নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য ও হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আবু আহমেদ জমাদার বলেছেন, ‘রাজাকারের বসবাসের জন্য এই দেশ নয়। যুদ্ধ করেছিলাম রাজাকারের বসবাসের জন্য নয়, মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য। মুক্তিযুদ্ধের অনুসারীদের বসবাসের জন্য। আজকে রাজাকারদের ভয়ে, আল বদরদের ভয়ে হাজার হাজার পুলিশ রাতে মোতায়েন করতে হয়। একটি দণ্ডিত রাজাকারের (দেলাওয়ার হোসাইন সাঈদী) লাশ পাহারা দেওয়ার জন্য। আফসোস, দুঃখ।’
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে বিচারপতি মো. আবু আহমেদ জমাদার বলেন, ‘গতকাল রাত ১২টার সময় আমার দুই ছেলে (পুলিশ কর্মকর্তা) চলে যাচ্ছে পোশাক পরে। বললাম কোথায় যাও? বলল পিজি হাসপাতালে যাচ্ছি। কেন? বলল, এরা (জামায়াত) দাঙ্গা-হাঙ্গামা করতে পারে। আমাদের মেসেজ দিয়েছে তাড়াতাড়ি সেখানে যেতে। কী দাঙ্গা? বলল দেলাওয়ার হোসেইন সাঈদী মারা গেছে। এইজন্য দাঙ্গা-হাঙ্গামা হতে পারে। পরে রাতেই ডিএমপির উদ্যোগে ঢাকার বাইরে থেকে পুলিশ এনে মোতায়েন করা হয়। কেন? এই শঙ্কা কেন আসবে এই দেশে। যে দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি, সেখানে কেন ৫২ বছর পর কেন শঙ্কা আসবে এই দেশে?’
তিনি বলেন, ‘এরা কি (জামায়াত) তাহলে পাকিস্তানি হানাদার বাহিনীর চাইতেও বেশি ক্ষমতাধর? আমার তো মনে হয় তাই। আমাদের শঙ্কা কেন ৫২ বছর পরে? এই স্বাধীন দেশে? একজন মানুষ মারা গেছে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত। কারাদণ্ডপ্রাপ্ত একজন মানুষ, যার শিক্ষাগত যোগ্যতা কি আমি জানি না। আল্লামা নামধারী। সে কি এতই জ্ঞানী ছিল? বাংলাদেশে সবার ওপরে? তাঁকে পাহারা দেওয়ার জন্য, দাঙ্গা-হাঙ্গামা ঠেকানোর জন্য হাজার হাজার পুলিশ সারা রাত জেগেছে। ভোরবেলা পিরোজপুরে নিয়ে গেছে। মেসেজ আছে, আমার মোবাইলে। সবাই লাঠিসোঁটা নিয়ে বের হয়ে আসো। এই যে, আহ্বান লাঠিসোঁটা নিয়ে বের হয়ে আসার। কাজেই এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে সাহস করতে হবে আরও।’
বিচারপতি মো. আবু আহমেদ জমাদার বলেন, ‘কমিশন হতে হবে। কমিশনের রিপোর্ট হতে হবে, জাতির কাছে সেই কমিশন রিপোর্ট থাকতে হবে। যে তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে, আমরা এখনো জীবিত আছি। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিচার হতে হবে। আজকের শোক দিবসে প্রধান বিচারপতির কাছে দাবি, জামায়াতে ইসলামীর বিচারের জন্য আপিল বিভাগে রায়ে বলা হয়েছে সন্ত্রাসী সংগঠন, অপরাধী সংগঠন। তাদের বিচারের জন্য আইনের ছোট একটি সংশোধনী দরকার। কী সাজা হবে, সেটা কেন হচ্ছে না সংশ্লিষ্ট মহলে আপনি জানুন।’
