অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আলোচিত হয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্ক। বিশেষ করে, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কথা হয়েছে। আলোচিত হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা এবং রোহিঙ্গা শরণার্থী ইস্যু বিবেচনায় ঢাকা-ওয়াশিংটন সম্পর্কও।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে স্টেট ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, গণহত্যা ও নৃশংসতার পর একনায়ক হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারপ্রধান নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী (অ্যান্টনি) ব্লিঙ্কেন অধ্যাপক ইউনূসের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন এবং প্রেসিডেন্ট বাইডেনও জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা ও রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে দেশটির চ্যালেঞ্জ বিবেচনা করে বাইডেন প্রশাসন কীভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিচ্ছে?
জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা এসব ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের (প্রধান) উপদেষ্টার সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন এবং এসব বিষয়ে যে অগ্রগতি হবে সেগুলো আমরা অবশ্যই সবার সামনে তুলে ধরতে উন্মুখ।’
অপর এক প্রশ্নে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্করের ওয়াশিংটন সফরে বাংলাদেশ ইস্যু আলোচিত হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়। প্রশ্নকারী মিলারের কাছে জানতে চান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে এখানে (মার্কিন পররাষ্ট্র দপ্তরে) ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে তাঁর সাক্ষাতের সময় বাংলাদেশ ইস্যুতে কোনো আলোচনা করা হয়েছিল কি? বিশেষ করে যখন বাংলাদেশের সাবেক স্বৈরশাসক হাসিনা ভারতে অবস্থান করছেন এবং সেখানে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ আছে।
এই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘আমি আপনাকে বলতে পারি যে, বাংলাদেশসহ আঞ্চলিক প্রায় সব সমস্যা প্রায়শই ভারত সরকারের সঙ্গে আমাদের বৈঠকে ওঠে আসে। তবে সে বিষয়ে এখন আপনাদের সামনে কিছু উপস্থাপন করার নির্দিষ্ট কোনো তথ্য নেই আমার কাছে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আলোচিত হয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্ক। বিশেষ করে, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কথা হয়েছে। আলোচিত হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা এবং রোহিঙ্গা শরণার্থী ইস্যু বিবেচনায় ঢাকা-ওয়াশিংটন সম্পর্কও।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে স্টেট ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, গণহত্যা ও নৃশংসতার পর একনায়ক হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারপ্রধান নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী (অ্যান্টনি) ব্লিঙ্কেন অধ্যাপক ইউনূসের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন এবং প্রেসিডেন্ট বাইডেনও জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা ও রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে দেশটির চ্যালেঞ্জ বিবেচনা করে বাইডেন প্রশাসন কীভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিচ্ছে?
জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা এসব ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের (প্রধান) উপদেষ্টার সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন এবং এসব বিষয়ে যে অগ্রগতি হবে সেগুলো আমরা অবশ্যই সবার সামনে তুলে ধরতে উন্মুখ।’
অপর এক প্রশ্নে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্করের ওয়াশিংটন সফরে বাংলাদেশ ইস্যু আলোচিত হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়। প্রশ্নকারী মিলারের কাছে জানতে চান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে এখানে (মার্কিন পররাষ্ট্র দপ্তরে) ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে তাঁর সাক্ষাতের সময় বাংলাদেশ ইস্যুতে কোনো আলোচনা করা হয়েছিল কি? বিশেষ করে যখন বাংলাদেশের সাবেক স্বৈরশাসক হাসিনা ভারতে অবস্থান করছেন এবং সেখানে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ আছে।
এই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘আমি আপনাকে বলতে পারি যে, বাংলাদেশসহ আঞ্চলিক প্রায় সব সমস্যা প্রায়শই ভারত সরকারের সঙ্গে আমাদের বৈঠকে ওঠে আসে। তবে সে বিষয়ে এখন আপনাদের সামনে কিছু উপস্থাপন করার নির্দিষ্ট কোনো তথ্য নেই আমার কাছে।’
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুলের শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে রুলের ওপর শুনানি হয়। পরে আগামী ৬ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট। আজ বুধবার রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্য
২ ঘণ্টা আগেডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫৪ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে‘নৈতিক কারণে’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে কাজ করতে চায় না অন্তর্বর্তী সরকার। এবিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ডব্লিউএইচওর কাছে চিঠি দেওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প
৩ ঘণ্টা আগেছয় ঘণ্টা পর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামী শনিবার পর্যন্ত তাঁরা কর্মসূচি স্থগিত করেছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টায় এ তথ্য জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার।
৫ ঘণ্টা আগে