নিজস্ব প্রতিবেদক
ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশাবাদ প্রকাশ করে বলেছেন, ভারতের সেরাম ইনস্টিটিউট যথাসময়ে টিকা সরবরাহ করতে না পারলে টাকা ফেরত দেবে। তিনি বলেন, বিষয়টি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় দেখভাল করবে। চুক্তি অনুযায়ী তারা কত দিন সময় নিয়েছিল সেটিও দেখতে হবে।
আজ বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি ১৮ তম অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও ২২ তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বুধবার অর্থনৈতিক সংক্রান্ত সভায় একটি প্রস্তাব এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১৬টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদিত ১৬ প্রস্তাবের মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ১ হাজার ৩৯ কোটি ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা।
ভারতের কাছ থেকে টিকা সরবরাহ না পেলে অর্থ ফেরতের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, তাদেরও (ভারত) সেখানে টিকা (ভ্যাকসিন) প্রয়োজন। সেসব কারণ বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। অবশ্যই এটা ঠিক, তারা টিকা সরবরাহে ব্যর্থ (ফেল) হলে টাকা ফেরত দেবে।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে প্রতিবেদন প্রকাশ না করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, আমাদের চুরি হওয়া টাকার বিষয়ে আমরা আইনি প্রক্রিয়ায় গিয়েছি। যারা যারা এর সঙ্গে সম্পৃক্ত বা আমাদের চিন্তায় যারা ছিল সম্পৃক্ততার, তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি, এ মামলা এখনো চলমান। সে জন্য এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।
এদিকে সংসদীয় কমিটিতে বলা হয়েছে, সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রতিটি সার্জিকাল মাস্ক ৩৫৬ টাকা দামে কেনা হয়েছে। এগুলো কেবিনেট কমিটি মনিটর করলে ২ থেকে ১০ টাকার মাস্ক কীভাবে ৩৫৬ টাকা দিয়ে কেনা হয়-এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের প্রতিটি মন্ত্রণালয়কে যেভাবে বরাদ্দ দেওয়া হয় তেমনিভাবে তাদের ক্রয় করার সুযোগ আছে। তারা নির্দিষ্ট সীমার (লিমিট) মধ্যে কিনতে পারে, সেই সীমা যখন পার (ক্রস) হয়ে যাবে তখন আমাদের কমিটিতে আসবে। তার আগে পর্যন্ত মন্ত্রণালয় যথাযথ কর্তৃপক্ষ, তাদের ক্রয়ের ক্ষমতা রয়েছে।
বাংলাদেশ পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) প্রণোদনার টাকা ফেরত দেওয়ার জন্য বাড়তি সময় চাচ্ছে। তাদের বাড়তি সময় দেওয়া হবে কিনা-এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমার কাছে এ বিষয়ে কোনো আবেদন এখনো আসেনি। এলে দেখব, কী করা যায়।
ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশাবাদ প্রকাশ করে বলেছেন, ভারতের সেরাম ইনস্টিটিউট যথাসময়ে টিকা সরবরাহ করতে না পারলে টাকা ফেরত দেবে। তিনি বলেন, বিষয়টি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় দেখভাল করবে। চুক্তি অনুযায়ী তারা কত দিন সময় নিয়েছিল সেটিও দেখতে হবে।
আজ বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি ১৮ তম অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও ২২ তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বুধবার অর্থনৈতিক সংক্রান্ত সভায় একটি প্রস্তাব এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১৬টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদিত ১৬ প্রস্তাবের মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ১ হাজার ৩৯ কোটি ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা।
ভারতের কাছ থেকে টিকা সরবরাহ না পেলে অর্থ ফেরতের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, তাদেরও (ভারত) সেখানে টিকা (ভ্যাকসিন) প্রয়োজন। সেসব কারণ বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। অবশ্যই এটা ঠিক, তারা টিকা সরবরাহে ব্যর্থ (ফেল) হলে টাকা ফেরত দেবে।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে প্রতিবেদন প্রকাশ না করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, আমাদের চুরি হওয়া টাকার বিষয়ে আমরা আইনি প্রক্রিয়ায় গিয়েছি। যারা যারা এর সঙ্গে সম্পৃক্ত বা আমাদের চিন্তায় যারা ছিল সম্পৃক্ততার, তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি, এ মামলা এখনো চলমান। সে জন্য এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।
এদিকে সংসদীয় কমিটিতে বলা হয়েছে, সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রতিটি সার্জিকাল মাস্ক ৩৫৬ টাকা দামে কেনা হয়েছে। এগুলো কেবিনেট কমিটি মনিটর করলে ২ থেকে ১০ টাকার মাস্ক কীভাবে ৩৫৬ টাকা দিয়ে কেনা হয়-এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের প্রতিটি মন্ত্রণালয়কে যেভাবে বরাদ্দ দেওয়া হয় তেমনিভাবে তাদের ক্রয় করার সুযোগ আছে। তারা নির্দিষ্ট সীমার (লিমিট) মধ্যে কিনতে পারে, সেই সীমা যখন পার (ক্রস) হয়ে যাবে তখন আমাদের কমিটিতে আসবে। তার আগে পর্যন্ত মন্ত্রণালয় যথাযথ কর্তৃপক্ষ, তাদের ক্রয়ের ক্ষমতা রয়েছে।
বাংলাদেশ পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) প্রণোদনার টাকা ফেরত দেওয়ার জন্য বাড়তি সময় চাচ্ছে। তাদের বাড়তি সময় দেওয়া হবে কিনা-এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমার কাছে এ বিষয়ে কোনো আবেদন এখনো আসেনি। এলে দেখব, কী করা যায়।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৭ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৮ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৯ ঘণ্টা আগে