সাবেক মন্ত্রী ফারুক খান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০২: ৩৬

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান গ্রেপ্তার হয়েছেন ।

সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, কর্নেল ফারুককে গ্রেপ্তার করে র্যাব। পরে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করলে ডিবি পুলিশ গ্রেপ্তার দেখিয়ে হেফাজতে নিয়েছে।

গোপালগঞ্জ-১ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহতের ঘটনায় সারা দেশে দায়ের হওয়া একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত