অনলাইন ডেস্ক
বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ পরিপূর্ণরূপে অনুসৃত না হওয়ায় হতাশা ব্যক্ত করেছে কানাডা। পাশাপাশি দেশটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব পক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করে গণতন্ত্র ও মানবাধিকার এগিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘কানাডা বাংলাদেশি নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে এবং নির্বাচনের আগে ও নির্বাচনের সময় ঘটে যাওয়া ভয়ভীতি-সহিংসতার নিন্দা জানায়। আমরা সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি জানাই।’
বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ পুরোপুরি অনুসরণ করা হয়নি উল্লেখ করে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাংলাদেশ যে গণতান্ত্রিক ও স্বাধীনতার মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত, তা এই নির্বাচনী প্রক্রিয়ায় পুরোপুরি অনুসৃত না হওয়ায় কানাডা হতাশা ব্যক্ত করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের জনগণের স্বার্থে গণতন্ত্র, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও মৌলিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য সব পক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছে কানাডা। একটি কার্যকর বিরোধী দল, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সংবাদপত্রের স্বাধীনতা, একটি শক্তিশালী ও সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কানাডাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া অন্যতম প্রধান দেশ হিসেবে উল্লেখ করে বলা হয়, ‘১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া অন্যতম প্রধান দেশ কানাডা এবং বাংলাদেশের জনগণের আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে অগ্রযাত্রার যে আকাঙ্ক্ষা তা পূরণে কানাডা সব সময়ই বাংলাদেশের জনগণের পাশে থাকবে।’
বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ পরিপূর্ণরূপে অনুসৃত না হওয়ায় হতাশা ব্যক্ত করেছে কানাডা। পাশাপাশি দেশটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব পক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করে গণতন্ত্র ও মানবাধিকার এগিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘কানাডা বাংলাদেশি নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে এবং নির্বাচনের আগে ও নির্বাচনের সময় ঘটে যাওয়া ভয়ভীতি-সহিংসতার নিন্দা জানায়। আমরা সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি জানাই।’
বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ পুরোপুরি অনুসরণ করা হয়নি উল্লেখ করে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাংলাদেশ যে গণতান্ত্রিক ও স্বাধীনতার মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত, তা এই নির্বাচনী প্রক্রিয়ায় পুরোপুরি অনুসৃত না হওয়ায় কানাডা হতাশা ব্যক্ত করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের জনগণের স্বার্থে গণতন্ত্র, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও মৌলিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য সব পক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছে কানাডা। একটি কার্যকর বিরোধী দল, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সংবাদপত্রের স্বাধীনতা, একটি শক্তিশালী ও সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কানাডাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া অন্যতম প্রধান দেশ হিসেবে উল্লেখ করে বলা হয়, ‘১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া অন্যতম প্রধান দেশ কানাডা এবং বাংলাদেশের জনগণের আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে অগ্রযাত্রার যে আকাঙ্ক্ষা তা পূরণে কানাডা সব সময়ই বাংলাদেশের জনগণের পাশে থাকবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালে বিভিন্ন স্থানে ছিনতাই, ডাকাতি, সড়কে ডাকাতি, গুলি, হামলা, ধর্ষণের ঘটনায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। পুলিশের টহল তেমন না থাকায় সন্ধ্যার পর ঘর থেকে বাইরে বের হতে ভাবতে হচ্ছে মানুষকে। সারা দেশেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির
২ ঘণ্টা আগেজাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করতে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। জনসংখ্যার পাশাপাশি ভোটার সংখ্যা, ভৌগোলিক ও জাতিগত বৈশিষ্ট্য এবং যোগাযোগ সুবিধা দেখে সীমানা নির্ধারণ করা হবে। তবে ইউনিয়ন এবং সিটি করপোরেশন ও পৌরসভার ওয়ার্ডকে কোনোভাবেই ভাগ করা হবে না।
২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে পালিয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য জানান আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়েজ। এই খবরের
৪ ঘণ্টা আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি শেষ হয়েছে। যেকোনো দিন রায় ঘোষণা করবেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।
৫ ঘণ্টা আগে