বিচারপতি আবু আহমেদ জমাদার আরও বলেন, ‘আমরা বিচার করতে চাই। কী হবে বিচার করলে? হত্যা করবে? হত্যার বিষয়টি জেনেই যুদ্ধে গিয়েছিলাম। আমি শেষবার বলতে চাই, এখনো আমার কাছে সময় আছে। বিচার করতে চাই এটার। আমি এই শোক দিবস থেকে দাবি করছি, এই বিচারের উদ্যোগ নেওয়া হোক। কেন বিচার হচ্ছে না? তদন্ত রিপোর্ট দাখিল করা আছে। সাক্ষী এখনো আছে। বিচার কেন হবে না? এই সূত্রের সঙ্গেই ৭৫-এর সূত্র। এই সূত্রের সঙ্গেই ৭৫-এর অনেক ঘটনা জড়িত। ৫২ বছর পরে হলেও প্রধান বিচারপতি সাহসের সঙ্গে সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধুর স্মৃতি স্থাপন করেছেন। আমার অবসরের কয়েক মাস আছে। প্রধান বিচারপতির কাছে আবারও দাবি, এই বিচারটা করার উদ্যোগ নিন। আমাকে যদি বন্ধুক ধরে গুলি করা হয়, যদি বলা হয়—এই বিচার করলে গুলি করা হবে, তবুও বলব বিচার করতে আমি প্রস্তুত।’
এদিকে একই অনুষ্ঠানে পরে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, ‘আমার মনে হয় আমরা বঙ্গবন্ধুকে নিয়ে যত বেশি আলোচনা করছি, বঙ্গবন্ধুর চর্চাটা সেখানে একেবারেই কম হচ্ছে। আমরা যে যেখানে দায়িত্ব পালন করছি সে দায়িত্ব থেকে বঙ্গবন্ধুর চর্চাটা করলে তাঁর আত্মা শান্তি পাবে।’
তিনি বলেন, ‘আমরা অনেকে অনেক কথা বলতে পারি, ভাবতে পারি। আমাদের অতীতের পরিচয় আছে, বর্তমানের পরিচয় আছে, ভবিষ্যতের পরিচয় থাকতে পারে। কিন্তু আমরা যখন বিচারক হিসেবে শপথবদ্ধ হয়েছি, আমাদের মনে রাখতে হয় আমাদের এখতিয়ারটা কী? আমি কতটুকু করতে পারি? আমি কী বলতে পারব? যেমন এখানে প্রশ্ন উঠেছে অমুক বিষয়ে কেন বিচার করা যাবে না? প্রধান বিচারপতি কেন নির্দেশনা দেবেন না? আমরা বিচারপতিরা কোন বিষয়ে কতটুকু দাবি তুলতে পারি, কোন বিষয়ে কতটুকু কথা বলতে পারি—এই বিষয়গুলো সব সময় খেয়াল রাখা উচিত।
‘আমরা দেশে বিপ্লব ঘটাতে পারব না, মনে যত আকাঙ্ক্ষাই থাক না কেন। আমরা যে শপথ নিয়েছি তার মধ্যে থেকেই কাজ করতে হবে। রাজনৈতিক দলের নেতা দল বদল করতে পারেন। কিন্তু আমি বিচারপতি হিসেবে যখন শপথ বাক্য পাঠ করি, সংবিধানের বাইরে যাওয়ার আর সুযোগ নেই।’
বিচারপতি ইনায়েতুর রহিম আরও বলেন, ‘বঙ্গবন্ধু সুপ্রিম কোর্ট উদ্বোধন করতে এসে বলেছিলেন, আপনারা বিচারক, আইন ও সংবিধান অনুযায়ী বিচার করবেন। কিন্তু এমন কোনো ব্যাখ্যা দেবেন না, যেই ব্যাখ্যায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অর্থাৎ সংবিধান ব্যাখ্যা করতে গিয়ে সমাজ, বাস্তবতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম মাথায় রাখতে হবে। সুপ্রিম কোর্ট অনেকবার এ রকম ভুল করেছে প্রেক্ষাপট বিবেচনায় না নিয়ে।