Ajker Patrika

বিএনপির কর্মীসহ ১১ জন খুন

  • ইফতারের চাঁদা না দেওয়ায় দুপক্ষের সংঘর্ষ।
  • দলবদ্ধ পিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যা।
  • চাঁদাবাজির টাকার ভাগ নিয়ে যুবককে হত্যা।
আজকের পত্রিকা ডেস্ক­
নরসিংদীর পলাশে পিটুনিতে নিহত রাকিব ও সাকিবের মায়ের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
নরসিংদীর পলাশে পিটুনিতে নিহত রাকিব ও সাকিবের মায়ের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

ঈদুল ফিতরের ছুটির তিন দিনে বিএনপির কর্মীসহ সারা দেশে ৮ জেলায় অন্তত ১১ জন খুন হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে ২ জন, নরসিংদীতে ২, নড়াইলে ২, সাভারে ১, রাজশাহীতে ১, বরিশালে ১, বরগুনায় ১ ও লক্ষ্মীপুরে ১ জন খুন হয়েছেন। গত রোববার থেকে গতকাল বুধবার পর্যন্ত এসব ঘটনা ঘটে। খবর আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো।

রাজশাহী: রাজশাহীর তানোরে ইফতারের চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত কর্মী নেকশার আলী মারা গেছেন। গত ২৭ মার্চ সন্ধ্যায় তানোরের চান্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিনের অনুসারী এবং ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি আজাদ আলীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত নেকশার আলী গত মঙ্গলবার বিকেলে মারা যান। তিনি মফিজের অনুসারী ছিলেন। তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, মারামারির ঘটনার পর দুপক্ষই থানায় দুটি মামলা করেছিল। একপক্ষের একজন মারা গেছেন। আগে করা মারামারির মামলাটিই এখন হত্যা মামলায় রূপান্তর হবে।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চকবাজারে কর্ণফুলী সেতুকেন্দ্রিক ব্যবসা ও বালুমহাল নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে মো. আব্দুল্লাহ ও মানিক নামের দুজন মারা গেছেন। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। চকবাজার থানার ওসি মো. জাহেদুল কবীর জানান, ‘আমরা তদন্ত শুরু করেছি। তদন্তের আগে এ বিষয়ে কিছু বলা যাবে না।’

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলায় সাকিব মিয়া ও রাকিব মিয়া নামের দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হিমেল নামের এক যুবককে চোর সন্দেহে দলবদ্ধ পিটুনির প্রতিবাদ করায় আপন দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ঈদের দিন সোমবার রাত ৮টার দিকে উপজেলার ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে। পলাশ থানার ওসি মনির হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাভার: ঢাকার সাভারে রুবেল নামের এক নৈশপ্রহরী খুন হয়েছেন। দুর্বৃত্তরা তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। ঈদের দিন সোমবার রাতে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সাভার থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, আমাদের টিম কাজ করছে। শিগগির সব জানা যাবে।

বরিশাল: বরিশালের হিজলায় চাঁদাবাজির টাকার ভাগ নিয়ে বিরোধের জেরে শরীফ তরফদার নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাঁকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়। হিজলা থানার ওসি আবুল কালাম বলেন, জাহাজে চাঁদাবাজির টাকার ভাগ-বণ্টন নিয়ে খুন হয়েছেন শরীফ।

নড়াইল: নড়াইল বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কাঁচামাল ব্যবসায়ী ইদ্রিসের বিরুদ্ধে। গত রোববার বিকেলে জেলার লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশা বাজারে এ ঘটনা ঘটে। লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান আরও জানান, এ ঘটনায় থানায় অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ী ইদ্রিস শেখকে আটক করা হয়েছে। এ ছাড়া জেলার কালিয়ায় সংঘর্ষে আবু তালেব শেখ নামের একজন নিহত হয়েছেন। এ ছাড়াও বরগুনা ও লক্ষ্মীপুরে আরও দুজন খুন হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত