Ajker Patrika

বিক্ষোভের মুখে বিটিআরসির ২ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিক্ষোভের মুখে বিটিআরসির ২ কর্মকর্তা বরখাস্ত

বিক্ষোভের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দুই উপ–পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার পৃথক অফিস আদেশে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। 

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—বিটিআরসির উপ–পরিচালক ও চেয়ারম্যানের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) আমজাদ হোসেন এবং ইঞ্জিনিয়ারিং ও অপারেশনস বিভাগের উপ–পরিচালক মাহদী আহমদ। 

আজ সকাল থেকে বৈষম্য ও দুর্নীতির অভিযোগ তুলে বিটিআরসি কর্মকর্তা–কর্মচারীদের একাংশ বর্তমান চেয়ারম্যানসহ একাধিক কর্মকর্তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা বৈষম্য ও দুর্নীতি করা বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ চান। 

এ ছাড়া চেয়ারম্যানের সঙ্গে অনিয়ম–দুর্নীতির সহযোগী প্রশাসন বিভাগের উপ–পরিচালক ও একান্ত সচিব মো. আমজাদ হোসেন নিপু, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের উপ–পরিচালক মাহদী আহমদেরও বিচার চান তাঁরা। এ সময় চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও অন্য তিন কমিশনার অনুপস্থিত ছিলেন। বিক্ষোভরত কর্মকর্তা–কর্মচারীরা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের উপ–পরিচালক মাহদী আহমদকে অবরুদ্ধ করে রাখেন। 

বিক্ষোভকালে বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী গণমাধ্যমকে বলেন, বিটিআরসিতে নানাভাবে বৈষম্য হয়েছে। এর বিরুদ্ধে কর্মকর্তা–কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। তাঁদের বিভিন্ন দাবি রয়েছে। অনেক সিদ্ধান্ত কমিশনারদের অন্ধকারে রেখে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত