সংরক্ষিত মহিলা আসনের এমপিদের শপথ বুধবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১: ২১
Thumbnail image

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের শপথ আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 

সংসদ সচিবালয়ের পরিচালক (যুগ্ম-সচিব) গণসংযোগ মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। 

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ৫০ জন এমপিকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন সচিবালয় থেকে মঙ্গলবার গেজেট প্রকাশ করা হয়েছে। 

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথমে আওয়ামী লীগের দলীয় ৪৮ জনের শপথ বাক্য পাঠ করানো হবে। এরপর জাতীয় পার্টির দুজন শপথ নেবেন। শপথ নেওয়া এমপিরা বুধবারই জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন। তাঁদের জন্য আসন বণ্টন চূড়ান্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত