্গত, সাইয়েদ আব্দুল্লাহ এর আগে জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ‘রাফসান দ্য ছোট ভাই’য়ের পরিবারের ঋণ খেলাপির তথ্য সামনে নিয়ে এসেছিলেন।
আরও পড়ুন:
জাতিসংঘ মানবাধিকারবিষয়ক কমিশনের প্রধান ফলকার টুর্ক শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সদস্যসহ ব্যক্তিবিশেষের বিরুদ্ধে ফৌজদারি মামলা না করার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিকসহ অনেকের বিরুদ্ধে খুনসহ এমন অনেক অভিযোগ আনা হয়েছে, তদন্তে যার সত্যতা মেলেনি।
৩১ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২ ঘণ্টা আগেসংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুলের শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে রুলের ওপর শুনানি হয়। পরে আগামী ৬ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট। আজ বুধবার রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্য
৪ ঘণ্টা আগেডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫৪ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে