এক্সিম ব্যাংকে ডাকাতির চেষ্টা: গ্রেপ্তার ১০ জন চারদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজধানীর গুলশানে মধ্যরাতে ব্যাংক ডাকাতির চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১০ জনকে চারদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদ আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডাকাতির সঙ্গে জড়িত কে বা কারা তা জানার জন্য তাদের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে গত শুক্রবার মধ্যরাতে গুলশান-২ এলাকার ১০৩ নম্বর সড়কের ফাইন্যান্স স্কয়ার নামে বহুতল ভবনে ডাকাতির চেষ্টা করে। পরে স্থানীয়রা টের পেয়ে তাদের ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খবর দেয়। এরপর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে ভবন থেকে তাদের ১০ জনকে গ্রেপ্তার করে। 

ভবনটির নিরাপত্তাকর্মী রাশেদ বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতির চেষ্টা চালানো কয়েকজন পালিয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনীর হাতে ধরা পড়ে ১০ জন। ডাকাতির চেষ্টা চালানো হলেও ব্যাংকের কোনো টাকাপয়সা কিংবা অন্যান্য সরঞ্জাম লুট করতে পারেনি তারা। 

ফাইন্যান্স স্কয়ার ভবনে এক্সিম ব্যাংকের ওই শাখার রিলেশনশিপ ম্যানেজার (ভাইস প্রেসিডেন্ট) সামসুন তামান্না জান্নাত শিমলা বলেন, ‘ফাইন্যান্স ভবনে এক্সিম ব্যাংকের শাখায় শুক্রবার রাতে ডাকাতির চেষ্টা হয়েছে। তবে কোনো ক্ষতি হয়নি।’ 

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই ব্যাংক খাতসহ রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের কাজ শুরু করেছে। তার অংশ হিসেবে এরই মধ্যে বেশ কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ সব ব্যাংকের একটি এক্সিম ব্যাংক। এই ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি নজরুল ইসলাম মজুমদার। তিনি পোশাক খাতের প্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত তিনি। 

নতুন পরিচালনা পর্ষদে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মো. নজরুল ইসলাম স্বপন। এ ছাড়া পর্ষদে রয়েছেন শেয়ারধারী পরিচালক মো. নুরুল আমিন ও অঞ্জন কুমার সাহা। স্বতন্ত্র পরিচালক হিসেবে আছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম ও সনদধারী হিসাববিদ খন্দকার মামুন। 

এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন ছাড়াও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তাঁর স্ত্রী নাছরিন ইসলাম ও ছেলেমেয়ের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত