Ajker Patrika

বাড়ি-আঙিনা থেকেও গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের ক্ষতিপূরণ ও দায়ীদের চিহ্নিত করতে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৩: ৪৫
বাড়ি-আঙিনা থেকেও গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের ক্ষতিপূরণ ও দায়ীদের চিহ্নিত করতে রিট

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বাড়ি ও বাড়ির আঙিনা থেকেও গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সেই সঙ্গে গুলির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন চাওয়া হয়েছে আবেদনে। 

রিটে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, র‍্যাবের মহাপরিচালকসহ সাতজনকে বিবাদী করা হয়েছে। 

আবেদনে শিশু সাফকাত সামির (১১), রিয়া গোপ (৬), আব্দুল আহাদ (৪) নাইমা সুলতানার (১৫) নাম উল্লেখ করে তাদের জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। 

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শিশুদের নিহত হওয়ার সংবাদ যুক্ত করে আজ বুধবার জনস্বার্থে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার। 

তৈমুর বলেন, ‘চারজনের নাম উল্লেখ করলেও সম্পূরক আবেদনে আরও শিশুর নাম যুক্ত করব।’ 

তিনি আরও বলেন, ‘যারা ঘরে ছিল, বাড়ির ছাদে বা আশপাশে খেলতে গিয়েছিল, তারা কেন মৃত্যুবরণ করল। কাদের গুলিতে মৃত্যুবরণ করল, তাদের চিহ্নিত করতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন চেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত