বিশেষ প্রতিনিধি, ঢাকা
মাদারীপুরের শিবচরে একটি তথ্যপ্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নিজের নামে নামকরণ করার প্রস্তাব নাকচ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার নিজ কার্যালয়ে নতুন অর্থবছরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এই প্রস্তাব নাকচ করেন বলে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
সচিব জানান, বৈঠকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ থেকে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি আইন, ২০২৪’-এর খসড়া প্রস্তাব আসে। তখন প্রধানমন্ত্রী নামকরণের বিষয়টি নাকচ করে দেন। এ সময় পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের জন্য একটি কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।
সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বললেন, এটি তাঁর নামে হবে না। তাঁর নাম বাদ দিয়ে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি আইন, ২০২৪ নামে অনুমোদিত হয়েছে। উনি তাঁর নামটা গ্রহণ করেন নাই। এর আগেও নিজের নামে প্রতিষ্ঠান করতে প্রধানমন্ত্রী বারণ করেছিলেন। যেহেতু এটি এই ক্যাটাগরির প্রথম কোনো প্রতিষ্ঠান, সে জন্য মন্ত্রিসভা থেকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু উনি নিজের নামে প্রতিষ্ঠান করতে সম্মত হননি। উনি তাঁর নামে প্রতিষ্ঠান না করার জন্য নির্দেশনা দিয়েছেন।’
পদ্মা সেতু কোম্পানি গঠন
পদ্মা সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ‘পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি, পিএলসি’ গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোম্পানি আইন অনুযায়ী এই কোম্পানি গঠন করা হচ্ছে। এই বোর্ডে থাকবেন ১৪ জন।
তাঁরা জনবলকাঠামো ঠিক করবেন। বোর্ডে সেতু বিভাগ, অর্থ বিভাগসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা থাকবেন। বর্তমানে কোরিয়া এক্সপ্রেসওয়ে ও চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) সেতুটি রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের কাজ পরিচালনা করছে।
রপ্তানি নীতি
মন্ত্রিসভার বৈঠকে কিছু পর্যবেক্ষণ দিয়ে রপ্তানি নীতি ২০২৪-২৭-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগের নীতিগুলোর সঙ্গে নতুন কিছু নীতি যোগ করা হয়েছে। উন্নয়নশীল দেশ হওয়ার পর আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ কিছু সুযোগ-সুবিধা কমবে। সেগুলো মাথায় রেখে প্রতিযোগিতা সক্ষমতা যেন বাড়ে, রপ্তানিকারকেরা যেন উৎসাহিত হয়, সেগুলো রাখা হয়েছে।
এত দিন সফটওয়্যার রপ্তানির ওপর প্রণোদনা ছিল। প্রধানমন্ত্রী ইলেকট্রনিকস ডিভাইস রপ্তানির ওপরও যেন বিশেষ উৎসাহ দেওয়া হয়, সেই নির্দেশনা দিয়েছেন। শাকসবজি রপ্তানিতে আরও মনোযোগী হওয়ার নির্দেশনা দিয়েছেন।
মাদারীপুরের শিবচরে একটি তথ্যপ্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নিজের নামে নামকরণ করার প্রস্তাব নাকচ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার নিজ কার্যালয়ে নতুন অর্থবছরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এই প্রস্তাব নাকচ করেন বলে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
সচিব জানান, বৈঠকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ থেকে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি আইন, ২০২৪’-এর খসড়া প্রস্তাব আসে। তখন প্রধানমন্ত্রী নামকরণের বিষয়টি নাকচ করে দেন। এ সময় পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের জন্য একটি কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।
সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বললেন, এটি তাঁর নামে হবে না। তাঁর নাম বাদ দিয়ে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি আইন, ২০২৪ নামে অনুমোদিত হয়েছে। উনি তাঁর নামটা গ্রহণ করেন নাই। এর আগেও নিজের নামে প্রতিষ্ঠান করতে প্রধানমন্ত্রী বারণ করেছিলেন। যেহেতু এটি এই ক্যাটাগরির প্রথম কোনো প্রতিষ্ঠান, সে জন্য মন্ত্রিসভা থেকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু উনি নিজের নামে প্রতিষ্ঠান করতে সম্মত হননি। উনি তাঁর নামে প্রতিষ্ঠান না করার জন্য নির্দেশনা দিয়েছেন।’
পদ্মা সেতু কোম্পানি গঠন
পদ্মা সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ‘পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি, পিএলসি’ গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোম্পানি আইন অনুযায়ী এই কোম্পানি গঠন করা হচ্ছে। এই বোর্ডে থাকবেন ১৪ জন।
তাঁরা জনবলকাঠামো ঠিক করবেন। বোর্ডে সেতু বিভাগ, অর্থ বিভাগসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা থাকবেন। বর্তমানে কোরিয়া এক্সপ্রেসওয়ে ও চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) সেতুটি রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের কাজ পরিচালনা করছে।
রপ্তানি নীতি
মন্ত্রিসভার বৈঠকে কিছু পর্যবেক্ষণ দিয়ে রপ্তানি নীতি ২০২৪-২৭-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগের নীতিগুলোর সঙ্গে নতুন কিছু নীতি যোগ করা হয়েছে। উন্নয়নশীল দেশ হওয়ার পর আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ কিছু সুযোগ-সুবিধা কমবে। সেগুলো মাথায় রেখে প্রতিযোগিতা সক্ষমতা যেন বাড়ে, রপ্তানিকারকেরা যেন উৎসাহিত হয়, সেগুলো রাখা হয়েছে।
এত দিন সফটওয়্যার রপ্তানির ওপর প্রণোদনা ছিল। প্রধানমন্ত্রী ইলেকট্রনিকস ডিভাইস রপ্তানির ওপরও যেন বিশেষ উৎসাহ দেওয়া হয়, সেই নির্দেশনা দিয়েছেন। শাকসবজি রপ্তানিতে আরও মনোযোগী হওয়ার নির্দেশনা দিয়েছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
২১ মিনিট আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
২ ঘণ্টা আগেগত ৫ মাসে (৪ আগস্ট ২০২৪ থেকে) সারা দেশের ৪০টি মাজারে ৪৪টি হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে...
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে...
৬ ঘণ্টা আগে