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য ও হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আবু আহমেদ জমাদার বলেছেন, ‘রাজাকারের বসবাসের জন্য এই দেশ নয়। যুদ্ধ করেছিলাম রাজাকারের বসবাসের জন্য নয়, মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য। মুক্তিযুদ্ধের অনুসারীদের বসবাসের জন্য। আজকে রাজাকারদের ভয়ে, আল বদরদের ভয়ে হাজার হাজার পুলিশ রাতে মোতায়েন করতে হয়। একটি দণ্ডিত রাজাকারের (দেলাওয়ার হোসাইন সাঈদী) লাশ পাহারা দেওয়ার জন্য। আফসোস, দুঃখ।’
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে বিচারপতি মো. আবু আহমেদ জমাদার বলেন, ‘গতকাল রাত ১২টার সময় আমার দুই ছেলে (পুলিশ কর্মকর্তা) চলে যাচ্ছে পোশাক পরে। বললাম কোথায় যাও? বলল পিজি হাসপাতালে যাচ্ছি। কেন? বলল, এরা (জামায়াত) দাঙ্গা-হাঙ্গামা করতে পারে। আমাদের মেসেজ দিয়েছে তাড়াতাড়ি সেখানে যেতে। কী দাঙ্গা? বলল দেলাওয়ার হোসেইন সাঈদী মারা গেছে। এইজন্য দাঙ্গা-হাঙ্গামা হতে পারে। পরে রাতেই ডিএমপির উদ্যোগে ঢাকার বাইরে থেকে পুলিশ এনে মোতায়েন করা হয়। কেন? এই শঙ্কা কেন আসবে এই দেশে। যে দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি, সেখানে কেন ৫২ বছর পর কেন শঙ্কা আসবে এই দেশে?’
তিনি বলেন, ‘এরা কি (জামায়াত) তাহলে পাকিস্তানি হানাদার বাহিনীর চাইতেও বেশি ক্ষমতাধর? আমার তো মনে হয় তাই। আমাদের শঙ্কা কেন ৫২ বছর পরে? এই স্বাধীন দেশে? একজন মানুষ মারা গেছে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত। কারাদণ্ডপ্রাপ্ত একজন মানুষ, যার শিক্ষাগত যোগ্যতা কি আমি জানি না। আল্লামা নামধারী। সে কি এতই জ্ঞানী ছিল? বাংলাদেশে সবার ওপরে? তাঁকে পাহারা দেওয়ার জন্য, দাঙ্গা-হাঙ্গামা ঠেকানোর জন্য হাজার হাজার পুলিশ সারা রাত জেগেছে। ভোরবেলা পিরোজপুরে নিয়ে গেছে। মেসেজ আছে, আমার মোবাইলে। সবাই লাঠিসোঁটা নিয়ে বের হয়ে আসো। এই যে, আহ্বান লাঠিসোঁটা নিয়ে বের হয়ে আসার। কাজেই এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে সাহস করতে হবে আরও।’
বিচারপতি মো. আবু আহমেদ জমাদার বলেন, ‘কমিশন হতে হবে। কমিশনের রিপোর্ট হতে হবে, জাতির কাছে সেই কমিশন রিপোর্ট থাকতে হবে। যে তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে, আমরা এখনো জীবিত আছি। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিচার হতে হবে। আজকের শোক দিবসে প্রধান বিচারপতির কাছে দাবি, জামায়াতে ইসলামীর বিচারের জন্য আপিল বিভাগে রায়ে বলা হয়েছে সন্ত্রাসী সংগঠন, অপরাধী সংগঠন। তাদের বিচারের জন্য আইনের ছোট একটি সংশোধনী দরকার। কী সাজা হবে, সেটা কেন হচ্ছে না সংশ্লিষ্ট মহলে আপনি জানুন।’
