Ajker Patrika

পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী 

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলসহ তিন দফা দাবিতে শিক্ষকদের আন্দোলন চলছে। সর্বাত্মক কর্মবিরতির হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। এ বিষয়ে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

আজ রোববার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা করেন। 

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টি হওয়া নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলছি না। তাঁরা একটি কর্মসূচি ঘোষণা করেছেন। এই দেশ গণতান্ত্রিক দেশ, সেখানে সবারই রাজনৈতিক ও বাক্‌স্বাধীনতার অধিকার আছে। এই অচলাবস্থা যদি আগামীকাল (সোমবার) থেকে শুরু হয়ে থাকে তাহলে আমরা পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেব। পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরবর্তী সিদ্ধান্তে আমরা যাব। 

তিনি আরও বলেন, সর্বজনীন পেনশনে যেতে কেন বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা অনীহা প্রকাশ করছেন সেটি নিয়ে (শিক্ষক) নেতারা আমাদের সঙ্গে আলোচনা করে তুলনামূলক একটি চিত্র দেখিয়েছেন। সেখানে আমরা আমাদের পক্ষ থেকে নানা ধরনের পর্যবেক্ষণ তাঁদের জানিয়েছি। সেগুলো আলোচনার পর্যায়ে রয়েছে।  

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাস্তবায়ন শুরু হবে আগামীকাল সোমবার। তবে এ স্কিম বাতিলসহ তিন দফা দাবিতে আগামীকাল সোমবার দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন। এর আগেও নানা কর্মসূচি পালন করেছেন তাঁরা। তবে প্রত্যয় স্কিম চালু করার বিষয়ে অনড় অবস্থানে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। 

পেনশনের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নয় বলেও জানান মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, সিদ্ধান্তটি (সর্বজনীন পেনশন) শিক্ষা মন্ত্রণালয়ের নয়। এটি অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত এবং সরকারের সার্বিক পলিসির ডিসিশনের একটি অংশ। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ এই সিদ্ধান্ত পরিবর্তন এবং এই সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে কোনো মন্তব্য করা আপাতত সম্ভব নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত