আজকের পত্রিকা ডেস্ক
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন ৯২ নোবেলজয়ীসহ ১৯৮ বিশ্বনেতা। একই সঙ্গে সদ্য সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে ড. ইউনূসসহ অনেকে নির্যাতিত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
গত মঙ্গলবার এক বিবৃতিতে এই শুভকামনা ও সমর্থন ব্যক্ত করা হয়েছে। বুধবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। যাঁরা বিবৃতিতে স্বাক্ষর করেছেন, তাঁদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, শান্তিতে নোবেলজয়ী নাদিয়া মুরাদ ও শিরিন এবাদি; নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো ব্রুন্ডল্যান্ড, রোমানিয়ার সাবেক প্রেসিডেন্ট এমিল কনস্টান্টিনেস্কু, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ম্যাটস কার্লসন, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ধনকুবের রিচার্ড ব্র্যানসন, মার্কিন রাজনীতিক টেড কেনেডি জুনিয়র রয়েছেন।
বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা বলেন, ‘আমরা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বসিত। ইউনূসের মতো অনেকে গত সরকারের কর্তৃত্ববাদের কারণে নির্যাতিত হয়েছেন। শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভ ও গণতান্ত্রিক শক্তিকে আমরা ধন্যবাদ জানাই।’
এর কারণে কর্তৃত্ববাদের অবসান হয়েছে এবং নতুন আশার সঞ্চার হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ড. ইউনূস বলেছেন বাংলাদেশ এখন দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে। আর এখন জাতি হিসেবে বাংলাদেশিদের সামনে বিপুল সম্ভাবনা পূরণের সুযোগ রয়েছে। আমরা গর্বিত, কয়েক বছর ধরে আমরা ড. ইউনূসের পাশে থাকতে পেরেছি। এটি বাংলাদেশের জন্য একটি রোমাঞ্চকর নতুন ভোরের সূচনা। আমরা আগামী মাস ও বছরগুলোতে তাঁর এবং বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করি।’
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন ৯২ নোবেলজয়ীসহ ১৯৮ বিশ্বনেতা। একই সঙ্গে সদ্য সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে ড. ইউনূসসহ অনেকে নির্যাতিত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
গত মঙ্গলবার এক বিবৃতিতে এই শুভকামনা ও সমর্থন ব্যক্ত করা হয়েছে। বুধবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। যাঁরা বিবৃতিতে স্বাক্ষর করেছেন, তাঁদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, শান্তিতে নোবেলজয়ী নাদিয়া মুরাদ ও শিরিন এবাদি; নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো ব্রুন্ডল্যান্ড, রোমানিয়ার সাবেক প্রেসিডেন্ট এমিল কনস্টান্টিনেস্কু, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ম্যাটস কার্লসন, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ধনকুবের রিচার্ড ব্র্যানসন, মার্কিন রাজনীতিক টেড কেনেডি জুনিয়র রয়েছেন।
বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা বলেন, ‘আমরা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বসিত। ইউনূসের মতো অনেকে গত সরকারের কর্তৃত্ববাদের কারণে নির্যাতিত হয়েছেন। শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভ ও গণতান্ত্রিক শক্তিকে আমরা ধন্যবাদ জানাই।’
এর কারণে কর্তৃত্ববাদের অবসান হয়েছে এবং নতুন আশার সঞ্চার হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ড. ইউনূস বলেছেন বাংলাদেশ এখন দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে। আর এখন জাতি হিসেবে বাংলাদেশিদের সামনে বিপুল সম্ভাবনা পূরণের সুযোগ রয়েছে। আমরা গর্বিত, কয়েক বছর ধরে আমরা ড. ইউনূসের পাশে থাকতে পেরেছি। এটি বাংলাদেশের জন্য একটি রোমাঞ্চকর নতুন ভোরের সূচনা। আমরা আগামী মাস ও বছরগুলোতে তাঁর এবং বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করি।’
নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
১০ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
১৩ ঘণ্টা আগে