বিচারপতি আবু আহমেদ জমাদার আরও বলেন, ‘আমরা বিচার করতে চাই। কী হবে বিচার করলে? হত্যা করবে? হত্যার বিষয়টি জেনেই যুদ্ধে গিয়েছিলাম। আমি শেষবার বলতে চাই, এখনো আমার কাছে সময় আছে। বিচার করতে চাই এটার। আমি এই শোক দিবস থেকে দাবি করছি, এই বিচারের উদ্যোগ নেওয়া হোক। কেন বিচার হচ্ছে না? তদন্ত রিপোর্ট দাখিল করা আছে। সাক্ষী এখনো আছে। বিচার কেন হবে না? এই সূত্রের সঙ্গেই ৭৫-এর সূত্র। এই সূত্রের সঙ্গেই ৭৫-এর অনেক ঘটনা জড়িত। ৫২ বছর পরে হলেও প্রধান বিচারপতি সাহসের সঙ্গে সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধুর স্মৃতি স্থাপন করেছেন। আমার অবসরের কয়েক মাস আছে। প্রধান বিচারপতির কাছে আবারও দাবি, এই বিচারটা করার উদ্যোগ নিন। আমাকে যদি বন্ধুক ধরে গুলি করা হয়, যদি বলা হয়—এই বিচার করলে গুলি করা হবে, তবুও বলব বিচার করতে আমি প্রস্তুত।’
এদিকে একই অনুষ্ঠানে পরে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, ‘আমার মনে হয় আমরা বঙ্গবন্ধুকে নিয়ে যত বেশি আলোচনা করছি, বঙ্গবন্ধুর চর্চাটা সেখানে একেবারেই কম হচ্ছে। আমরা যে যেখানে দায়িত্ব পালন করছি সে দায়িত্ব থেকে বঙ্গবন্ধুর চর্চাটা করলে তাঁর আত্মা শান্তি পাবে।’
তিনি বলেন, ‘আমরা অনেকে অনেক কথা বলতে পারি, ভাবতে পারি। আমাদের অতীতের পরিচয় আছে, বর্তমানের পরিচয় আছে, ভবিষ্যতের পরিচয় থাকতে পারে। কিন্তু আমরা যখন বিচারক হিসেবে শপথবদ্ধ হয়েছি, আমাদের মনে রাখতে হয় আমাদের এখতিয়ারটা কী? আমি কতটুকু করতে পারি? আমি কী বলতে পারব? যেমন এখানে প্রশ্ন উঠেছে অমুক বিষয়ে কেন বিচার করা যাবে না? প্রধান বিচারপতি কেন নির্দেশনা দেবেন না? আমরা বিচারপতিরা কোন বিষয়ে কতটুকু দাবি তুলতে পারি, কোন বিষয়ে কতটুকু কথা বলতে পারি—এই বিষয়গুলো সব সময় খেয়াল রাখা উচিত।
‘আমরা দেশে বিপ্লব ঘটাতে পারব না, মনে যত আকাঙ্ক্ষাই থাক না কেন। আমরা যে শপথ নিয়েছি তার মধ্যে থেকেই কাজ করতে হবে। রাজনৈতিক দলের নেতা দল বদল করতে পারেন। কিন্তু আমি বিচারপতি হিসেবে যখন শপথ বাক্য পাঠ করি, সংবিধানের বাইরে যাওয়ার আর সুযোগ নেই।’
বিচারপতি ইনায়েতুর রহিম আরও বলেন, ‘বঙ্গবন্ধু সুপ্রিম কোর্ট উদ্বোধন করতে এসে বলেছিলেন, আপনারা বিচারক, আইন ও সংবিধান অনুযায়ী বিচার করবেন। কিন্তু এমন কোনো ব্যাখ্যা দেবেন না, যেই ব্যাখ্যায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অর্থাৎ সংবিধান ব্যাখ্যা করতে গিয়ে সমাজ, বাস্তবতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম মাথায় রাখতে হবে। সুপ্রিম কোর্ট অনেকবার এ রকম ভুল করেছে প্রেক্ষাপট বিবেচনায় না নিয়ে।’
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
১ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
২ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৩ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৪ ঘণ্টা আগে