নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ ও প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বিরুদ্ধে আদালত অবমাননার ঘটনায় কেন শাস্তি দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। দুজনকে আগামী ২৯ আগস্ট হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই নির্দেশ দেন। এই সময়ে আইনজীবী মহসিন রশিদকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আইন পেশা পরিচালনা করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার আদালতে হাজির হয়ে মহসিন রশিদ বলেন, ‘আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি।’
এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘আপনি বারবার কথা বলবেন আর নিঃশর্ত ক্ষমা চাইবেন। এটা হৃদয় থেকে? সিনিয়র আইনজীবী হিসেবে আপনার দায়িত্ব ছিল বাংলাদেশের আইন, বিচারব্যবস্থার পক্ষে কথা বলা। আপনি একবারও বলেননি একটি স্বাধীন দেশের বিচারব্যবস্থা সম্পর্কে ব্রিটিশ আদালত এভাবে বলতে পারে না।’
মহসিন রশিদ বলেন, `আমি শুধু ব্রিটেনের উচ্চ আদালতের রায় নিয়ে কথা বলেছি।'
ওই দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করেছিলেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী। আবেদনটি গত ২৬ জুন চেম্বার আদালতের কার্যতালিকায় উঠলে ৪ জুলাই শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।
আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী তাপস কান্তি বল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আপিল বিভাগ দুজনের বিরুদ্ধে রুল জারি করেছেন। আগামী ২৯ আগস্ট হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।’
ইংল্যান্ডের সুপ্রিম কোর্টে চৌধুরী মঈনুদ্দীন এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার মামলায় সম্প্রতি রায় দেওয়া হয়। সেখানে মঈনুদ্দীনের মানহানির মামলাটি চলবে বলে রায়ে এসেছে। সেখানে কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। ওই পর্যবেক্ষণ নিয়ে সাংবাদিক কনক সারোয়ার ২১ জুন অনলাইনে টকশো করেন। সেখানে অতিথি ছিলেন আইনজীবী মহসিন রশিদ। টকশোতে বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়। যে কারণে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে চৌধুরী মঈনুদ্দীনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ ও প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বিরুদ্ধে আদালত অবমাননার ঘটনায় কেন শাস্তি দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। দুজনকে আগামী ২৯ আগস্ট হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই নির্দেশ দেন। এই সময়ে আইনজীবী মহসিন রশিদকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আইন পেশা পরিচালনা করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার আদালতে হাজির হয়ে মহসিন রশিদ বলেন, ‘আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি।’
এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘আপনি বারবার কথা বলবেন আর নিঃশর্ত ক্ষমা চাইবেন। এটা হৃদয় থেকে? সিনিয়র আইনজীবী হিসেবে আপনার দায়িত্ব ছিল বাংলাদেশের আইন, বিচারব্যবস্থার পক্ষে কথা বলা। আপনি একবারও বলেননি একটি স্বাধীন দেশের বিচারব্যবস্থা সম্পর্কে ব্রিটিশ আদালত এভাবে বলতে পারে না।’
মহসিন রশিদ বলেন, `আমি শুধু ব্রিটেনের উচ্চ আদালতের রায় নিয়ে কথা বলেছি।'
ওই দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করেছিলেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী। আবেদনটি গত ২৬ জুন চেম্বার আদালতের কার্যতালিকায় উঠলে ৪ জুলাই শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।
আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী তাপস কান্তি বল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আপিল বিভাগ দুজনের বিরুদ্ধে রুল জারি করেছেন। আগামী ২৯ আগস্ট হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।’
ইংল্যান্ডের সুপ্রিম কোর্টে চৌধুরী মঈনুদ্দীন এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার মামলায় সম্প্রতি রায় দেওয়া হয়। সেখানে মঈনুদ্দীনের মানহানির মামলাটি চলবে বলে রায়ে এসেছে। সেখানে কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। ওই পর্যবেক্ষণ নিয়ে সাংবাদিক কনক সারোয়ার ২১ জুন অনলাইনে টকশো করেন। সেখানে অতিথি ছিলেন আইনজীবী মহসিন রশিদ। টকশোতে বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়। যে কারণে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে চৌধুরী মঈনুদ্দীনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুলের শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে রুলের ওপর শুনানি হয়। পরে আগামী ৬ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট। আজ বুধবার রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্য
২ ঘণ্টা আগেডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫৪ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে‘নৈতিক কারণে’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে কাজ করতে চায় না অন্তর্বর্তী সরকার। এবিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ডব্লিউএইচওর কাছে চিঠি দেওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প
৩ ঘণ্টা আগেছয় ঘণ্টা পর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামী শনিবার পর্যন্ত তাঁরা কর্মসূচি স্থগিত করেছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টায় এ তথ্য জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার।
৪ ঘণ্টা আগে